Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কদ্রু দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
আব-কার, আব-গার
(p. 98) āba-kāra, āba-gāra বি. যে মদ চোলাই বা প্রস্তুত করে এবং বিক্রয় করে; মাদকদ্রব্য প্রস্তুতকারী ও বিক্রেতা। [ফা. আব্কার্]। আব-কারি, আব-গারি বি 1 মাদকদ্রব্যের ব্যবসায়; 2 মাদক দ্রব্যসংক্রান্ত রাজস্ব (আবকারি বিভাগ, Excise Department) বিণ. মাদকদ্রব্য সম্বন্ধীয়; মাদক দ্রব্যের প্রস্তুতিকরণ ও ব্যবসায়সংক্রান্ত। 6)
কদম1
(p. 160) kadama1 বি. 1 পা, চরণ; 2 পদক্ষেপ; 3 ঘোড়ার গতিভঙ্গি। [আ. কদ্ম্]। 22)
কদিন, (কথ্য) কদ্দিন
(p. 160) kadina, (kathya) kaddina ক্রি-বিণ. কয়দিন, কতদিন (আর কদিন অপেক্ষা করব?); অল্প কিছু দিন (কদিনের মধ্যেই সে সেরে উঠবে)। [বাং. কয় + দিন]। 34)
কদু
(p. 160) kadu বি. লাউ। [ফা. কদ্দু, হি. কদ্দু]। 35)
কদ্দিন
(p. 160) kaddina দ্র কদিন। 39)
কদ্রু, কদ্রূ
(p. 160) kadru, kadrū বি. নাগমাতা, কশ্যপমুনির পত্নী। [সং. √ কদ্ + রু]। 40)
কেস
(p. 207) kēsa বি. 1 মামলা, মোকদ্দমা (তার নামে একটা কেস ঠুকে দিয়েছি); 2 ব্যাপার, ঘটনা (সে এক মজার কেস); 3 রোগী, মক্কেল (ডাক্তারের কেস, উকিলবাবুর কেস); 4 বাক্স (গয়নার কেস, সিগারেটের কেস)। [ইং. case]। 35)
কোকেন
(p. 209) kōkēna বি. কোকা গাছের পাতা থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ। [ইং. cocaine]। 18)
চরস
(p. 279) carasa বি. গাঁজা থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ। [হি. চর্স্]। 30)
ছানি৩
(p. 304) chāni3 বি. মামলা-মোকদ্দমা পুনর্বিচারের আবেদন, আপিল। [আ. সানী]। 25)
দেওয়ান
(p. 419) dēōẏāna বি. 1 রাজস্বমন্ত্রী, খাজাঞ্চি; 2 রাজসভা, মন্ত্রণাসভা, মন্ত্রিপরিষদ। [ফা. দীবান্]। দেওয়ান-ই-আম বি. সাধারণ রাজদরবার; লোকসভা। দেওয়ান-ই-খাস বি. মন্ত্রিসভা। দেওয়ানি বি. 1 বৃত্তি, অধিকার, কর্তব্যকর্ম; 2 রাজস্বসংক্রান্ত অধিকার বা কর্ম। বিণ. 1 দেওয়ানের কার্যাদিবিষয়ক; 2 রাজস্ববিষয়ক; 3 দাবি বা অধিকারসম্বন্ধীয়; অপরাধমূলক বা ফৌজদারি নয় এমন, civil (দেওয়ানি মোকদ্দমা)। 3)
নজির
(p. 444) najira বি. 1 (প্রধানত) মামলামোকদ্দমায় বা সরকারি বিধিবিধানে প্রমাণস্বরূপ উল্লেখ করা যায় এমন পূর্ব-ঘটনা; 2 দৃষ্টান্ত (নজিরবিহীন ঘটনা)। [আ. নজীর্]। 24)
নাগ
(p. 452) nāga বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর। [সং. √ নগ্ + অ]। স্ত্রী. নাগী, (বাং) নাগিনী। ̃ কেশর, নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃ গর্ভ বি. সিঁদূর। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা। ̃ পঞ্চমী বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজা ও নাগপূজা হয়। ̃ পাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)। ̃ পুষ্প বি. নাগকেশর ফুল। ̃ ফণী বি. ফণীমনসার গাছ, cactus. ̃ মাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী। ̃ রাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত। ̃ লোক বি. নাগদের বাসভূমি পাতাল। অষ্ট-নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ। 16)
নিষ্পত্তি
(p. 475) niṣpatti বি. 1 মীমাংসা (সমস্যার নিষ্পত্তি); 2 সিদ্ধি, সমাপ্তি (কার্যনিষ্পত্তি); 3 প্রয়োগ (বাঙ্নিষ্পত্তি); 4 (বাং.) মিটমাট, সমাধান (মোকদ্দমার নিষ্পত্তি)। [সং. নির্ + √ পদ্ + তি]। 24)
ফরিয়াদ
(p. 560) phariẏāda বি. 1 আদালতে নালিশ বা অভিযোগ দায়ের; 2 মামলা, মোকদ্দমা। [ফা. ফরীয়াদ]। ফরিয়াদ বি. বিণ. বাদী, অভিযোগকারী। 52)
ফয়-সালা
(p. 560) phaẏa-sālā বি. মামলামোকদ্দমা বা জটিল সমস্যার নিষ্পত্তি, মীমাংসা। [আ. ফয়স্লাহ্]। 35)
বাজ
(p. 700) bāja বিণ. আদালতে মোকদ্দমা করতে অভ্যস্ত বা পটু, মোকদ্দমাপ্রিয়। 7)
বিবাদ
(p. 621) bibāda বি. 1 কলহ, ঝগড়া; 2 বিরোধ; 3 তর্কাতর্কি; 4 মামলা-মোকদ্দমা; 5 লড়াই। [সং. বি + √ বদ্ + অ]। ̃ প্রিয় বিণ. ঝগড়াটে। ̃ বিসংবাদ বি. ঝগড়াঝাটি। বিবাদী (-দিন্) বিণ. বিবাদকারী। বি. 1 মোকদ্দমায় প্রতিপক্ষ; 2 (সংগীতে) বাদী স্বরের বিরোধী স্বর। স্ত্রী. বিবাদিনী। 5)
ব্যব-হার
(p. 648) byaba-hāra বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ̃ দেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ̃ বিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ̃ যোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ̃ শাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)। ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন। ব্যব-হর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক। ব্যব-হৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন। 39)
মকদ্দমা, মোকদ্দমা
(p. 675) makaddamā, mōkaddamā বি. 1 মামলা আদালতে অভিযোগ ও তার বিচার (জমি নিয়ে মকদ্দমা); 2 (আল.) ব্যাপার (সে তো দুচার দিনের মোকদ্দমা)। [আ. মুকদ্দমা]। 14)
মাদক
(p. 692) mādaka বিণ, মত্ততাদায়ক, মত্ততাসৃষ্টিকারী মাদক দ্রব্য। বি. মত্ততাদায়ক দ্রব্য, নেশার বশ্তু মাদক সেবন [সং √ মদ + ণিচ্ + অক]। ̃ তা বি মত্ততা বা নেশা জন্মানোর শক্তি (ঐশ্বর্ষের মাদকতা ক্ষমতার মাদকতা)। ̃ .সেবন বি. মাদকদ্রব্য পান বা ভোজন ̃ .সেবী বিন্ বিণ নেশাখোর। মাদকাশক্তি বি. মাদকের প্রতি প্রবল অনুরাগ। 122)
মামলা
(p. 700) māmalā বি. 1 কোনো বিষয় নিষ্পত্তির জন্য আদালতে অভিযোগ ও তার বিচার, মোকদ্দমা; 2 ব্যাপার, বিষয় (সে তো মাত্র দুঘণ্টার মামলা)। [আ. মুআম্লা]। 6)
মিছিল
(p. 704) michila বি. 1 শোভাযাত্রা, কোনো উদ্দেশ্যে বহু লোকের পঙ্ক্তিবদ্ধভাবে কোনো দিকে যাওয়া; 2 (আদা. মোকদ্দমা বা তত্সংক্রান্ত নথিপত্র) [আ. মিস্ল]। 22)
মুকদ্দম
(p. 707) mukaddama বি. 1 গ্রামের মোড়ল; 2 অগ্রবর্তী রক্ষীদল।[আ. মুকদ্দম]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534998
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730785
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942974
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696694
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us