Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কারিণী]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-পালিনী
(p. 518) -pālinī বিণ. বি. পালনকারিণী, পালিকা (জগত্পালিনী)। [সং. √ পা + ণিচ্ + ইন্ + ঈ]। 11)
-মর্দী
(p. 687) -mardī বিণ. বি. মর্দনকারী। [সং. √ মৃদ + ইন্]। ̃ মর্দিনী বিণ. বি. (স্ত্রী.) মর্দনকারিণী, দমনকারিণী (মহিষমর্দিনী)। 7)
অজ1
(p. 8) aja1 বিণ. 1 যার জন্ম নেই বা হয় না, জন্মহীন; 2 কারও গর্ভে যার জন্ম হয় না। বি. 1 ঈশ্বর; 2 ব্রহ্মা; 3 বিষ্ণু; 4 শিব; 5 রামচন্দ্রের পিতামহ অথবা রঘুর পুত্র; 6 কামদেব, মদন; 7 দক্ষ; 8 জীবাত্মা, যাঁর জন্ম মৃত্যু বিনাশ নেই। [সং. ন+√ জন্+অ]। অজা1 বি. (স্ত্রী) ত্রিগুণময়ী প্রকৃতি, সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধিকারিণী আদ্যাশক্তি। 90)
অধি.কার
(p. 17) adhi.kāra বি. 1 স্বত্ব; 2 দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); 3 কর্তৃত্ব; অধিপত্য; 4 এলাকা, jurisdiction; 5 সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); 6 অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); 7 যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); 8 বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]। ̃ .ক্ষেত্র বি. এলাকা, অধিক্ষেত্র (স. প.)। ̃ .চ্যুত বিণ. বেদখল, হাতছাড়া হয়েছে এমন; বরখাস্ত। ̃ .ভেদ বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়। অধি-কারী (-রিন্) বিণ. 1 যার স্বত্ব বা অধিকার আছে; 2 দাবিদার; 3 যোগ্যতাসম্পন্ন। বি. 1 মালিক; 2 রাজা ('কান্দে চান্দ অধিকারী': বি. গু); 3 যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; 4 বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; 5 উপাধি বা পদবিবিশেষ। বি. (স্ত্রী.) অধিকারিণী। 53)
অনুষ্ঠাতা
(p. 31) anuṣṭhātā (-তৃ) বি. বিণ. অনুষ্ঠানকারী, উদ্যোক্তা; সম্পাদক। [সং. অনু + √ স্হা + তৃ]। স্ত্রী. অনুষ্ঠাত্রী বি. বিণ. অনুষ্ঠানকারিণী। 26)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অভয়
(p. 50) abhaẏa বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ̃ অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ̃ .দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ̃ .বচন, ̃ .বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ̃ বাণী - অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। 54)
আচার্য
(p. 85) ācārya বি. 1 বেদ শিক্ষাগুরু; 2 দৈবজ্ঞ ব্রাহ্মণ; 3 শিক্ষাগুরু; 4 বিশ্ববিদ্যালয়ের প্রধান বা চ্যান্সেলর। [সং. আ + √ চর্ + য]। আচার্যা বি. (স্ত্রী.) শিক্ষাদানকারিণী, শিক্ষাদাত্রী। আচার্যানী বি. (স্ত্রী.) আচার্যের পত্নী। 10)
আজ্ঞা
(p. 85) ājñā বি. আদেশ, অনুজ্ঞা, অনুমতি। অব্য. মান্য ব্যক্তির কথায় বা ডাকে সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞা যাই, আজ্ঞা তাই হবে)। [সং. আ + √ জ্ঞা + অ + আ]। ̃ .কারী (-রিন্) বিণ. আদেশদাতা। স্ত্রী. ̃ .কারিণী। ̃ ধীন, ̃ নু-বর্তী (-র্তিন্), ̃ .বহ বিণ. আদেশ পালন করে এমন, বাধ্য। ̃ পক বি. বিণ. আদেশদাতা। ̃ .পত্র, ̃ .লিপি বি. হুকুমনামা, আদেশপত্র, যে কাগজে হুকুম লেখা হয়। ̃ পন বি. হুকুমদান। ̃ পিত বিণ. আদেশ দেওয়া হয়েছে এমন, আদিষ্ট। ̃ .বহ বিণ. আজ্ঞা পালন বা বহন করে এমন। আজ্ঞে অব্য মান্য ব্যক্তির বা গুরুজনের ডাকে বা কথায় সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞে ঠিক আছে, আজ্ঞে যাই)। যে আজ্ঞা, যে আজ্ঞে অব্য ঠিক আছে, তাই হবে। 45)
উত্তরাধি-কার
(p. 125) uttarādhi-kāra বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তির অধিকার, ওয়ারিশি স্বত্ব। [সং. উত্তর + অধিকার]। ̃ সূত্রে ক্রি-বিণ. উত্তরাধিকারীর দাবিতে; উত্তরাধিকারী হিসাবে (উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি)। উত্তরাধি-কারী (-রিন্) বিণ. বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকারী। স্ত্রী. উত্তরাধি-কারিণী। 9)
উপ-কার
(p. 130) upa-kāra বি. মঙ্গলসাধন, হিতসাধন; কল্যাণ; সাহায্য; অনুগ্রহ। [সং. উপ + √ কৃ + অ]। ̃ ক, উপ-কারী (-রিন্) বিণ. উপকার করে এমন, উপকর্তা। স্ত্রী. উপ-কারিকা, উপ-কারিণী। উপ-কারিতা বি. উপযোগিতা, উপকারসাধনের ক্ষমতা। উপ-কার্য বিণ. উপকারলাভের যোগ্য।
কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কাম-দুঘা
(p. 181) kāma-dughā বি. বিণ. কামধেনু বা কামধেনুর মতো অভীষ্টপূরণকারিণী। [সং. কাম্ + √ দুহ্ + অ + আ (স্ত্রী.)]। 88)
কারী
(p. 185) kārī (-রিন্) বিণ. করে এমন (অনিষ্টকারী, আজ্ঞাকারী, ক্ষয়কারী)। [সং. √ কৃ + ইন্]। স্ত্রী. কারিণী। 30)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
কুটনি
(p. 194) kuṭani বি. (স্ত্রী.) নায়ক-নায়িকার বা স্ত্রী-পুরুষের অবৈধ মিলন সংঘটনকারিণী; দূতী। [সং. কুট্টনী]। বি. (পুং.) কোটনা। 39)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
খাকি1
(p. 224) khāki1 বিণ. ছাই রঙের, ছাইরঙা; বাদামি বা কপিল রঙের (খাকি জামা, খাকি পোশাক)। [ফা. খাক্ + বাং. ই]। খাকি2, খাগি বিণ. (স্ত্রী.) (সাধারণত নিন্দার্থে বা গালি হিসাবে ব্যবহৃত) ভক্ষণকারিণী (চোখখাকি, গতরখাকি, ভাতারখাকি)। [সং. খাদিকা]। খেকো, -খেগো বিণ. খাদক, ভক্ষণকারী (মানুষখেকো বাঘ)। 65)
ঘটক
(p. 265) ghaṭaka বি. 1 সংঘটনকর্তা, যে ঘটায়; 2 বিবাহের সম্বন্ধ স্হাপনকারী পুরুষ ; 3 ব্রাহ্মণদের পদবিবিশেষ। [সং. √ঘট্ + অক]। ঘটকী বি. (স্ত্রী.) বিবাহের সম্বন্ধ স্হাপনকারিণী স্ত্রীলোক। ঘটকালি বি. ঘটকের কাজ; বিবাহের সম্বন্ধ করা। 5)
চণ্ডী
(p. 276) caṇḍī বি. 1 দুর্গার রূপবিশেষ; 2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য; 3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা; 4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক। [সং. চণ্ড + ঈ]। ̃ মঙ্গল বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ। ̃ মণ্ডপ বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান। মঙ্গল-চণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা। রণ-চণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)। 27)
চমত্-কার
(p. 279) camat-kāra বিণ. 1 বিস্ময়কর; 2 আশাতীত সুন্দর বা ভালো, চমক লাগাবার মতো ভালো (চমত্কার দৃশ্য, চমত্কার মানুষ, চমত্কার খাবার)। বি. বিস্ময় (চমত্কারজনক দৃশ্য)। ক্রি-বিণ. অতি সুন্দরভাবে (চমত্কার খেলেছ, চমত্কার বুঝে গেছ)। [সং. চমত্ + √কৃ + অ]। ̃ ক, চমত্-কারী (-রিন্) বিণ. বিস্ময়জনক। স্ত্রী. চমত্কারিণী। চমত্-কারিতা, চমত্-কারিত্ব বি. 1 বিস্ময় উত্পাদনের শক্তি; 2 পরম উত্কর্ষ। চমত্-কৃত বিণ. বিস্মিত; বিস্ময়বিমুগ্ধ, বিস্ময়ে অভিভূত। 12)
জননী
(p. 312) jananī বি. গর্ভধারিণী, মাতা। বিণ. উত্পাদনকারিণী। [সং. √ জন্ + ণিচ্ + অন + ঈ]। 45)
জীব2
(p. 326) jība2 বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ̃ জগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্। ̃ জন্তু বি. নানা জন্তু। ̃ তারা বি. জীবনরূপ তারা, জীবন। ̃ ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ̃ ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ̃ বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ̃ লোক বি. সংসার, মর্তলোক। ̃ হিংসা, ̃ হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র। 16)
তারা1
(p. 375) tārā1 বি. (স্ত্রী.) 1 সংসারদুঃখের ত্রাণকারিণী; 2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 3 বৌদ্ধ দেবীবিশেষ; 4 রামায়ণে বালীর স্ত্রী; 5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা); 6 নক্ষত্র; 7 চোখের মণি, কনীনিকা ('তারা বেয়ে পড়বে ধারা': রা. প্র.)। [সং. √ তৃ + ণিচ্ + অ + আ]। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ পথ বি. আকাশ। ̃ বাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ। ̃ মণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা। 70)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534819
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140323
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730512
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942711
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883532
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838456
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696619
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603063

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us