Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কায়স্হ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আদি.শূর
(p. 89) ādi.śūra বি. প্রাচীন বাংলার পরাক্রান্ত হিন্দু রাজা। এঁকে দক্ষিণরাঢ়ী কায়স্হদের (মতান্তরে ব্রাহ্মণদের) পূর্বপুরুষ বলে মনে করা হয়। [সং. আদি + শূর]। 75)
করণ
(p. 167) karaṇa বি. 1 সম্পাদন; কার্য; 2 কারণ, কার্যের প্রধান সহায় বা সাধক; 3 ইন্দ্রিয়; 4 শরীর; 5 স্হান, ক্ষেত্র; 6 দফতর, অফিস (তু. মহাকরণ); 7 (ব্যাক.) ক্রিয়া সম্পাদনে সহায়ক কারকবিশেষ; 8 কায়স্হ বর্ণভুক্ত হিন্দু লিপিকর জাতিবিশেষ। [সং. √ কৃ + অন]। ̃ কারণ বি. বিবাহে আদান-প্রদানসংক্রান্ত অনুষ্ঠান। 4)
কায়স্হ
(p. 181) kāẏasha বি. 1 কায়েত, হিন্দু জাতিবিশেষ; 2 (অপ্র.) কেরানি, সরকারি কর্মচারীবিশেষ। [সং. কায় + √ স্হা + অ]। কায়স্হা, (অশু.) কায়স্হিনী বি. (স্ত্রী.); 1 কায়স্হজাতীয়া নারী; 2 কায়স্হের পত্নী ('নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা': দীন.)। 118)
কায়েত
(p. 181) kāẏēta বি. কায়স্হ। [সং. কায়স্হ প্রা. কায়ত্থ]। 121)
গুহ
(p. 253) guha বি. 1 কার্তিক; 2 বিষ্ণু; 3 গুহক চণ্ডাল; 4 বাঙালি কায়স্হদের পদবিবিশেষ। [সং. √গুহ্ (সংবরণ করা, রক্ষা করা) + অ]। ̃ ষষ্ঠী বি. কার্তিকের প্রিয় আগ্রহায়ণী শুক্লা ষষ্ঠী। 53)
ঘোষ
(p. 272) ghōṣa বি. 1 গম্ভীর শ্বদ বা ধ্বনি (তু. বজ্রনির্ঘোষ); 2 ঘোষণা ; 3 গোয়ালা (ঘোষের দুধ); 4 গোয়ালাদের পাড়া; 5 বাঙালি কায়স্হদের পদবিবিশেষ। [সং. √ঘুষ্ + অ]। ̃ ক বিণ. বি. ঘোষণাকারী। ̃ যাত্রা বি. (প্রধানত মহাভারতে বর্ণিত দুর্যোধনের গোধন পরিদর্শনের জন্য) গোপপল্লিতে যাওয়া। ̃ বর্ণ বি. বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য্ র্ ল্ ব্ হ্। 21)
জাতি2
(p. 321) jāti2 বি. 1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল); 2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি); 3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি); 4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)। [সং. √ জন্ + তি]। ̃ গত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)। ̃ চ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত। ̃ তত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা। ̃ ধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি। ̃ নাশ, ̃ পাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া। ̃ বর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)। ̃ বাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)। ̃ বিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা। ̃ বৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ। ̃ ব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা। ̃ ভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ। ̃ ভ্রষ্ট - জাতিচ্যুত -র অনুরূপ। ̃ সংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ। ̃ সত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা। ̃ স্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন। 14)
বঙ্গ2
(p. 573) baṅga2 বি. 1 বর্তমান বাংলা প্রদেশ বা রাজ্য (পশ্চিমবঙ্গ); 2 প্রাচীন পূর্ববঙ্গ। [সং. √ বঙ্গ্ + অ]। ̃ জ বিণ. 1 বঙ্গ দেশে উত্পন্ন; 2 বঙ্গদেশীয় (বঙ্গজ কায়স্হ)। বি. বাঙালি কায়স্হদের শ্রেণিবিশেষ। ̃ দেশ বি. বাংলাদেশ। ̃ ভঙ্গ বি. 195 সালে বড়োলাট লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ। ̃ ভাষা বি. বাংলা ভাষা। ̃ সমাজ বি. বাঙালির সমাজ। বঙ্গাব্দ বি. 593 খ্রিস্টাব্দ থেকে গণিত বাংলা সাল। বঙ্গীয় বিণ. বঙ্গদেশসম্বন্ধীয়; বঙ্গদেশে জাত। 55)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বসু
(p. 580) basu বি. 1 গণদেবতাবিশেষ, গঙ্গার আট পুত্র; 2 ধন; 3 বাঙালি কায়স্হের পদবিবিশেষ। [সং. √ বস্ + উ]। ̃ কীট বিণ. 1 ধনাকাঙ্ক্ষী; 2 কৃপণ। বি. ভিক্ষুক। ̃ দেব বি. 1 শ্রীকৃষ্ণের পিতা; 2 ধনাধিপতি কুবের। ̃ ধা, ̃ ন্ধরা, ̃ মতী, ̃ মাতা বি. পৃথিবী। ̃ ধারা বি. বিবাহাদি হিন্দু-অনুষ্ঠানে দেওয়ালে আঁকা সিঁদুরবিন্দুসহ ঘিয়ের পাঁচটি বা সাতটি স্রোত। অষ্ট-বসু বি. গঙ্গা ও শান্তনুর অষ্টপুত্র-ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভাব। 223)
লালা1
(p. 760) lālā1 বি. হিন্দুস্হানি কায়স্হের পদবিবিশেষ [হি.]। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534894
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140435
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730661
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942852
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us