Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

এলাকা)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্চল
(p. 8) añcala বি. 1 শা়ড়ির প্রান্ত, পরিহিত শাড়ির যে প্রান্ত পিঠের উপর লম্বিত থাকে বা কোমরে গোঁজা হয়, আঁচল ('করিত দক্ষিণ-বায়ু অঞ্চল আকুল': রবীন্দ্র); 2 প্রান্তভাগ ('নয়নক অঞ্চল': ভা. চ.); 3 কোনো দেশ ইত্যাদির অংশ, এলাকা, তল্লাট (মেরু অঞ্চল)। [সং. √ অঞ্চ্+অল]। ̃ নিধি বি. 1 যে মূল্যবান সম্পদকে আঁচলে ঢেকে সংরক্ষিত করতে হয়; 2 (আদরে) সন্তান বা পুত্র; 3 স্বামী। ̃ প্রভাব বি. স্ত্রীর প্রভুত্ব। 136)
অধি-ক্ষেত্র
(p. 17) adhi-kṣētra বি. এলাকা, jurisdiction (স. প.)। [সং. অধি+ক্ষেত্র]। 58)
অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
আওতা
(p. 77) āōtā বি. 1 রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; 2 ছায়া; 3 আশ্রয়; 4 প্রভাব। [সং. আবৃত? বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা ?]। আওতায় আসা, আওতায় পড়া ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া। 31)
আঞ্চলিক
(p. 85) āñcalika বিণ. 1 স্হানীয়, local; 2 অপেক্ষাকৃত ছোট কোনো স্হান বা এলাকাসংক্রান্ত (আঞ্চলিক শক্তি, আঞ্চলিক স্বার্থ)। [সং. অঞ্চল + ইক]। বি. ̃ তা, regionalism. 50)
ইলাকা-এলাকা
(p. 116) ilākā-ēlākā র অপ্র. রূপভেদ। 11)
উপ-দ্রূত
(p. 132) upa-drūta বিণ. উপদ্রবপীড়িত; বিপন্ন; অত্যাচারিত (উপদ্রুত এলাকা)। [সং. উপ + √ দ্রু + ত]। 13)
গের্দ
(p. 256) gērda বি. 1 বেষ্টন, বেড়, ঘের; 2 এলাকা, অঞ্চল, চারপাশ। [ফা. গির্দ]। 34)
গোচর
(p. 256) gōcara বি. 1 ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা বিষয় (কর্ণগোচরে আসা); 2 (জ্যোতিষ.) এলাকা, দৃষ্টি বা প্রভাবের এলাকা (শনির গোচর); 3 অবগতি (বিষয়টি তাঁর গোচরে আনতে হবে); 4 গোচারণভূমি। বিণ. প্রত্যক্ষ; আশ্রিত; স্হিত; বিষয়ীভূত (নয়নগোচর, শ্রুতিগোচর)। [সং. গো + √চর্ + অ]। 62)
থানা
(p. 392) thānā বি. 1 অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা); 2 ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে); 3 প্রহরা (থানা দেওয়া); 4 পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)। [হি. থানা সং. স্হান]। থানা-পুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া। ̃ দার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা। 30)
নির্বাচন
(p. 468) nirbācana বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। ̃ কেন্দ্র, ̃ ক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন। 88)
বিট1
(p. 611) biṭa1 বি. পিয়ন পাহারাওয়ালা প্রভৃতির এলাকা বা টহল দেওয়ার সীমা। [ইং. beat]। 54)
রাজ্য
(p. 742) rājya বি. 1 রাজার অধিকারভুক্ত দেশ বা ভূখণ্ড; 2 রাজত্ব; 3 কেন্দ্রিয় সরকারের অধীনে কিন্তু স্বতন্ত্র শাসনব্যবস্হা-সমন্বিত প্রদেশ, state; 4 দেশ 5 (আল.) পৃথিবী (রাজ্যের দুঃখ, যত রাজ্যের লোক এসে জুটেছে)। [সং.রাজন্ + য]। ̃ .চ্যুত, ̃.ভ্রষ্ট, ̃.হারা বিণ. স্বীয় রাজ্য বা রাজপদ থেকে বঞ্চিত, রাজ্য হাতছাড়া হয়েছে এমন। ̃ .পাল বি. স্বতন্ত্র শাসনব্যবস্হা সমন্বিত প্রদেশের বা রাজ্যের শাসক, গভর্ণর। ̃ .ভার বি. রাজ্যশাসনের দায়িত্ব। ̃ .ভ্রষ্ট দ্র রাজ্যচ্যুত। ̃ .শাসন বি. রাষ্ট্র বা দেশ পরিচালনা। ̃ .সভা বি. দুইকক্ষবিশিষ্ট ভারতীয় সংসদের দ্বিতীয় কক্ষ। ̃ .সরকার বি. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্হায় প্রদেশের শাসক। ̃ .সীমা বি. দেশের বা রাজ্যের অধিকারভুক্ত এলাকা। ̃ .রাজ্যেশ্বর বি. রাজ্যের অধিপতি, রাজা। স্ত্রী. রাজ্যেশ্বরী। 9)
রিটার্নিং অফিসার
(p. 743) riṭārni ṃaphisāra বি. নির্বাচনে নির্দিষ্ট এলাকার আধিকারিকবিশেষ। [ইং. returning officer]। 47)
রোঁদ
(p. 749) rōn̐da বি. নির্দিষ্ট এলাকায় ঘুরে নির্দিষ্ট সময়ব্যাপী পাহারা (চৌকিদার রোঁদে বেরিয়েছে)। [ইং. round]। 35)
শাসন
(p. 776) śāsana বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ̃ তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ̃ বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা। 26)
হদ্দ
(p. 858) hadda বি. সীমা (তু. বেহদ্দ =সীমাহীন); এলাকা (হদ্দের বাইরে যাওয়া)। বিণ. 1 চরম, চূড়ান্ত (হদ্দ মজা); 2 অনধিক, মোট (হদ্দ চার কাঠা)। [আ. হদ্দ্]। ̃ মুদ্দ ক্রি-বিণ. যথাসাধ্য; বড়োজোর, খুব বেশি হলে। বিণ. প্রচণ্ড (হদ্দমুদ্দ লড়াই)। হদ্দ হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্লান্ত বা জেরবার হওয়া (খুঁজতে খুঁজতে হদ্দ হওয়া)। 42)
হাতা1
(p. 865) hātā1 বি. 1 এলাকা, ঘেরাও করা সীমা (বাড়ির হাতা); 2 (আল.) অধিকার, কবল। [আ. হত্তা]। 7)
হুদ্দো
(p. 871) huddō বি. এলাকা, প্রভুত্ব বা কার্যক্ষেত্রের সীমানা, jurisdiction. [আ. হদ্]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535012
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140541
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942999
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883612
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696704
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us