Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাগ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাগ এর বাংলা অর্থ হলো -

(p. 452) nāga বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর।
[সং. √ নগ্ + অ]।
স্ত্রী. নাগী, (বাং) নাগিনী।
কেশর,
নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ।
গর্ভ
বি. সিঁদূর।
দন্ত
বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা।
পঞ্চমী
বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজানাগপূজা হয়।
পাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)।
পুষ্প
বি. নাগকেশর ফুল।
ফণী বি. ফণীমনসার গাছ, cactus.মাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী।
রাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত।
লোক বি. নাগদের বাসভূমি পাতাল।
অষ্ট-নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নচেত্
(p. 444) nacēt অব্য. নতুবা, নইলে, অন্যথায়। [সং. ন + চেত্]। 19)
নিতাই
(p. 461) nitāi বি. নিত্যানন্দ। [সং. নিত্য > নিত + বাং. আই (আদরে)]। 11)
নেওটা
(p. 479) nēōṭā বিণ. অত্যন্ত অনুরক্ত, স্নেহ দিয়ে বশীভূত (এ ছেলেটা মায়ের খুবই নেওটা)। [সং. স্নেহ নেহ নেঅ + টা]। 5)
নভ, নভঃ
(p. 447) nabha, nabhḥ (-ভস্) বি. আকাশ ('খেলা করে সাদা কালো উদার নভে': রবীন্দ্র)। [সং. √ নভ্ + অ, অস্]। নভশ্চক্ষু (-ক্ষুস্) বি. সূর্য। নভশ্চর বিণ. আকাশে বিচরণকারী। বি. 1 পাখি; 2 বায়ু; 3 মেঘ; 4 গ্রহ; 5 বিদ্যাধর, গন্ধর্ব প্রভৃতি; 6 মহাকাশচারী, astronaut. নভস্তল, নভস্হল বি. আকাশ, গগন, আকাশদেশ, গগনপৃষ্ঠ ('শরতের নীল নভস্তল': সু. দ.; 'উঠিতেছিল মধুর রাগিণী জলে স্হলে নভস্তলে': রবীন্দ্র)। ̃ স্হ, ̃ স্হিত বিণ. আকাশে অবস্হিত। নভস্পৃক (-স্পৃশ্) বিণ. আকাশস্পর্শী। নভস্বান বি. বায়ু। 28)
নির্বুদ্ধি
নুয়া
(p. 475) nuẏā ক্রি. ঝোঁকা, অবনত হওয়া (গাছটা নুয়ে রয়েছে, নুয়ে দেখো)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ নু সং. নম্]। [নোয়া2 দ্র]। ̃ নো ক্রি. অবনত করা। বি. বিণ. উক্ত অর্থে। 114)
নিষ্পিষ্ট
নিকেতন, নিকেত
(p. 459) nikētana, nikēta বি. আলয়, আবাস, গৃহ ('মন চল নিজ নিকেতনে')। [সং. নি + √ কিত্ + অন, অ]। 19)
নিরিক্ত
(p. 468) nirikta বিণ. সম্পূর্ণ রিক্ত ('আমার নিরিক্ত মর্মে বিষাক্ত শেলের মতো বাজে': সু. দ.)। [সং. নি + √ রিচ্ + ত। সংস্কৃতে এই শব্দ লভ্য নয়]। 4)
নিমন্ত্রণ
নাবাধ্যক্ষ
নাহক
(p. 458) nāhaka ক্রি-বিণ. অব্য. 1 অনর্থক, মিছিমিছি (নাহক তোমাকে কতগুলো কড়া কথা শুনতে হল); 2 অন্যায়পূর্বক, অন্যায় করে (তুমি নাহক এতগুলো টাকা নষ্ট করলে)। বিণ. অন্যায়, অনুচিত (নাহক কাজ, নাহক আচরণ, নাহক কথা)। [ফা. না + আ. হক্]। 5)
নিহিংসন
(p. 475) nihiṃsana বি. হত্যা, বধ (নির্বিচার নিহিংসন)। [সং. নি + √ হিন্স্ + অন]। 71)
নবতি
(p. 447) nabati বি. নব্বই সংখ্যা। [সং. নবন্ + অতি]। ̃ তম বিণ. নব্বইসংখ্যক। স্ত্রী. ̃ তমী। নব-নবতি বি. 99 সংখ্যা। ̃ তম বিণ. 99 সংখ্যক। স্ত্রী. ̃ তমী। 4)
নিতল
(p. 461) nitala বি. 1 সপ্ত পাতালের অন্যতম; 2 (আল.) অতি গভীর স্হান, যে জায়গায় তল পাওয়া যায় না। [সং. নি + তল]। 9)
নতোন্নত
(p. 444) natōnnata বিণ. উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. নত + উন্নত]। 49)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নীরোগ
(p. 475) nīrōga বিণ. রোগহীন, সুস্হ। [সং. নিঃ (নির্) + রোগ]। 94)
নভো-নীল
(p. 447) nabhō-nīla বি. আকাশের নীল রং বা নীলিমা; আশমানি রং। বিণ. আশমানি রংবিশিষ্ট (নভোনীল শাড়ি)। [সং. নভঃ + নীল]। 31)
নির্বাক
(p. 468) nirbāka (-র্বাচ্) বিণ. 1 বাক্যহীন, মূক, নীরব (নির্বাক থাকা, নির্বাক চিত্র); 2 হতবাক (এসব দেখে সে নির্বাক হয়ে গেল)। [সং. নির্ + বাচ্]। নির্বাক চিত্র বি. আগেকার যুগের যে চলচ্চিত্রে অভিনেতাদের কথা শোনা যেত না। 86)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577643
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185327
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785374
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026160
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619999

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us