Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘন এর বাংলা অর্থ হলো -

(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)।
[সং. √হন্ + অ]।
কৃষ্ণ
বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ।
ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ।
ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)।
ঘোর বিণ. মেঘে আচ্ছন্নঅন্ধকারময়।
তা,ত্ব
বি. দৈর্ঘ্য প্রস্হবেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা।
ফল বি. দৈর্ঘ্য প্রস্হবেধের গুণফল।
বসতি
বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে।
বিন্যাস
বি. ফাঁক না রেখে পরপর স্হাপন।
বীথি
বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ।
মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root.শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ।
বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।
̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘ্রাত
ঘুঁটে (বিরল) ঘুঁটিয়া
ঘুনি
(p. 269) ghuni বি. মাছ ধরার ফাঁদাবিশেষ, বাঁশের শলাকা দিয়ে তৈরি খাঁচার মতো মাছ-ধরা ফাঁদ। [দেশি]।
ঘটিত
(p. 265) ghaṭita বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ̃ ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত। 18)
ঘোল
(p. 272) ghōla বি. তক্র, জলের সঙ্গে মিশিয়ে পাতলা করা বা মাখন-তোলা দই। [সং. √ঘূণ্ ( ঘূর্ণ) + অ; অথবা √হন্ + অ -তু. প্রাকৃ. ঘোল]। ঘোল খাওয়া ক্রি. বি. (আল.) বিপদে পড়ে বিব্রত হওয়া। ঘোল খাওয়ানো ক্রি. বি. (আল.) নাকাল করা। মাথায় ঘোল ঢালা ক্রি. বি. (আল.) অপমানিত বা জব্দ করা। ̃ মউনি বি. যে দণ্ড বা যন্ত্র দিয়ে দই ঘুটে ঘোল করা হয়, দধিমন্হনদণ্ড। 19)
ঘট্টন
(p. 265) ghaṭṭana বি. 1 সংঘটন; 2 ঘোটন, ঘোটা; 3 ঘর্ষণ; 4 গঠন। [সং. √ঘট্ট্ + অন]। ঘট্টনী বি. (স্ত্রী.) যা দিয়ে ঘাঁটা বা বাটা হয়, ঘোটনা। ঘট্টিত বিণ. 1 সংঘটিত; 2 নির্মিত; 3 ঘোটা হয়েছে এমন। 23)
ঘুসঘুসে
(p. 270) ghusaghusē দ্র ঘুষঘুষে। 17)
ঘরামি
(p. 266) gharāmi বি. খড় ইত্যাদি দিয়ে ছাওয়া কাঁচা ঘরের নির্মাণকারী, যে কাঁচা বাড়ি তৈরি করে। [বাং. ঘর + আমি]। 34)
ঘোঁজ
(p. 270) ghōn̐ja বি. 1 বাঁকা স্হান, বাঁক (পথের ঘোঁজে দাঁড়িয়েছিল); 2 ক্ষেত বা আলের বাঁক; 3 ঘুঁজি, কোণ (গলির ঘোঁজ)। [দেশি]। ̃ ঘাঁজ বি. 1 সংকীর্ণ স্হান; 2 আড়াল-আবডাল। 49)
ঘৃতাহুতি
ঘুনসি, ঘুনশি
(p. 269) ghunasi, ghunaśi বি. কোমরে বাঁধবার সুতো (ঘুনসিতে কড়ি বাঁধা)। [দেশি]। 31)
ঘুচা, ঘোচা
(p. 269) ghucā, ghōcā বি. ক্রি. 1 লোপ পাওয়া, বিনষ্ট হওয়া (সম্পর্ক ঘুচেছে); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (সুখের দিন ঘুচেছে); 3 দূর হওয়া, শেষ হওয়া (দৈন্য ঘোচা, দ্বিধা ঘোচা)। [বাং. √ঘুচ্ + আ]। ̃ নো বি. ক্রি. 1 দূর করা (আমি তোমার দুঃখ ঘোচাব); 2 নষ্ট বা রহিত করা (মাতব্বরি ঘুচিয়ে দেব) ; 3 (উচ্ছিষ্ট বা ময়লা) পরিষ্কার করা। বিণ. উক্ত সব অর্থে। 24)
ঘনাঙ্ক
(p. 266) ghanāṅka বি. ঘনতার পরিমাণ, ঘনত্ব, density (বি.প.)। [সং. ঘন + অঙ্ক]। 17)
ঘুণ্টি
(p. 269) ghuṇṭi বি. 1 বোতামবিশেষ; 2 অতি ক্ষুদ্র ঘণ্টা। [সং. ঘণ্টী]। 30)
ঘোঙট, ঘোঙ্গট
(p. 272) ghōṅaṭa, ghōṅgaṭa দ্র ঘুঙট। 4)
ঘায়েল, ঘাল
(p. 269) ghāẏēla, ghāla বিণ. 1 আহত; 2 পরাস্ত, বিপর্যস্ত, কাবু ('উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে': সু. রা.); 3 নিহত। [বাং. ঘা (সং. ঘাত) + এল, ইল-তু. হি. ঘায়ল্]। 5)
ঘণ্টা-পথ
(p. 266) ghaṇṭā-patha বি. বড় রাস্তা; রাজপথ। [সং. ঘণ্টা + পথ]। 9)
ঘট-মান
(p. 265) ghaṭa-māna বিণ. 1 ঘটছে এমন; 2 (ব্যাক.) চলছে এমন (ঘটমান বর্তমান, ঘটমান অতীত)। [সং. √ঘট্ + মান (শানচ্)]। 11)
ঘরোয়া
(p. 266) gharōẏā বিণ. 1 গৃহসম্বন্ধীয়, পারিবারিক (ঘরোয়া ব্যাপার); 2 অতি ঘনিষ্ঠ, আপন (ঘরোয়া লোক); 3 ঘরেই সহজ ও স্বাভাবিক বোধ করে এমন (আমার পুত্রবধূটি বেশ ঘরোয়া স্বভাবের মেয়ে)। [বাং. ঘর + উয়া]। 36)
ঘুণ
(p. 269) ghuṇa বি. কাঠ ধ্বংসকারী পোকাবিশেষ (ঘুণ করা)। বিণ. (কথ্য. বাং.) 1 অভিজ্ঞ; 2 নিপুণ (এ কাজে সে খুবই ঘুণ)। [সং. √ঘুণ্ + অ]। ঘুণাক্ষর বি. কাঠে ঘুণপোকা অক্ষরের মতো অস্পষ্ট যে ক্ষতচিহ্ন করে; (আল.) সামান্য ইঙ্গিত, আভাস (ঘুণাক্ষরেও টের পাইনি)। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us