Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চণ্ডী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চণ্ডী এর বাংলা অর্থ হলো -

(p. 276) caṇḍī বি. 1 দুর্গার রূপবিশেষ; 2 মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য; 3 চণ্ডিকাদেবীর মাহাত্ম্যকথা; 4 অতি কোপনস্বভাবা স্ত্রীলোক।
[সং. চণ্ড + ঈ]।
মঙ্গল
বি. চণ্ডীর মাহাত্ম্যকথা সম্বন্ধে রচিত বাংলার মধ্যযুগীয় কাব্যবিশেষ।
মণ্ডপ
বি. 1 যে মণ্ডপে দুর্গা কালী প্রভৃতি দেবীর পূজা হয়; 2 ঠাকুরদালান।
মঙ্গল-চণ্ডী বি. শুভদা চণ্ডী, দুর্গা।
রণ-চণ্ডী বি. 1 দানবদের সঙ্গে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী; 2 (আল.) অতি কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী।
বিণ. রণোন্মত্তা, উগ্রা (রণচণ্ডী মূর্তি)।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চাঁদ-মালা
চাতুর্য
(p. 281) cāturya দ্র চাতুরী। 101)
চক্ষু
(p. 275) cakṣu (চক্ষুঃ) বি. 1 চোখ, অক্ষি, নয়ন; 2 দৃষ্টি, নজর। [সং. √চক্ষ্ + উস্]। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা ক্রি. বি. কানে-শোনা বিষয় স্বচক্ষে দেখে তার সত্যাসত্য সম্বন্ধে নিশ্চিত হওয়া। চক্ষু খুলে যাওয়া ক্রি. বি. অজ্ঞতা দূর হওয়া। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টির বিষয়ীভূত। ̃ দান, ̃ দান বি. 1 দৃষ্টিশক্তি দান; 2 প্রতিমাদির চোখে জ্যোতি দান করে প্রাণপ্রতিষ্ঠা; 3 (আল.) অজ্ঞানকে জ্ঞানদান; 4 সতর্কীকরণ; 5 (ব্যঙ্গে) চূরি। ̃ রুন্মীলন বি. 1 চক্ষু উন্মুক্ত করা, চোখ মেলা, চেয়ে দেখা; 2 (আল.) অর্ন্তদৃষ্টি; অর্ন্তদৃষ্টির ক্ষমতার উন্মেষ। ̃ রোগ, চক্ষূ-রোগ বি. চোখের অসুখ। ̃ র্লজ্জা, ̃ লজ্জা বি. অন্যের সামনে কিছু করতে বা বলতে সংকোচ। ̃ শূল, চক্ষুঃশূল বি. 1 চোখের বেদনা; 2 (আল.) দেখলে বিরক্তি জন্মে এমন ব্যক্তি। ̃ ষ্মান, ̃ ষ্মান্ (-ষ্মত্) বিণ. 1 বিণ. 1 চক্ষুযুক্ত; দৃষ্টিশক্তিবিশিষ্ট; 2 (আল.) সত্য উপলব্ধি করতে সমর্থ, সত্যদ্রষ্টা। স্ত্রী. ̃ ষ্মতী। চক্ষুস্হির হওয়া ক্রি. বি. ভয়ে বা বিস্ময়ে হতবুদ্ধি হওয়া। 6)
চোটা2
(p. 297) cōṭā2 বি. চিটাগুড়। [হি. চোট]। 14)
চা
(p. 281) cā বি. 1 প্রধানত চীন, ভারত প্রভৃতি এশীয় দেশে উত্পন্ন এবং বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ গাছবিশেষ বা তার পাতা; 2 সেই পাতা থেকে প্রস্তুত প্রসিদ্ধজনপ্রিয় পানীয়। [চৈ. চা]। চা-কর বি. বিণ. চা-উত্পাদক; চা-বাগানের মালিক। 20)
চিঁড়া, চিঁড়ে
চোখা
(p. 297) cōkhā বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (চোখা বাণ); 2 অতি তীব্র (চোখা চোখা কথা); 3 তুখোড়; বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক); 4 খাঁটি, বিশুদ্ধ (চোখা মাল)। [সং. চোক্ষ]। ̃ ল, ̃ লো বিণ. তীক্ষ্ণ বা তীব্র স্বাদযুক্ত (চোখালো রান্না); চালাক; তুখোড়; ধারালো (চোখালো বাণ)। চোখা চোখা কথা বি. মর্মভেদী কথা। 6)
চাঁদনি1
চরম
চূত
(p. 294) cūta বি. 1 আমগাছ; 2 আম। [সং. √চুত্ + অ (দীর্ঘ-ঊ)। ̃ মঞ্জরি বি. আমের শিষ বা মুকুল। ̃ লতা বি. যে লতা আমগাছকে বেষ্টন করে থাকে। 37)
চড়া2
(p. 276) caḍ়ā2 বিণ. 1 উদ্ধত, উগ্র (চড়া মেজাজ); 2 তীব্র, তীক্ষ্ণ, তেজালো (চড়া রোদ, চড়া গলা); 3 উচ্চ (চড়া সুর, চড়া দাম)। [সং. চণ্ড]। 12)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্তবিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
চন্দ্রাবলী
চৌথ
চত্বাল
(p. 278) catbāla বি. 1 চাতাল; 2 উঠান। [সং. √চত্ + বাল]। 6)
চটু
(p. 275) caṭu বি. চাটু, প্রিয়বাক্য; তোষামোদ। [সং. √চট্ + উ]।
চাপ-দাড়ি
(p. 281) cāpa-dāḍ়i বি. সারা মুখমণ্ডল জুড়ে জমাট খাটো দাড়ি। [বাং. চাপ2 + দাড়ি]। 116)
চ্যাঙা-ব্যাঙা
চাকতি
(p. 281) cākati বি. 1 ক্ষুদ্র চাকা; 2 চাকার মতো ছোট বস্তু (সোনার চাকতি)। [বাং. চাক সং. চক্র) + তি]। রুপোর চাকতি বি. (ব্যঙ্গে) টাকা। 58)
চন্দ্রানন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577646
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185329
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785382
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901038
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620001

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us