Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কলকাতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-কার
(p. 25) anu-kāra বি. 1 অনুকরণ, নকল; 2 সদৃশীকরণ। [সং. অনু + √ কৃ + অ]। ̃ শব্দ বি. ধ্বনির অনুকরণে ব্যবহৃত শব্দ, onomatopoeia, যথা বইটই, গাছটাছ। অনু-কারী (-রিন্) বিণ. 1 নকলকারী, অনুকরণকারী; 2 সদৃশ। অনু-কার্য বিণ. নকল বা অনুসরণ করার যোগ্য। 71)
অন্তরাল
(p. 32) antarāla বি. আড়াল, দৃষ্টির বাইরে থাকা (অন্তরালে থেকে কলকাঠি নাড়ছে)। [সং. অন্তর্ + √লা + অ]। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. আড়ালে বা দৃষ্টির বাইরে রয়েছে এমন। স্ত্রী. ̃ বর্তিনী। 37)
ইঞ্জিন
(p. 114) iñjina বি. 1 কলকারখানার চালকযন্ত্র; 2 যে চালকযন্ত্র মোটরগাড়ি বা রেলগাড়িকে চালিত করে। [ইং. engine]। 4)
কলকা
(p. 169) kalakā (উচ্চা. কল্কা) বি. বস্ত্রাদিতে মোরগফুলের মতো বা পাতার মতো নকশাবিশেষ। (কলকা পাড়ের শাড়ি)। [হি. কলগা; তু. তুর. কলগী]। ̃ দার বিণ. কলকাযুক্ত। ̃ পেড়ে বিণ. কলকাদার পাড়যুক্ত। 39)
কলকাতাই, কলকাত্তাই
(p. 169) kalakātāi, kalakāttāi বিণ. কলকাতা শহরে ঘটে বা পাওয়া যায় এমন; কলকাতাসম্বন্ধীয় (কলকাত্তাই চালচলন)। [বাং. কলকাতা + আই]। 40)
ঠন-ঠনে
(p. 350) ṭhana-ṭhanē বিণ. 1 শূন্য (ভাতের হাঁড়ি ঠনঠনে, পকেট ঠনঠনে); 2 জলহীন (ঠনঠনে কলসি)। বি. কলকাতার ঠনঠনিয়া নামের প্রসিদ্ধ পল্লি (ঠনঠনের কালী)। [ধ্বন্যা.]। 10)
তখন
(p. 363) takhana ক্রি-বিণ. সেইসময়, সে কালে, সে যুগে (তখন তুমি কোথায় ছিলে?) তখন কলকাতায় ঘোড়ায়-টানা ট্রাম চলত)। সমু. তব্য. 1 তবে, তা হলে (বাপ মরুক, তখন বুঝবে ঠেলা); 2 তাই, সেইজন্য, তার ফলে (তাকে অনেক করে বোঝানো হল, তখন সে বুঝল); 3 অবশেষে (চোর পালাল, তখন গৃহস্হের ঘটে বুদ্ধি এল)। বি. সেইসময়, সেই কাল (তখন থেকে এক বছর)। [সং. তত্ক্ষণ]। ̃ ই, তখনি অব্য. সেই মুহূর্তেই, তত্ক্ষণাত্। ̃ কার বিণ. সেইসময়ের (তখনকার ব্যাপারই আলাদা); সে কালের, সে যুগের (তখনকার দিন)।
শিল্প
(p. 779) śilpa বি. 1 কারুকর্ম, কারিগরি; 2 ক্রিয়াকৌশল; 3 বিবিধ দ্রব্য নির্মাণের কাজ (চর্মশিল্প, তাঁতশিল্প), industry. [সং. √ শিল্ + প]। ̃ কলা দ্র কলা 1। ̃ কার বি. শিল্পকর্মকারী, শিল্পী, কারিগর। ̃ কৌশল বি. শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল। ̃ জাত বিণ. কলকারখানায় তৈরি হয়েছে এমন (শিল্পজাত দ্রব্যের রপ্তানি)। ̃ নির্দেশক বিণ. বি. (প্রধানত সিনেমায় বা নাটকাভিনয়ে) যে ব্যক্তি শিল্প অর্থাত্ সংগীত সাজসজ্জা ইত্যাদি পরিচালনা করে, art director. ̃ বিদ্যালয় বি. শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়, আর্ট স্কুল; ইণ্ডাস্ট্রিয়াল স্কুল। ̃ শালা বি. 1 কারখানা; 2 কারিগরি কর্মশালা, workshop; 3 স্টুডিয়ো। শিল্পায়ন বি. শিল্প-রূপায়ণ, শিল্পসুলভ রূপদান। শিল্পিক, শৈল্পিক বিণ. শিল্পী-সম্বন্ধীয়; শিল্পগত (শৈল্পিক উত্কর্ষ)। শিল্পিত বিণ. শিল্পে পরিণত ('গদ্যকে শিল্পিত করা যায়': রবীন্দ্র)। শিল্পী (-ল্পিন্) বি. বিণ. 1 কারিগর; 2 আর্টিস্ট, সংগীত চিত্রকলা ইত্যাদি শিল্পের স্রষ্টা। 31)
সমাজ
(p. 808) samāja বি. 1 পরস্পরের সহযোগিতায় অবস্হানকারী মানুষের সংঘ (সমাজে মিলেমিশে বাস করতে হয়); 2 একজাতীয় প্রাণীর দল বা যুথ (পশুসমাজ, পক্ষীসমাজ); 3 জাতি, সম্প্রদায় (ক্ষত্রিয়সমাজ, শিখসমাজ); 4 সংঘ, সভা; 5 কালক্রমাগত ব্যবস্হা (সমাজবিরুদ্ধ আচরণ); 6 (বাং.) বৈষ্ণবদের সমাধিস্হান। [সং. সম্ + √ অজ্ + অ]। ̃ চ্যুত বিণ. সামাজিক অধিকার থেকে বঞ্চিত, একঘরে, সমাজঠেলা। ̃ তত্ত্ব বি. মানবসমাজের ইতিহাস গঠনপ্রণালী উন্নতিবিধান প্রভৃতি সম্বন্ধীয় শাস্ত্র, soci ology. ̃ তাত্ত্বিক বিণ. 1 সমাজবিজ্ঞানে পণ্ডিত; 2 সমাজতত্ত্বসম্বন্ধীয়, sociological. ̃ তন্ত্র বি. সমাজভূক্ত সফল ব্যক্তির হিতার্থে (ভূমি ও কলকারখানা প্রভৃতি) উত্পাদনের সহায়ক সমস্ত কিছুই রাষ্ট্রের হাতে ন্যস্ত হওয়া উচিত; এই মতবাদমূলক রাষ্ট্রশাসনব্যবস্হা, socialism. ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বিণ. 1 সমাজতন্ত্রের মতবাদ বিশ্বাস ও সমর্থন করে এমন, socialist; 2 সমাজতন্ত্রের নীতিঅনুসারী, socialistic. ̃ পতি বি. 1 গ্রাম বা সম্প্রদায়ের সামাজিক বিধিনিয়মের প্রধান সংরক্ষক, সমাজের নেতা; 2 ব্রাহ্মণের উপাধিবিশেষ। ̃ বদ্ধ বিণ. একত্রে সমাজে বাসকারী। ̃ বন্ধু বি. সমাজের উপকার করে এমন ব্যক্তি। ̃ বিজ্ঞান, ̃ বিজ্ঞানী (-নিন্)-যথাক্রমে সমাজতত্ত্ব ও সমাজতাত্ত্বিক -এর অনুরূপ। ̃ বিদ্যা বি. সমাজতত্ত্ব -র অনুরূপ। ̃ বিধি বি. সমাজের আইনকানুন। ̃ বিরোধী (-ধিন্) বিণ. 1 সমাজজীবনের পক্ষে বিপজ্জনক; 2 আইনশৃঙ্খলাভঙ্গকারী; 3 দুষ্কৃতকারী। ̃ ব্যবস্হা বি. সমাজের গঠন বা নিয়ম। ̃ শাসন বি. সমাজের বিধিনিয়ম। ̃ সংস্কার বি. সমাজের দোষত্রুটি দূরীকরণ। ̃ সংস্কারক বিণ. সমাজসংস্কারকারী। ̃ সেবা বি. জনগণের কল্যাণসাধন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. সমাজবদ্ধ মানুষের মঙ্গলকামী। 89)
হরি ঘোষের গোয়াল
(p. 860) hari ghōṣēra gōẏāla (নদিয়ার হরি ঘোষ নামক জনৈক গোপের দান-করা গোশালায় প্রতিষ্ঠিত রঘুনাথ শিরোমণির চতুষ্পাঠীতে সমবেত বহুসংখ্যক ছাত্রের কোলাহল থেকে, মতান্তরে কলকাতার দানবীর হরি ঘোষের অতিথিশালার বহুসংখ্যক নিষ্কর্মা অতিথির কোলাহল থেকে) (আল.) অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা। 29)
হরিণ-বাড়ি
(p. 860) hariṇa-bāḍ়i বি. প্রাচীন কলকাতার প্রসিদ্ধ জেলখানা; জেলখানা। 32)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535108
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140612
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730922
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943106
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883639
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838516
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696732
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us