Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাঁড়-কাক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দাঁড়-কাক এর বাংলা অর্থ হলো -

(p. 402) dān̐ḍ়-kāka বি. ঘোর কালো রঙের বড় কাকবিশেষ, jungle crow. [সং. দণ্ডকাক]।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুকথা
(p. 411) dukathā দ্র দু। 7)
দর্শা
(p. 400) darśā ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। ̃ নো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)। 14)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দোলা1
(p. 421) dōlā1 বি. শিবিকাবিশেষ, চতুর্দোলা; 2 দোলনা; 3 শববহনের খাটুলি। [প্রাকৃ. √ দোল ( সং. √ দুল্) + বাং. আ]।
দিবস
(p. 408) dibasa বি. 1 দিনমান, দিনভাগ (দিবসরজনী); 2 দিন, দিন ও রাত্রি (বহু দিবস কেটেছে). [সং. √ দিব্ + অস]। 30)
দোলক
(p. 421) dōlaka বি. 1 যা দোলে; 2 ঘড়ি প্রভৃতির যে যন্ত্র দোলে, pendulum. [সং. √ দোলি (=দোলা) + অক]। 110)
দাহ্য
(p. 407) dāhya বিণ. 1 দহনযোগ্য; 2 সহজে জ্বলে উঠতে পারে এমন (দাহ্য বস্তু)। [সং. √ দহ্ + য]। 13)
দ্বাদশ
দোসর
(p. 425) dōsara বিণ. বি. 1 সহযোগী, সহায় ('তোর নাইকো দোসর ভবের মাঝে': কর্মের দোসর); 2 দ্বিতীয় (এ ব্যাপারে তার দোসর মেলা ভার); 3 ভাগীদার (চোরের দোসর)। [হি. দুসরা]। 12)
দুর্দিন
(p. 414) durdina বি. 1 অশুভ সময়; 2 দুর্ভাগ্যের বা বিপদের দিন; 3 প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দিন, ঝড়বৃষ্টির দিন। [সং. দুর্ + দিন]। 27)
দুষ্কার্য
(p. 416) duṣkārya বি. দুষ্কর্ম, খারাপ কাজ। [সং. দুর্ + কার্য]। 31)
দশানন
(p. 401) daśānana বি. (দশটি মস্তকবিশিষ্ট) রাক্ষসরাজ রাবণ। [সং. দশ + আনন]। 12)
দাদ-খানি
দাক্ষায়ণী
(p. 402) dākṣāẏaṇī বি. প্রজাপতি দক্ষের কন্যা, সতী। [সং. দক্ষ + অয়ন (অপত্যার্থে) + ঈ]। 40)
দরজা
(p. 399) darajā বি. ঘরে প্রবেশের এবং ঘর থেকে বাইরে যাবার জন্য পাল্লাযুক্ত পথ, দুয়ার, কপাট। [ফা. দর্ওয়াজহ্]। 15)
দোজবর, দোজবরে
(p. 421) dōjabara, dōjabarē বিণ. বি. দ্বিতীয়বার বিবাহার্থী বা বিবাহিত (দোজবরের সঙ্গে মেয়ের বিয়ে)। [প্রাকৃ. দোজো + বাং. বর, + ইয়া এ]। 78)
দুর্লক্ষণ
(p. 416) durlakṣaṇa বি. অশুভ লক্ষণ। বিণ. অশুভ লক্ষণযুক্ত। [সং. দুর্ + লক্ষণ]। স্ত্রী. দুর্লক্ষণা। 7)
দুর্মনা
(p. 414) durmanā (-নস্) বিণ. 1 উদ্বিগ্নচিত্ত, দুর্ভাবনাগ্রস্তl; 2 বিষণ্ণ, দুঃখ পাচ্ছে বা ভোগ করছে এমন। [সং. দুর্ + মনস্]। দুর্মনায়-মান বিণ. দুর্ভাবনা করছে এমন। 72)
দিগ্ধ
(p. 408) digdha বিণ. মিশ্রিত, লিপ্ত (বিষদিগ্ধ বাণ)। [সং. √ দিহ্ + ত]। স্ত্রী. দিগ্ধা। 2)
দোদমা
(p. 421) dōdamā বি. ফাটবার পর দুবার শব্দ হয় এমন পটকাবিশেষ। [দেশি]। 82)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us