Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ওঠানো দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অথর্ব
(p. 14) atharba (-র্বন্) বি. চতুর্থ বেদ। [সং. অথ+ঝ+বন্]। (বাং.) বিণ. নড়াচড়ার বা ওঠার শক্তি নেই যার; জরাগ্রস্ত; অকর্মণ্য। 67)
উচ্ছল
(p. 119) ucchala বিণ. 1 দোলায়িত; 2 প্রাণবন্ত, হাসিখুশি (উচ্ছল স্বভাবের মেয়ে, প্রাণোচ্ছল); 3 চারদিকে ছড়িয়ে পড়েছে এমন, উথলে উঠেছে এমন ('উচ্ছল নদীজল'); 4 ফুলে উঠেছে এমন, স্ফীত (ফেনোচ্ছল)। [সং. উত্ + √ শল্ + অ]। ̃ তা বি. দোলায়িত ভাব; প্রাণবন্ত ভাব; উচ্ছ্বাস; উথলে ওঠার অবস্হা বা ভাব। উচ্ছলিত বিণ. দোলিত; উচ্ছ্বসিত; ফুলে বা উথলে উঠেছে এমন; স্ফীত। 49)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
খালাসি2
(p. 229) khālāsi2 বি. 1 জাহাজ-স্টিমারে বা সৈন্যবিভাগে নিযুক্ত নিম্নশ্রেণির কর্মচারী ; 2 ভারী বস্তু ওঠানো-নামানোর কাজে নিযুক্ত ভৃত্য বা শ্রমিক। [আ. খালাস্]। 2)
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
চড়াই1
(p. 276) caḍ়āi1 বি. 1 (সাধারণত পাহাড়ের) ঊর্ধ্বগত বা ক্রমোন্নত পথ, (পাহাড়ের) নীচের দিক থেকে উপরের দিকে ওঠার পথ (তু. বিপ. উতরাই); 2 আরোহণ; 3 ঊর্ধ্বগতি; 4 উচ্চতা। [হি. চড়াই]। 15)
চাগা
(p. 281) cāgā ক্রি. 1 সতেজ বা প্রবল হয়ে ওঠা; 2 জেগে ওঠা, উদিত হওয়া, উদ্রিক্ত হওয়া (বাতিক চাগিয়েছে)। [ প্রাকৃ. চঙ্গ]। ̃ নো 1 চাগা; উত্তেজিত করা; উদ্রিক্ত করা, জাগিয়ে তোলা; 2 ওঠানো, তোলা ('দে হাওয়া চাগিয়ে কাপড়': নজরুল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 72)
ছাপা৩
(p. 304) chāpā3 ক্রি. উপচে ওঠা বা পড়া; কূল বা সীমা অতিক্রম করা (নদী বা নদীর তীর ছাপিয়ে উঠেছে)। [তু. উপচা ( সং. উপচয়)]। ̃ ছাপি বি. কূল বা সীমা অতিক্রম; প্লাবিত অবস্হা। বিণ. কূল বা সীমা অতিক্রম করা হয়েছে এমন; প্লাবিত; উপছে ওঠার মতো অবস্হাপ্রাপ্ত (পুকুরে জল ছাপাছাপি হয়েছে)। ̃ নো ক্রি. উপচে ওঠা বা পড়া; প্লাবিত করা। বি. বিণ. উক্ত অর্থে। 38)
ঢেঁকি
(p. 362) ḍhēn̐ki বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা। 6)
তুড়িং-বিড়িং
(p. 375) tuḍ়i-mbiḍ়i বি. (ফড়িঙের মতো) হঠাত্ হঠাত্ লাফিয়ে ওঠার ভাব; বারবার লাফানো বা অত্যন্ত চঞ্চলতা প্রকাশের ভাব। [দেশি]। 118)
দপ
(p. 396) dapa বি. হঠাত্ আগুন বা আলো জ্বলে ওঠার অব্যক্ত শব্দ (দপ করে জ্বলে উঠল)। [ধ্বন্যা.]। ̃ দপ বি. 1 ক্রমাগত দপ করে জ্বলা; 2 ফোঁড়া ক্ষত প্রভৃতির টাটানির ভাব (ফোঁড়াটা দপদপ করছে)। ̃ দপানি বি. দপদপ করে জ্বলার বা টাটানির ভাব। 55)
ধক
(p. 430) dhaka বি. অব্য. 1 হঠাত্ আগুন জ্বলে ওঠার চাপা আওয়াজ; 2 হৃত্পিণ্ডে প্রবল স্পন্দনের শব্দ (বুকের ভিতর ধক করে উঠল)। [ধ্বন্যা.]। ধক ধক অব্য. বি. 1 আগুন জ্বলে ওঠার এবং উত্তরোত্তর বৃদ্ধির অব্যক্ত আওয়াজ; 2 ভয় ইত্যাদির জন্য হৃত্পিণ্ডের ক্রমাগত প্রবল স্পন্দনের শব্দ। ̃ ধকানি বি. প্রবল স্পন্দন। 3)
পুঁজ
(p. 523) pun̐ja বি. (পেকে ওঠার পরে) ফোঁড়া বা ক্ষতের দূষিত সাদা রস। [সং. পূয]। 21)
ফাঁপ
(p. 563) phām̐pa বি. স্ফীতি, ফুলে ওঠার ভাব (পেটের ফাঁপটা কমছে না)। [ফাঁপা দ্র]। 18)
বজ-বজ
(p. 573) baja-baja বি. 1 পচে নরম হওয়ার ভাব; 2 ঘন ও নরম পচা পদার্থ থেকে বুদবুদ ওঠার শব্দ। [ধ্বন্যা.-তু. হি. বজবজা]। বজ-বজে বিণ. পচাগলা বা বুদবুদযুক্ত (আমগুলো পচে বজবজে হয়ে গেছে)। 61)
ভুশ
(p. 668) bhuśa অব্য. বি. জল কাদা প্রভৃতির ভিতর থেকে হঠাত্ জেগে ওঠার শব্দ (ভুশ করে ভেসে উঠল)। [ধ্বন্যা.]। 17)
লিফ্ট
(p. 760) liphṭa বি. বহুতল বাড়িতে ওঠানামা করার জন্য ব্যবহৃত বিদ্যুতশক্তিচালিত ঘরের মতো ষন্ত্রবিশেষ। [ইং. lift]। 55)
সদ্য, সদঃ
(p. 803) sadya, sadḥ (-দ্যস্) অব্য. ক্রি-বিণ. 1 তত্ক্ষণে, তখনই; 2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র; 3 টাটকা। [সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]। ̃ সদ্য-তন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)। ̃ পক্ব বিণ. 1 এইমাত্র রাঁধা হয়েছে এমন; 2 এইমাত্র পেকেছে এমন। সদ্যঃ পাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)। সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত। সদ্য-সদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে। সদ্য-স্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন। স্ত্রী. সদ্য-স্নাতা। সদ্যো-জাগ্রত্ বিণ. এইমাত্র জেগেছে এমন। সদ্যো-জাত বিণ. সদ্যঃপ্রসূত। সদ্যো-জীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী ('জলবিম্ব যথা সদা সদ্যোজীবী': মধু.)। সদ্যো-মাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস। সদ্যো-মুক্ত বিণ. 1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত ('এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.); 2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত। সদ্যো-মৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন। স্ত্রী. সদ্যো-মৃতা। 36)
সিঁড়ি
(p. 832) sin̐ḍ়i বি. সোপান; মই; (নামা-ওঠার জন্য) সিঁড়ির ধাপ। [সং. শ্রেণি বা শ্রেঢ়ী]। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534957
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140495
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730715
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942928
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696677
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us