Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কমনীয়। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কম1
(p. 164) kama1 (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)। [সং. √ কম্ + অ]। 37)
কমনীয়
(p. 164) kamanīẏa বিণ. 1 মনোহর, রমণীয়, সুন্দর (কমনীয় কান্তি); 2 বাঞ্ছনীয়, কাম্য। [সং. √ কম্ + অনীয়]। বিণ. (স্ত্রী.) কমনীয়া। বি. ̃ তা। 42)
কম্র
(p. 166) kamra বিণ. 1 কমনীয়, সুন্দর ('কম্র নীড় বাঁধে': সু.দ.); 2 অভিলাষী, কামুক। [সং. √ কম্ (=কান্তি, ইচ্ছা) + র]। 9)
কান্ত
(p. 181) kānta বি. 1 স্বামী; 2 (সূর্য, চন্দ্র ও অয়স শব্দের পর) মণি বা পাথর (সূর্যকান্ত, অয়স্কান্ত)। বিণ. 1 কমনীয়; মনোহর; 2 প্রিয়। [সং. √ কম্ + ত]। কান্তা বি. (স্ত্রী.) 1 প্রিয়া; 2 সুন্দরী রমণী; 3 স্ত্রী, পত্নী। ̃ লৌহ, কান্তায়স, কান্তিক, কান্তি-লৌহ বি. 1 অয়স্কান্ত মণি; 2 চুম্বক পাথর; 3 বিশুদ্ধ লোহা, refined iron; 4 ইস্পাত; 5 পেটা লোহা; ঢালাই লোহা। বি. কান্তি লাবণ্য, সৌন্দর্য, দীপ্তি, শোভা। কান্তি দ্র। 45)
তনু, তনূ
(p. 367) tanu, tanū বি. 1 দেহ; 2 মূর্তি। বিণ. 1 সুন্দর ও কৃশ; 2 কমনীয় (তনুদেহ, 'যেন তনুকায়া অষ্টাদশী': বিষ্ণু)। [সং. √ তন্ + উ, ঊ]। ̃ চ্ছেদ, ̃ ত্র, ̃ ত্রাণ বি. বর্ম, সাঁজোয়া, দেহকে রক্ষা করার আবরণ। ̃ জ বি. তনয়, পুত্র। ̃ জা বি. (স্ত্রী.) কন্যা, তনয়া। ̃ তা বি. কৃশতা, সূক্ষ্মতা। ̃ ত্যাগ বি. দেহত্যাগ, মৃত্যু। ̃ মধ্যা বিণ. বি. (স্ত্রী.) ক্ষীণ কটিবিশিষ্টা বা ক্ষীণ কটিবিশিষ্টা নারী। বি. সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ রুচি বি. দেহের কান্তি বা সৌন্দর্য। ̃ রুহ বি. (দেহ থেকে উত্পন্ন হয় এই অর্থে) 1 লোম; 2 পাখির পালক; 3 পুত্র বা কন্যা। ̃ শ্রী বি. দেহের কান্তি। তনূদ্ভব বি. পুত্র। তনূদ্ভবা বি. (স্ত্রী.) কন্যা। তনূনপাত্ বি. অগ্নি। 15)
নধর
(p. 444) nadhara বিণ. 1 সুপুষ্ট, গোলমাল, হৃষ্টপুষ্ট (নধর অঙ্গ, নধর পাঁঠা); 2 সরস; 3 কমনীয় (নধর কান্তি); 4 তাজা (নধর লতাপল্লব)। [সং. নবধর]। 57)
নিছনি, (আঞ্চ) নিছুনি
(p. 460) nichani, (āñca) nichuni বি. 1 বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); 2 বালাই, অমঙ্গল; 3 লাবণ্য, কমনীয়তা; 4 প্রসাধন, অঙ্গসজ্জা; 5 উপহার, অর্ঘ্য ('দিতে চাই যৌবন নিছনি': অনন্ত আচার্য); 6 তুলনা। [ সং. নির্মঞ্ছন প্রাকৃ. নেঞোছন]। নিছানো ক্রি. 1 পূজা বা উত্সর্গ করা; 2 ভক্তিভরে মুছে দেওয়া ('নীরব নিশি তব চরণ নিছায়ে': রবীন্দ্র)। 26)
বিতনু
(p. 611) bitanu বিণ. 1 সুন্দর, কমনীয়; 2 কৃশ, রোগা। [সং. বি + তনু]। 76)
রূপ
(p. 747) rūpa বি. 1 মূর্তি, শরীর ('অরূপের রূপ দিক': রবীন্দ্র); 2 আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); 3 সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); 4 প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); 5 বর্ণ, রং ('কাল রূপ ছাড়া আন রূপ দেখব না'); 6 (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); 7 (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। ̃ .কার বি. 1 রূপদাতা; 2 শিল্পী; 3 যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। ̃ .চর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। ̃ জ বিণ. রূপজনিত। ̃ .দক্ষ বিণ. 1 রূপধারণে দক্ষ; 2 রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist. ̃ .ধারণ বি. 1 মূর্তিপরিগ্রহ; 2 (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান। ̃ .ধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. ̃ .বতী। ̃ .ভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম। ̃ .মাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা। ̃ .মোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা। ̃ .সজ্জা বি. 1 সাজগোজ; 2 অভিনয়াদির জন্য সাজসজ্জা। রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী। রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ। 19)
ললিত
(p. 757) lalita বিণ. 1 সুন্দর, চারু (ললিত রূপ, ললিত বেশ); 2 মৃদু, মনোরম (ললিতকলা); 3 কমনীয়, কোমল ('কহিল রমণী ললিত কণ্ঠে')। বি. 1 লাস্য; 2 স্ত্রীনৃত্য; 3 বিলাস; 4 সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. √ লল্ + ত]। ̃ .কলা বি. গীতবাদ্য চিত্রাঙ্কন কাব্য-নাটকাদি চারুকলা। ললিতা বিণ. ললিত-র স্ত্রীলিঙ্গে। 1 দেবীবিশেষ, দুর্গাদেবী; 2 শ্রীরাধিকার জনৈকা সখী। ললিতা সপ্তমী ভাদ্রমাসের শুক্লা সপ্তমীতিথি। 5)
লাবণ্য
(p. 759) lābaṇya বি. 1 কান্তি, সৌন্দর্য; কমনীয়তা।[সং. লবণ + য]। ̃ .ময় বিণ. কান্তিযুক্ত, সুন্দর; কমনীয়। স্ত্রী. ̃ .ময়ী।
লালিত্য
(p. 760) lālitya বি. 1 ললিত ভাব, কমনীয়তা, কান্তি, সৌন্দর্য (মুখমণ্ডলের লালিত্য); 2 মধুরতা, মাধুর্য (কবিতার পদলালিত্য) [সং. ললিত + য]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534950
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730713
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942916
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us