Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাছারি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আর-দালি
(p. 104) āra-dāli বি. অফিস কাছারি ইত্যাদি প্রতিষ্ঠানের বেয়ারা, পরিচারক বা পিয়ন; চাপরাশি। [ইং. orderly]। 6)
আশ-পাশ
(p. 108) āśa-pāśa বি. কাছাকাছি জায়গা, নিকটবর্তী চারদিক (আশপাশ থেকে আওয়াজ আসছে)। [পাশ-এর সহচর শব্দ আশ]। আশ-পাশে, আশে-পাশে ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)। 15)
কাছ
(p. 178) kācha বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)। [প্রাকৃ. কচ্ছ সং. কক্ষ]। কাছে ক্রি-বিণ. অব্য. 1 নিকটে, সমীপে (ঘরের কাছে); 2 নাগালে (হাতের কাছে); 3 পাশে ('সে যে কাছে এসে বসেছিল': রবীন্দ্র); 4 তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); 5 বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); 6 সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)। কাছে-পিঠে ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)। 10)
কাছা-কাছি
(p. 178) kāchā-kāchi ক্রি-বিণ. 1 নিকটে, কাছে (ওর কাছাকাছি যেয়ো না, কাছাকাছি কোনো বসতি নেই); 2 প্রায় সমান, প্রায় (একশো টাকার কাছাকাছি)। বিণ. নিকটবর্তী (কাছাকাছি বাড়িগুলো)। [বাং. কাছ + আ + কাছ + ই]। 14)
কাছানো
(p. 178) kāchānō ক্রি. নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, ঘনানো। [বাং. √ কাছা + আলো]। 15)
কাছারি
(p. 178) kāchāri বি. 1 বিচারালয়, আদালত; 2 দফতর, কার্যালয় (জমিদারের কাছারি)। [তু. হি. কচ্হরী]। 16)
কালেক-টর, কালেক্টর
(p. 188) kālēka-ṭara, kālēkṭara বি. জেলার রাজস্ব আদায়ের প্রধান কর্মচারী। [ইং. collector]। কালেক-টরি, কালেক্টরি বি. কালেকটরের কাছারি বা দফ্তর। [ইং. collectorate]। 19)
কুয়াশা, কুয়াসা
(p. 198) kuẏāśā, kuẏāsā বি. কুজ্ঝটিকা, কুহেলিকা, ভূপৃষ্ঠের কাছাকাছি যে সূক্ষ্ম জলবিন্দুর পুঞ্জ ধোঁয়ার মতো দেখা যায়, fog. [তু. হি. কুহাসা]। 24)
কোচ-দাদ
(p. 209) kōca-dāda বি. কুঁচকি বা তার কাছাকাছি স্হানের দাদ। [বাং. কুঁচকি + দাদ]। 25)
খানেক
(p. 226) khānēka বিণ. প্রায় এক, একের কাছাকাছি (মিনিটখানেক, সেরখানেক)। [বাং. খান + এক]। 52)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
ঘেঁষ2, ঘেঁস2
(p. 270) ghēm̐ṣa2, ghēm̐sa2 বি. 1 ছোঁয়া; স্পর্শ; 2 সংস্রব। বিণ. ঘনিষ্ঠ (ঘেঁষ হয়ে বসা)। [সং. ঘর্ষ]। ঘেঁষা, ঘেঁসা ক্রি. বি. 1 স্পর্শ করা; 2 কাছাকাছি যাওয়া; নিকটবর্তী হওয়া (দেয়াল ঘেঁষে দাঁড়াও, সে আমাকে কাছে ঘেঁষতে দেয় না) ; 3 ঘনিষ্ঠ হওয়া। বিণ. উক্ত সব অর্থে। ঘেঁষা-ঘেঁসি, ঘেঁসা-ঘেঁসি বি. খুব কাছে এসে চাপাচাপি করে অবস্হান (এত ঘেঁষাঘেঁষি করে বসেছ কেন, ঘেঁষাঘেঁষির জন্যই এত অসুবিধা হচ্ছে)। ক্রি-বিণ. গায়ে গা লাগিয়ে, চাপাচাপি করে (ঘেঁষাঘেঁষি বসেছে)। 39)
দপ্তর, দফ-তর
(p. 396) daptara, dapha-tara বি. কার্যালয়, অফিস, কাছারি (সরকারি দপ্তর, সদর দপ্তর)। [ফা. দফ্তর্]। দপ্তরি, দফ.তরি বি. 1 অফিসের কাগজ-কলম ইত্যাদির ভাণ্ডারী বা পরিবেশক; 2 বইখাতা যে বাঁধাই করে।
নীল
(p. 475) nīla বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3 (বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)। বিণ. নীলবর্ণবিশিষ্ট। [সং. √ নীল্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ। ̃ কমল বি. নীল রঙের পদ্মফুল। ̃ কর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী। ̃ কান্ত-মণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire. ̃ কুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস। ̃ গাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ। ̃ পদ্ম - নীলকমল -এর অনুরূপ। ̃ মণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ। ̃ মাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু। ̃ লোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং। ̃ ষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা। সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের সন্তান। 95)
পতি-বাসী
(p. 541) pati-bāsī (-সিন্) বিণ. বি. প্রতিবেশী, পড়শি, নিকটে বা কাছাকাছি বাসকারী। [সং. প্রতি + √ বস্ + ইন্]। স্ত্রী. প্রতি-বাসিনী। 43)
পাশা-পাশি
(p. 518) pāśā-pāśi বিণ. কাছাকাছি, পরস্পরের কাছে অবস্হিত (পাশাপাশি বাড়ি)। ক্রি-বিণ. পরস্পরের পার্শ্ববর্তী হয়ে (পাশাপাশি বসা)। [বাং. পাশ4 + পাশ4 + ই]। 28)
প্রতি-বেশ
(p. 541) prati-bēśa বি. 1 কাছাকাছি অবস্হিত ঘরবাড়ি; 2 প্রতিবাসীদের গৃহ; 3 পরিপার্শ্ব বা পরিপার্শ্বের অবস্হা, পরিবেশ। [সং. প্রতি + √ বিশ্ + অ]। 50)
প্রতি-বেশী
(p. 541) prati-bēśī (-শিন্) বিণ. বি. নিকটবর্তী স্হানে বাসকারী, কাছাকাছি বাসকারী, পড়শি। [সং. প্রতি + √ বিশ্ + ইন্]। স্ত্রী. প্রতি-বেশিনী। 51)
প্রায়2
(p. 554) prāẏa2 বিণ. 1 সদৃশ, তুল্য (মৃতপ্রায়, প্রায় অন্ধ); 2 কাছাকাছি, কিছু কম (প্রায় প্রতিদিন, প্রায় এক সের)। [সং. প্র + √ ই + অ; বিকল্পে প্র + √ অয়্ + অ]। 71)
বসতি
(p. 580) basati বি. 1 নিবাস, বাস (সেখানে বহু গরিব লোকের বসতি, তোমার বসতি কোথায়?); 2 লোকালয় (কাছাকাছি কোনো বসতি নেই)। [সং. √ বস্ + অতি]। 213)
মুক্ত
(p. 708) mukta বিণ. 1 ত্রাণপ্রাপ্ত, মোক্ষপ্রাপ্ত, মুক্তি পেয়েছে এমন (মুক্ত আত্মা); 2 মোহহীন (মুক্ত মন, সংস্কারমুক্ত); 3 উদার (মুক্তহাতে দান); 4 খালাসপ্রাপ্ত (কারামুক্ত); 5 নিষ্কৃতি বা অব্যাহতি পেয়েছে এমন (দায় থেকে মুক্ত, ঋণমুক্ত); 6 আরোগ্যপ্রাপ্ত (রোগমুক্ত); 7 খোলা, উন্মোচিত, নিষ্কাশিত (মুক্ত দ্বার, মুক্ত কৃপাণ); 8 অবাধ, অবারিত (মুক্তাঙ্গন); 9 অব্যাহত (মুক্তধারা, 'মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 1 বন্ধনহীন (মুক্তবেণি); 11 (বাং.) পরিষ্কৃত, সাফ (জঞ্জালমুক্ত)। বিণ. (স্ত্রী.) মুক্তা। ̃ .কচ্ছ বিণ. কাছাখোলা (মুক্তকচ্ছ হয়ে ছোটাছুটি করা)। ̃ .কণ্ঠে ক্রি-বিণ. 1 অসংকোচে, স্পষ্ট ভাষায়; 2 উচ্চকণ্ঠে, জোর গলায়। ̃ .কেশ বি. খোলা চুল। বিণ. চুল খুলে গেছে এমন। ̃ .কেশা বিণ. (স্ত্রী.) চুল খুলে রয়েছে বা খোলা অবস্হায় রয়েছে এমন; আলুলায়িত কেশযুক্তা। ̃ .কেশী বিণ. (স্ত্রী.) মুক্তকেশা। বি কালিকাদেবী। মুক্ত ছন্দ বি. ছন্দের বাঁধাধরা নিয়ম যে ছন্দে পালন করা হয় না, free verse. ̃ .পুরুষ বি. যে ব্যক্তি সংসারবন্ধন, পিছুটান ইত্যাদি থেকে মুক্তি পেয়েছে। ̃ .বেণি, ̃ .বেণী বি. খোলা চুল ('মুক্তবেণী পিঠের পরে লোটে': রবীন্দ্র)। বিণ. বিনুনি বাঁধেনি এমন। ̃ .সঙ্গ বিণ. বিষয়বাসনা-রহিত, আসক্তিহীন। ̃ .হস্ত বিণ. উদার, দানশীল, খোলাহাতে দান করতে পারে এমন। 3)
লুঙ্গি, লুঙি
(p. 760) luṅgi, luṅi বি. পুরুষদের পরিধেয় কাছাকোঁচাহীন সেলাইকরা বস্ত্রবিশেষ। [বর্মি. লুন্গ্গি-তু. ফা. লুঙ্গী]। 70)
শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
সদর
(p. 803) sadara বি. 1 জেলার প্রধান নগর (মোকদ্দমার তদারকে সদরে যেতে হবে); 2 বাড়ির বাইরের অংশ; 3 অন্তঃপুরের বার (মেয়েদের সদরে আসা); 4 বাইরের পিঠ, বাইরের দিক (যা করছে সদরেই করছে, লুকিয়ে করছে না)। বিণ. 1 জেলার প্রধান শহর-সম্পর্কিত (সদর আদালত); 2 প্রধান (সদর কাছারি); 3 বাইরের (সদর দরজা)। [আ. সদ্র্]। ̃ আলা, সদরালা বি. সাবজজ। সদর কাছারি প্রধান কার্যালয় বা দফতর। সদর খাজনা, সদর জমা সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব। সদর দরজা বাড়ির বাইরের দিকের প্রধান দরজা। সদর নায়েব সদর কাছারির নায়েব। 9)
স্বর
(p. 853) sbara বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘ ও প্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ̃ গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ̃ বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ̃ ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ̃ ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ̃ লহরি বি. সুরের ঢেউ। ̃ লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ̃ সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ̃ সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ বরন। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535010
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730800
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942994
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883606
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696702
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us