Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উঠা, ওঠা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উঠা, ওঠা এর বাংলা অর্থ হলো -

(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)।
[বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]।
উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা।
উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা।
উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)।
উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা।
উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)।
84)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উরগ, উরঙ্গ, উরঙ্গম
(p. 133) uraga, uraṅga, uraṅgama বি. (বুক দিয়ে চলে বলে) সাপ। [সং. উরস্ + √ গম্ + অ]। স্ত্রী. উরগী, উরঙ্গী, উরঙ্গমী। 139)
উপ-দ্বীপ
উন্নয়ন
(p. 130) unnaẏana বি. 1 উত্তোলন; 2 উন্নতিসাধন; 3 উন্নতি (শিল্পের মানোন্নয়ন)। [সং. উত্ +√ নী + অন]। &tilde মুখী বিণ. যাতে উন্নয়ন বা উন্নতি হয় এমন; উন্নতির কাজে নিয়োজিত। ̃ শীল বিণ. শক্তিবৃদ্ধিউন্নতিসাধনে সচেষ্ট কিন্তু যথার্থ উন্নত নয় এমন। 3)
উঁচা
(p. 119) un̐cā বিণ. উঁচু-র পুরানো ও বর্ত. আঞ্চ. রূপ। ক্রি. উঁচু করা। ̃ নো ক্রি. বি. উঁচু করা; উন্নত বা উত্তোলিত করা (লাঠি উঁচানো)। 8)
উদম
(p. 126) udama বিণ. 1 উলঙ্গ; 2 দুরন্ত, উদ্দাম; 3 মুক্ত। [তু. সং. উদ্দাম, তু. অস. উদং (অনাবৃত)]। 27)
উত্-সর্জন
(p. 123) ut-sarjana বি. দান; ত্যাগ। [সং. উত্ + √ সৃজ্ + অন]। উত্-সর্জক বিণ. বি. যে উত্সর্গ করে। উত্-সৃষ্ট বিণ. উত্সর্গ করা হয়েছে এমন, উত্সর্গীকৃত। 47)
উচ্চ
উত্তরাশা2
(p. 125) uttarāśā2 বি. জবাবের আশা। [সং. উত্তর + আশা]। 13)
উপস্হ
(p. 133) upasha বিণ. 1 সমীপস্হ, নিকটস্হ; 2 উপরিস্হিত। বি. জননেন্দ্রিয়, লিঙ্গ বা যোনি। [সং. উপ + √ স্হা + অ]। 74)
উসকো-খুসকো
উপ-বিধি
উপার্থন
(p. 133) upārthana বি. 1 সম্মতি, রাজি হওয়া, সায়; 2 উমেদারি; (ভোট বা সমর্থন) প্রার্থনা, canvassing (স. প.)। [সং. উপ + √ অর্থ্ + অন]। 108)
উপ-স্বত্ব
(p. 133) upa-sbatba বি. 1 বিষয়সম্পত্তি থেকে আয় বা লাভ; 2 খাজনা। [সং. উপ + স্বত্ব]। 78)
উনা
(p. 128) unā দ্র ঊন। 53)
উপাহৃত
(p. 133) upāhṛta বিণ. 1 সংগৃহীত; আনা হয়েছে এমন; 2 কল্পিত। [সং. উপ + আহৃত]। 115)
উপ-প্লব
উত্-কলিত
(p. 119) ut-kalita বিণ. 1 উদ্বিগ্ন; 2 তরঙ্গিত; 3 গৃহীত, উদ্ধৃত (পঙ্ক্তিটি কোন কবিতা থেকে উত্কলিত?)। [সং. উত্ + √ কল্ + ত]।
উদ্ভাস
উর্বশী
(p. 133) urbaśī বি. সুন্দরীশ্রেষ্ঠাঅনন্তযৌবনা অপ্সরাবিশেষ। [সং. উরু + √ বশ্ + অ + ঈ]। 150)
উল্লেখ
(p. 139) ullēkha বি. 1 প্রসঙ্গত কোনো বিষয় সম্পর্কে উক্তি বা কথন; বর্ণন; 2 অর্থালংকারবিশেষ, allusion. [সং. উদ্ + √ লেখ্ + অ]। ̃ ন বি. উল্লেখ করা, কথন। উল্লেখনীয়, উল্লেখ্য বিণ. উল্লেখ করার মতো, উল্লেখ করা উচিত এমন, উল্লেখযোগ্য। ̃ যোগ্য বিণ. উল্লেখ করা উচিত এমন, উল্লেখ করার উপযুক্ত। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535234
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140695
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1731021
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943184
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838546
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696762
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us