Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কিছুতেই': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকুতো-ভয়
(p. 3) akutō-bhaẏa বিণ. কিছুতেই ভয় নেই এমন, সম্পূর্ণ নির্ভীক; পুরোপুরি শঙ্কাহীন। [সং. ন+কুতঃ+ভয়]। ̃ তা বি. নির্ভীকতা, শঙ্কাহীনতা। অকুতো-ভয়ে ক্রি-বিণ. নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে। 15)
অদমনীয়, অদম্য
(p. 14) adamanīẏa, adamya বিণ. 1 দমন করা বা বশে আনা যায় না এমন, বাগ মানানো যায় না এমন; 2 কিছুতেই কমে না এমন (অদম্য কৌতুহল, অদম্য উত্সাহ, অদম্য কর্মশক্তি)। [সং. ন+দমনীয়, দম্য]। বি. ̃ তা। 75)
অশান্তি
(p. 65) aśānti বি. চঞ্চলতা, শান্তির অভাব; মানসিক কষ্ট (বড় অশান্তিতে আছি); কলহ, ঝগড়াঝাঁটি (পাড়ায় খুব অশান্তি;) বিক্ষোভ (তোমার সবকিছুতেই অশান্তি)। [সং. ন + শান্তি]। 20)
কবজা, কব্জা
(p. 164) kabajā, kabjā বি. 1 কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge; 2 (আল.) অবাঞ্ছিত প্রভাব। [আ. ক'ব্জ্]। কবজা করা ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)। 9)
কিছু
(p. 188) kichu বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)। বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)। সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় ('আরো কিছু আছে বাকি': রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)। [সং. কিঞ্চিত্]। কিছু কিছু বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)। ̃ তে ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে ('মন নাহি মোর কিছুতেই': রবীন্দ্র)। কিচ্ছু বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু -র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ। 66)
খুঁত
(p. 230) khun̐ta বি. 1 ক্ষতচিহ্ন (শরীরে খুঁত আছে); 2 স্বল্প ত্রুটি বা দোষ ; 3 কলঙ্ক। [ সং. ক্ষত]। খুঁত ধরা ক্রি. বি. দোষত্রুটি দেখানো (সবার খুঁত ধরাই ওর কাজ)। ̃ খুঁত করা ক্রি. বি. সামান্য ত্রুটিতেই অসন্তুষ্ট হওয়া; কিছুতেই সন্তুষ্ট না হওয়া। ̃ খুঁতানি, ̃ খুঁতুনি বি. খুঁতখুঁত করা। ̃ খুঁতে বিণ. কেবলই খুঁত ধরে এমন; সবকিছুতেই অসন্তুষ্ট। 21)
গণ্ডার
(p. 240) gaṇḍāra বি. নাকের উপর খড়্গযুক্ত অত্যন্ত স্হূলচর্ম জন্তুবিশেষ; খড়্গী। [সং. গণ্ডক]। গণ্ডারের চামড়া (গণ্ডারের চামড়া যেমন সহজে অস্ত্রাদিতে বিদ্ধ হয় না, তেমনি) কিছুতেই অপমান বোধ করে না এমন মনোবৃত্তি। 13)
টলন, টল2
(p. 341) ṭalana, ṭala2 বি. 1 বিচলন, স্খলন (কিছুতেই টলন নেই); 2 বিহ্বলতা। [সং. √ টল্ (ব্যাকুলতা) + অন, অ]। 53)
দুর্মর
(p. 414) durmara বিণ. 1 কিছুতেই মত বদলায় না এমন; 2 পরিবর্তনবিরোধী; 3 অতি রক্ষণশীল, die-hard (দুর্মর প্রাচীনপন্হী)। [সং. দুর্ + √ মৃ + অ]। বি. ̃ তা। 73)
দৃঢ়
(p. 418) dṛḍh় বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্হির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ̃ তা। ̃ কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ̃ চেতা বিণ. সংকল্পে অটল, স্হিরচিত্ত। ̃ নিশ্চয় বিণ. স্হিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ̃ প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ̃ ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ̃ মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ̃ মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ̃ সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত। 5)
নাছো়ড়
(p. 452) nāchō়ḍ় বিণ. ছাড়ে না এমন, একগুঁয়ে, জেদি, নেই-আঁকড়া। [হি. নাছোড়্]। ̃ বান্দা বিণ. বি. একগুঁয়েধরনের লোক, যে কিছুতেই ছাড়তে চায় না। [বাং. নাছো়ড় + ফা. বন্দাহ্]। 47)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্ন ও উত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
নৈবচ
(p. 480) naibaca অব্য. কখনো নয়, কিছুতেই নয় ('ভিক্ষা মাগা নৈবচ নৈবচ': ভা. চ.)। [সং. ন + এব + চ]। 28)
বাঁকা
(p. 591) bān̐kā ক্রি. 1 বক্রহওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা': রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক বাং. বাঁক + আ]। ̃ চোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। ̃ নো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)। বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্হাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730690
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942899
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us