Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাগ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাগ এর বাংলা অর্থ হলো -

(p. 452) nāga বি. সাপ (কালনাগ); 2 পুরাণে বর্ণিত সর্পজাতি (নাগরাজ বাসুকি); 3 হাতি (দিঙ্নাগ); 4 সিঁদুর।
[সং. √ নগ্ + অ]।
স্ত্রী. নাগী, (বাং) নাগিনী।
কেশর,
নাগেশ্বর বি. ফুলবিশেষ বা তার গাছ।
গর্ভ
বি. সিঁদূর।
দন্ত
বি. 1 হাতির দাঁত; 2 দেওয়ালে লাগানো পেরেক বা ছোট আলনা।
পঞ্চমী
বি. শ্রাবণ মাসের শুক্লপঞ্চমী বা আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী, যখন মনসাপূজানাগপূজা হয়।
পাশ বি. 1 পৌরাণিক অস্ত্রবিশেষ, বরুণের অস্ত্র যা ছাড়লে সাপ আড়াই প্যাঁচে বেঁধে ফেলে বলে বিশ্বাস; 2 (আল.) অতি দৃঢ় বন্ধন (সংসারের নাগপাশ)।
পুষ্প
বি. নাগকেশর ফুল।
ফণী বি. ফণীমনসার গাছ, cactus.মাতা (-তৃ) বি. 1 কদ্রু; 2 মনসাদেবী।
রাজ বি. 1 অনন্ত বা বাসুকি নাগ; 2 ঐরাবত।
লোক বি. নাগদের বাসভূমি পাতাল।
অষ্ট-নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীন কর্কট শঙ্খ-এই আট নাগ।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নীলাঞ্জন
(p. 475) nīlāñjana বি. 1 তুঁতে; 2 রসাঞ্জন; 3 নীল বা কৃষ্ণনীল কাজল; 4 মেঘের ঘননীল অঞ্জনবত্ বর্ণ ('নীলাঞ্জন ছায়া': রবীন্দ্র)। [সং. নীল + অঞ্জন]। 98)
নামঞ্জুর
নিধান
(p. 461) nidhāna বি. 1 আধার, ভাণ্ডার, আগার (করুণানিধান); 2 নিধি; 3 অর্পণ, স্হাপন; 4 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্ক গণনের প্রথম রাশি, base of logarithm (বি. প.); 5 আমানত, deposit (স.প.)। [সং. নি + √ ধা + অন]। 31)
নিবুনিবু
(p. 461) nibunibu দ্র নিবা। 78)
নৈর্ব্যক্তিক
-নিষ্ঠ
নোদন
(p. 481) nōdana বি. 1 প্রেরণ; 2 নিবারণ; 3 অপসারণ (তু. বিনোদন, অপনোদন)। [সং. √ নুদ্ + অন]। 12)
নাচা
(p. 452) nācā ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উত্ফুল্ল হওয়া ('হৃদয় আমার নাচে রে আজিকে': রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ নাচ্ + আ]। ̃ কোঁদা বি. (ব্যঙ্গে) 1 হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)। ̃ নো ক্রি. 1 নাচ করানো; 2 স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া। নাচতে নেমে ঘোমটা কপট লজ্জা, বৃথা লজ্জা। 40)
নেকড়ে, (বিরল) নেকড়িয়া
(p. 479) nēkaḍ়ē, (birala) nēkaḍ়iẏā বি. কুকুরজাতীয় হিংস্র বন্য পশুবিশেষ, wolf. [তু. হি. লকড়বগ্ঘা]। 12)
নির্জন
(p. 468) nirjana বিণ. জনহীন, নিভৃত (নির্জন প্রান্তর)। বি. নিরালা জায়গা, জনহীন স্হান (এই নির্জনে তারা কী করছে?)। [সং. নির্ + জন]। ̃ তা বি. জনহীনতা (সকলে নির্জনতা পছন্দ করে না)। 49)
নিগম
(p. 460) nigama বি. 1 তন্ত্রশাস্ত্রবিশেষ; 2 বেদ; 3 নির্গমন; 4 পথ; 5 নগর; 6 পৌর সংঘ, corporation; 7 বণিক সংঘ, সংঘ, guild (জীবনবিমা নিগম)। [সং. নি + √ গম্ + অ]। ̃ বদ্ধ, নিগমিত বিণ. সংঘবদ্ধ। 7)
নগদ
(p. 444) nagada বি. 1 ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি); 2 খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)। বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)। [আ. নক্দ্]। নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া। নগদা বিণ. 1 সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); 2 দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); 3 সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)। নগদা-নগদি বিণ. নগদে লেনদেন হয় এমন। ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)। নগদি বি. 1 পাইক, বরকন্দাজ; 2 জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী। 10)
নব্বই, (কথ্য) নব্বুই
(p. 447) nabbi, (kathya) nabbui বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবতি]। 25)
নাড়া1
(p. 454) nāḍ়ā1 বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [ সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। ̃ চাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2 সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। ̃ নাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। বিণ. উক্ত সব অর্থে। ̃ নো ক্রি. সঞ্চালিত করা; ঘাঁটাঘাঁটি করা; স্হানচ্যুত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 4)
নসিব
(p. 447) nasiba বি. ভাগ্য, অদৃষ্ট। [আ. নসীব্]। 93)
নিখোঁজ
(p. 460) nikhōn̐ja বিণ. খোঁজ পাওয়া যায় না এমন, নিরুদ্দেশ (লোকটা কী করে নিখোঁজ হয়ে গেল?)। [বাং. নি + খোঁজ]। 4)
নেকার, ন্যাকার
(p. 479) nēkāra, nyākāra বি. বমি, বমন (ন্যাকার ঠেলে আসছে, ন্যাকার হচ্ছে)। [সং. ন্যক্কার]। 15)
নদ
নাপিত
নির্বৃত্ত2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us