Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাছো়ড় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাছো়ড় এর বাংলা অর্থ হলো -

(p. 452) nāchō়ḍ় বিণ. ছাড়ে না এমন, একগুঁয়ে, জেদি, নেই-আঁকড়া।
[হি. নাছোড়্]।
বান্দা
বিণ. বি. একগুঁয়েধরনের লোক, যে কিছুতেই ছাড়তে চায় না।
[বাং. নাছো়ড় + ফা. বন্দাহ্]।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্মন্হন
নভো-মণি
(p. 447) nabhō-maṇi বি. আকাশের মণি অর্থাত্ সূর্য। [সং. নভঃ + মণি]। 32)
নিড়া
নৈরাশ্য, নৈরাশ,
নিরলস
নজরুল-গীতি
(p. 444) najarula-gīti বি. কাজি নজরুল ইসলামের রচিত গান। 23)
নাহয়, না হয়
(p. 458) nāhaẏa, nā haẏa অব্য. 1 বরং (নাহয় তুমিই সেখানে গেলে, নাহয় আমার বদলে তুমিই খেলে); 2 অথবা, কিংবা (তুমি নাহয় সে, একজন নিশ্চয় দায়ী); 3 নতুবা, অন্যথা (হয় কর, না হয় মর); 4 তর্কে স্বীকারপূর্বক (নাহয় আমিই হেরেছি); 5 বড়জোর (নাহয় দশটা টাকা লাগবে)। [বাং. না + হয়]। 6)
নকিব-দার
(p. 443) nakiba-dāra বি. 1 পাহারাওয়ালা; 2 রাত্রে যে পাহারা দেয় এবং উচ্চকণ্ঠে প্রহর ইত্যাদি ঘোষণা করে। [আ. নকীব্ + ফা. দার]। 24)
নির্মলি
(p. 468) nirmali বি. জলপরিষ্কারক ফল বা বীজবিশেষ, ফলবিশেষ যা দিয়ে জল নির্মল করা হয়। [হি. নির্মলী]। 136)
নিশ্চিন্ত
(p. 473) niścinta বিণ. চিন্তাহীন; নিরুদ্বেগ (নিশ্চিন্ত মনে)। [সং. নির্ + চিন্তা]। বি. ̃ তা। 37)
নোকর
(p. 481) nōkara বি. চাকর। [হি. নৌকর]। নোকরি বি. চাকরি। 5)
নাক1
(p. 451) nāka1 বি. স্বর্গ; 2 আকাশ।[সং. ন + অক (দুঃখ)]। 26)
নিয়ন
(p. 461) niẏana বি. গ্যাসবিশেষ। [ইং. neon]। ̃ বাতি, ̃ লাইট বি. উক্ত গ্যাসে জ্বালানো বাতি। 113)
নিষ্ণাত
(p. 475) niṣṇāta বিণ. কুশল, নিপুণ, পটু; পারদর্শী (ব্যাকরণে নিষ্ণাত)। [সং. নি + √ স্না + ত]। 23)
নাস্তি
(p. 458) nāsti ক্রি. নেই (ঘরে চাল নাস্তি)। বি. সত্তাহীনতা, অবিদ্যমানতা ('সম্মুখে নিখিল নাস্তি': সু. দ; অস্তিনাস্তি জানি না)। [সং. ন + অস্তি]। ̃ মান, ̃ মান্ (-মত্) বি. বিত্তহীন বা রিক্ত ব্যক্তি, have-nots. বিণ. বিত্তহীন। 3)
নির্জন
(p. 468) nirjana বিণ. জনহীন, নিভৃত (নির্জন প্রান্তর)। বি. নিরালা জায়গা, জনহীন স্হান (এই নির্জনে তারা কী করছে?)। [সং. নির্ + জন]। ̃ তা বি. জনহীনতা (সকলে নির্জনতা পছন্দ করে না)। 49)
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিষ্ঠ্যূত
(p. 475) niṣṭhyūta বিণ. 1 উদ্গীর্ণ; 2 মুখ থেকে নিঃসারিত; 3 থু থু করে ফেলা হয়েছে এমন। [সং. নি + √ ষ্ঠীব্ + ত]। 22)
নয়৩
(p. 447) naẏa3 বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবন্]। ̃ ছয় বিণ. বিশৃঙ্খল; তছনছ, নষ্ট, পণ্ড। 52)
নোদন
(p. 481) nōdana বি. 1 প্রেরণ; 2 নিবারণ; 3 অপসারণ (তু. বিনোদন, অপনোদন)। [সং. √ নুদ্ + অন]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534884
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140425
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730643
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942836
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883575
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696651
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603079

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us