Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাকা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

একলি
(p. 142) ēkali বিণ. (ব্রজ.) একাকী, একাকিনী। [তু. হি. অকেলী]। 26)
একশা, একসা
(p. 142) ēkaśā, ēkasā বিণ. 1 একত্র; মিলিত; মিশ্রিত; 2 একাকার। [তু. হি. এক্সা]। 27)
একা
(p. 142) ēkā বিণ. একক, নিঃসঙ্গ (একা আমি, একা রাম); কেবল (একা রামে রক্ষা নেই তায় সুগ্রীব দোসর)। [সং. একাকিন্]। 33)
একাকার
(p. 142) ēkākāra বিণ. 1 সমান আকৃতিবিশিষ্ট; 2 একত্র মিলিত বা মিশ্রিত; 3 একশা (জলে স্হলে একাকার)। [সং. এক + আকার]। 35)
একাকী
(p. 142) ēkākī (-কিন্) বিণ. 1 একক; একা ('একাকী গায়কের নহে তো গান'); 2 অসহায়। [সং. এক + আকিন্]। স্ত্রী. একাকিনী। 36)
ঐকল্য
(p. 150) aikalya বি. একাকিত্ব, একাকিতা; একলা থাকা। [সং. একল + য]। 10)
কর্কোট, কর্কোটক
(p. 167) karkōṭa, karkōṭaka বি. 1 তীব্র বিষবিশেষ; 2 সাপবিশেষ; 3 কাকরোল এবং তার গাছ; 4 কাঁকুড়। [সং. কর্কোটক]। 50)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কাকলাস
(p. 177) kākalāsa দ্র কাঁকলাস। 12)
কাকলি,
(p. 177) kākali, (বিরল) কাকলী বি. মধুর অস্পষ্ট ধ্বনি; কলধ্বনি। [সং. কাকল (অস্পষ্ট মধুর ধ্বনিযুক্ত + ইন্]। 13)
কাকা-তুয়া
(p. 177) kākā-tuẏā বি. শুক বা তোতাজাতীয় বড় কথা-বলা পাখিবিশেষ। [মাল. কাকাতুয়া]। 16)
কাকা2
(p. 177) kākā2 বি. পিতার ছোট ভাই, পিতৃব্য, খুড়ো; পিতার ছোট ভাইয়ের তুল্য ব্যক্তি। [ফা. কাকা (বড় ভাই) বাংলায় অর্থান্তরিত]। স্ত্রী. কাকি, (বর্জি.) কাকী। 15)
কাকু1
(p. 177) kāku1 বি. (আদরে) কাকা। 17)
খুড়া, খুড়ো
(p. 231) khuḍ়ā, khuḍ়ō বি. কাকা, পিতৃব্য পিতার কনিষ্ট ভাই; কাকার তুল্য ব্যক্তি। [সং. খুল্ল (তাত)। খুড়ি বি. (স্ত্রী.) কাকি, কাকার স্ত্রী। খুড়-তুতো বিণ. খুড়োর বা কাকার সন্তান এমন সম্পর্কিত (খুড়তুতো ভাই)। ̃. শ্বশুর, খুড়.শ্বশুর বি. শ্বশুরের কনিষ্ঠ ভাই। স্ত্রী। ̃. শাশুড়ি, খুড়.শাশুড়ি। 6)
খুল্ল-তাত
(p. 231) khulla-tāta বি. কাকা, খুড়ো। [সং. খুল্ল + তাত (√ তন + ত)]। 34)
গাঁট, গাঁঠ
(p. 246) gān̐ṭa, gān̐ṭha বি. 1 গেরো, বাঁধন (শক্ত গাঁট); 2 দেহের অস্হির সংযোগস্হল, গ্রন্হি (আঙুলের গাঁট) ; 3 বস্তা, বাণ্ডিল (কাপড়ের গাঁট); 4 ট্যাঁক, সঞ্চয়স্হান (গাঁটের পয়সা)। [তু. হি. গঁঠ, গাঁঠ]। ̃ কাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার। ̃ গচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ। ̃ ছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন। গাঁটের পয়সা নিজের টাকাপয়সা; সঞ্চিত অর্থ। 6)
গুলা2, গোলা
(p. 253) gulā2, gōlā ক্রি. 1 তরল বস্তুতে অতরল বস্তু মিশিয়ে সম্পূর্ণভাবে একাকার করে দেওয়া (জলে রং গোলা, জলে চিনি গুলে দেওয়া); 2 গোলমাল করে ফেলা (সে সবকিছু গুলিয়ে ফেলেছে); 3 বিশৃঙ্খল হওয়া (হিসাব গুলিয়ে যাচ্ছে) ; 4 ঘুলিয়ে তোলা, আলোড়িত করা; 5 ঘুলিয়ে ওঠা, আলোড়িত হওয়া (পেট গুলানো)। [দেশি]। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা তরল বস্তুতে অতরল বস্তু সম্পূর্ণভাবে মেশানো; গোলমাল করে ফেলা; বিশৃঙ্খল করা; বিশৃঙ্খল হওয়া; আলোড়িত করা; আলোড়িত হওয়া বা ঘুলিয়ে ওঠা। 48)
গ্রাম2
(p. 261) grāma2 বি. 1 পল্লি, পাড়াগাঁ; 2 ক্ষুদ্র জনবসতি; 3 সমূহ (গুণগ্রাম) ; 4 (সংগীতে) প্রবাহ বা ওঠা-নামা ভেদে স্তর বা পর্দা (স্বরগ্রাম)। [সং. √গ্রস্ + ম]। ̃ জ বিণ. গ্রামে জাত বা উত্পন্ন (গ্রামজ সম্পদ)। ̃ ণী গ্রামের মণ্ডল বা নেতা। ̃ ধর্ম বি. স্ত্রীসংসর্গ, যৌনসম্ভোগ। ̃ বাসী (সিন্) বি. গ্রামের অধিবাসী। ̃ ভাটি বি. গ্রামবৃত্তি; গ্রামের সামাজিক অনুষ্ঠানাদির জন্য সংগৃহীত অর্থ। ̃ মৃগ বি. কুকুর। ̃ সম্পর্ক বি. একই গ্রামের অধিবাসী হওয়ার ফলে প্রতিষ্ঠিত বা স্হাপিত সম্বন্ধ (গ্রামসম্পর্কে তিনি আমার কাকা)। গ্রামান্ত বি. গ্রামের প্রান্তসীমা বা শেষ সীমা। গ্রামান্তর বি. অন্য গ্রাম, ভিন্ন গ্রাম (গ্রামান্তরে চলে যাওয়া)। গ্রামিক বি. গ্রামের অধিকারী; গ্রামরক্ষক। গ্রামী (-মিন্) বিণ. 1 গ্রামের কর্তা ; 2 গ্রামবাসী; 3 গ্রাম্য; 4 গ্রামবিশিষ্ট; গ্রামযুক্ত। গ্রামীণ বিণ. 1 গ্রামে উত্পন্ন; 2 গ্রাম্য; 3 গ্রামস্হ (গ্রামীণ শিল্প)। 63)
চাচা
(p. 281) cācā বি. (বিশেষত মুসলমান সমাজে প্রচলিত) পিতৃব্য, কাকা। [হি. চাচা-তু. সং. তাত]। চাচি বি. (স্ত্রী.) কাকি, পিতৃব্যপত্নী। ̃ তো বিণ. খুড়তুতো বা জেঠতুতো। 78)
ছিন্ন
(p. 304) chinna বিণ. 1 ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র); 2 ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ); 3 উত্পাটিত (ছিন্নমূল); 4 সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)। [সং. √ ছিদ্ + ত]। ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে। বি. বেশ্যা। ̃ দ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন। ̃ পক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন। ̃ বিচ্ছিন্ন, ̃ ভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড। ̃ মস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা। ̃ মস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ। ̃ মূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি। ̃ মূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)। 74)
ঝুঁট, ঝুঁটি
(p. 338) jhun̐ṭa, jhun̐ṭi বি. 1 চূড়া-বাঁধা চুল; 2 খোঁপা; 3 টিকি বা টিকির গোছা; 4 ঝোটন, চুল লোম বা পালকের মোটা গুচ্ছ ('কাকাতুয়ার মাথায় ঝুঁটি'); 5 মাংসপিণ্ড (ষাঁড়ের ঝুঁটি)। [সং. জুটিকা]। 28)
তহবিল, (কথ্য) তবিল
(p. 372) tahabila, (kathya) tabila বি. 1 সঞ্চিত বা মজুত টাকাকড়ি, নগদ জমা; 2 ভাণ্ডার, কোষ (এখন আমার তহবিল শূন্য)। [আ. তহ্বীল]। ̃ দার বি. কোষাধ্যক্ষ, খাজাঞ্চি। ̃ দারি বি. তহবিলদারের কাজ ('আমায় দে মা তবিলদারি': রা. প্র.)। 15)
দাঁড়-কাক
(p. 402) dān̐ḍ়-kāka বি. ঘোর কালো রঙের বড় কাকবিশেষ, jungle crow. [সং. দণ্ডকাক]। 28)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
নৈঃসঙ্গ্য
(p. 480) naiḥsaṅgya বি. নিঃসঙ্গতা; একাকিত্ব ('ভ'রে ওঠে বর্তমান নৈঃসঙ্গ্যের শ্রুতি': সু. দ.)। [সং. নিঃসঙ্গ + য]। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730974
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943159
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696749
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us