Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিতনু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিতনু এর বাংলা অর্থ হলো -

(p. 611) bitanu বিণ. 1 সুন্দর, কমনীয়; 2 কৃশ, রোগা।
[সং. বি + তনু]।
76)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বপন
(p. 575) bapana বি. 1 বীজরোপণ, বোনা (ধান্যবপন); 2 (অপ্র.) ক্ষৌরকর্ম। [সং. √ বপ্ + অন]। ̃ কারী (-রিন্) বিণ. যে রোপণ করে, যে বোনে। 107)
বোঁটা
বয়ঃ
ব্যয়
(p. 648) byaẏa বি. 1 খরচ (অর্থব্যয়); 2 ক্ষয় (শক্তিব্যয়); 3 প্রয়োগ, ব্যবহার (বুদ্ধিব্যয়); 4 অপচয়, নাশ (জীবন ব্যয়)। [সং. বি + ই + অ]। ̃ কুণ্ঠ বিণ. কৃপণ। বি. ̃ কুণ্ঠতা। ̃ ন বি. খরচ করা, প্রাপ্য অর্থ প্রদান, disbursement (স.প.)। ̃ বরাদ্দ বি. খরচের জন্য নির্ধারণ, খরচের জন্য নির্দিষ্ট ভাগ। ̃ বহুল বিণ. অধিক ব্যয়সাপেক্ষ, বেশি ব্যয় হয় এমন। বি. ̃ বহুলতা, ̃ বাহুল্য। ̃ লাঘব বি. ব্যয় কমানো। ̃ সাধ্য, ̃ সাপেক্ষ বিণ. বেশি খরচ হয় এমন, বেশি ব্যয় না করলে সাফল্য লাভ হয় না এমন। ̃ সংকোচ বি. ব্যয়কমানো, ব্যয়লাঘব, ব্যয়সংক্ষেপ। ব্যয়াধিক্য বি. অধিক ব্যয়, বেশি ব্যয়। ব্যয়িত বিণ. ব্যয় বা খরচ করা হয়েছে এমন। ব্যয়ী (-য়িন্) বিণ. ব্যয়কারী; খরুচে। 43)
বিত্ত
(p. 611) bitta বি. ধন, সম্পদ। [সং. √ বিদ্ (=লাভ) + ত]। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. সম্পদশালী, ধনী। ̃ লাভ বি. ধনলাভ। ̃ শাঠ্য বি. কৃপণতা। ̃ হীন বিণ. ধনহীন, ঐশ্বর্যহীন; দরিদ্র। বিত্তেশ বি. 1 ধনপতি; 2 যক্ষরাজ কুবের। 87)
বয়ো-বৃদ্ধ
বল1
(p. 580) bala1 বি. 1 খেলার ভাঁটা বা গোলক; 2 গোলাকার ফাঁপা বা নিরেট খেলবার গোলক (ফুটবল, বল নিয়ে লোফালুফি)। [ইং. ball]। 151)
বাসনা2
(p. 605) bāsanā2 বি. (উচ্চা. বাশ্না) কলা গাছের শুকনো পাতা বা ছাল। [দেশি-তু. বাস1]। 5)
বাপী
(p. 600) bāpī বি. বড়ো পুকুর বা দিঘি। [সং. √ বপ্ + ই + ঈ]। 6)
বেমানান
(p. 641) bēmānāna বিণ. 1 মানায় না এমন (বেমানান আচরণ); 2 অশোভন; 3 বেখাপ্পা (বেমানান পোশাক)। [ফা. বে + বাং. মানান]। 23)
বেত্তা
বাঞ্ছা
বেপাত্তা
(p. 641) bēpāttā বিণ. নিরুদ্দেশ, নিখোঁজ, যার কোনো সন্ধান জানা নেই (আসামি বেপাত্তা)। [ফা. বে + বাং. পাত্তা ( হি. পতা)]। 11)
বেল৬
বাথান
(p. 598) bāthāna বি. 1 গোশালা, খাটাল; 2 গোচারণভূমি; 3 গবাদি পশুর পাল। [ সং. বাসস্হান]। বাথানিয়া, (কথ্য) বাথানে বিণ. আসঙ্গলিপ্সু ('ষাঁড় চাঞা বুলে যেন বাথানিয়া গাই': ক.ক.)। 3)
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
বলা1
(p. 580) balā1 ক্রি. (আঞ্চ.) বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া (এত তোয়াজ করা হচ্ছে, তবু চারাগাছটা তেমন বলছে না)। [দেশি]। 171)
বিষ্টম্ভ
(p. 627) biṣṭambha বি. 1 প্রতিবন্ধ, বাধা; 2 জড়তা। [সং. বি + √ স্তন্ভ্ + অ]। 50)
বাতন্দোলিত
বৈরিতা, বৈরী
(p. 644) bairitā, bairī দ্র বৈর। 65)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578307
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186090
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786369
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027570
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901299
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848254
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708717
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620529

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us