Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্ণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বর্ণ এর বাংলা অর্থ হলো -

(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)।
[সং. √ বর্ণ্ + অ]।
ক্ষত্রিয়
বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়।
চোরা
বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)।
চ্ছটা
বি. রঙের বাহার।
জ্ঞান-হীন
বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর।
জ্যেষ্ঠ
বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ।
তত্ত্ব
বি. জাতিতত্ত্ব, ethnology.পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান।
বিদ্বেষ
বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ।
বিদ্বেষী
(-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন।
বিপর্যয়
বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা।
বৈচিত্র্য
বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)।
ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত।
মালা
বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ।
লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া।
শ্রেষ্ঠ
বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ।
সংকর
বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা।
হিন্দু
বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়।
হীন বিণ. রংহীন, বিবর্ণ।
বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা।
বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম।
বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হসন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম।
বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)।
97)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ব্যথা
(p. 648) byathā বি. 1 (শরীর বা মনের) কষ্ট, দুঃখ (তার কথায় ব্যথা পেলাম, মাথার ব্যথা); 2 (বাং.) প্রসববেদনা (মেয়েটির ব্যথা উঠেছে)। [সং. √ ব্যথি + অ + আ]। ̃ তুর বিণ. বেদনার্ত, ব্যথায় কাতর (ব্যথাতুর হৃদয়)। 24)
বলন2
(p. 580) balana2 বি. বৃদ্ধি। [বলা1 দ্র]। 160)
ব্যাক-ব্রাশ
(p. 648) byāka-brāśa বি. মাথার চুল পিছন দিকে ঘুরিয়ে আঁচড়ানো। [ইং. back + brush]। 53)
বাল্মীকি
(p. 602) bālmīki বি. রামায়ণরচয়িতা আদিকবি। [সং. বল্মীক + ই]। 87)
বেলন,
(p. 642) bēlana, (কথ্য) বেলনা, (কথ্য) বেলুন বি. 1 রুটি, লুচি প্রভৃতি বেলবার জন্য ব্যবহৃত মসৃণ দণ্ড; 2 গোল দণ্ডের মতো বস্তু, cylinder. [সং. বেল্লন (=কম্পিত গতি)]। বেলনাকার বিণ. বেলনের মতো আকৃতিবিশিষ্ট, cylindrical. (বি.প.)। 17)
বিস্মৃত
(p. 630) bismṛta বিণ. 1 ভুলে গেছে এমন, বিস্মৃতিযুক্ত (নাম বিস্মৃত হওয়া); 2 স্মরণে নেই এমন (বিস্মৃত অধ্যায়)। [সং. বি + √ স্মৃ + ত]। স্ত্রী. বিস্মৃতা। বিস্মৃতি বি. বিস্মরণ, স্মৃতিলোপ। 32)
বাসুকি
(p. 605) bāsuki বি. সর্পকুলের রাজা, সর্পরাজ। [সং. বাসুক + ই]। 23)
বহিঃ
বিপ্রতীপ
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বর্তিত
(p. 580) bartita বিণ. নিষ্পাদিত, সম্পাদিত। [সং. √ বৃত্ + ণিচ্ + ত]। 118)
বেআন্দাজ, বেআন্দাজি
(p. 633) bēāndāja, bēāndāji বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]। 97)
বৈজয়ন্ত
বর্হ
বৈশিষ্ট্য
বেপথু, বেপন
(p. 641) bēpathu, bēpana বি. কম্প, শিহরন ('ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু': সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপ-মান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]। 6)
বিনির্বৃত্ত
বাস্তব্য
(p. 605) bāstabya বিণ. 1 বাসস্হানের বা বসবাসের উপযুক্ত, বাসোপযোগী; 2 বাস করানো যায় এমন। [সং. √ বস্ + ণিচ্ + তব্য]। 30)
বহিরিন্দ্রিয়
বেটে
(p. 633) bēṭē বি. 1 দড়ির গোলাকার বাণ্ডিল; মোটা দড়ি বা কাছি। [হি. বটা]। 148)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073421
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768498
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365834
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720989
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697935
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594561
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544981
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542251

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন