Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুঁড়া দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অলস
(p. 64) alasa বিণ. 1 আলসে, কুঁড়ে, পরিশ্রমে কাতর; 2 উত্সাহ বা উদ্যম নেই এমন; 3 মন্হর, ধীর (অলস গতি)। [সং. ন + √ লস্ + অ]। ̃ .তা বি. আলসেমি, কুঁড়েমি; শ্রমবিমুখতা; উদ্যমের অভাব। 19)
আঁস্তা-কুড়, আঁস্তা-কুঁড়
(p. 80) ām̐stā-kuḍ়, ām̐stā-kun̐ḍ় বি. উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলবার স্হান। [দেশি]। আঁস্তাকুড়ের পাতা 1 যে পাতা খাওয়ার শেষে আঁস্তাকুড়ে ফেলা হয়; 2 আবর্জনা; 3 (আল.) হেয় ব্যক্তি। আঁস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না হেয় ও নীচ ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ হয় না; নীচ লোক ভদ্রসমাজে মিশতে পারে না। 18)
আলস্য
(p. 106) ālasya বি. 1 অলসতা, কুঁড়েমি; 2 জড়তা; 3 পরিশ্রমে অনিচ্ছা। [সং. অলস + য]। ̃ ত্যাগ বি. কুঁড়েমি বা জড়তা দূর করা, দেহের জড়তা দূর করা। 14)
উটজ
(p. 119) uṭaja বি. 1 পর্ণকুটির; 2 কুঁড়েঘর (উটজপ্রাঙ্গণ)। [সং. উট (তৃণ) + √ জন্ + অ]। 77)
উত্-কলিকা
(p. 119) ut-kalikā বি. 1 তরঙ্গ; 2 ফুলের কুঁড়ি; 3 উত্কণ্ঠা, উদ্বেগ। [সং. উত্ + √ কল্ + অক + আ]। 111)
কডুই1
(p. 159) kaḍui1 বি. ধানের গোলা। [বাং. কুঁড়া + ই]। 12)
কমল
(p. 164) kamala বি. 1 পদ্ম; 2 জল। [সং. কম্ + √ অল্ + অ]। কমল-আঁখি বি. 1 পদ্মের মতো সুন্দর চক্ষু; 2 পদ্মের মতো চক্ষুবিশিষ্ট ব্যক্তি। ̃ কলি বি. পদ্মের কুঁড়ি। ̃ যোনি বি. বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম বা উত্পত্তি, ব্রহ্মা। ̃ লোচন বি. পদ্মের মতো চক্ষু। বিণ. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট। কমলাক্ষ-কমললোচন এর অনুরূপ। কমলালয়া, কমলাসনা বি. লক্ষ্মীদেবী। কমলাসন বি. ব্রহ্মা। 46)
কলি2
(p. 172) kali2 বি. 1 কলিকা, কুঁড়ি; 2 কেশবিন্যাসের ভঙ্গিবিশেষ; 3 বৈষ্ণবদের তিলক কাটার ভঙ্গিবিশেষ (রসকলি); 4 কবিতা বা গানের চরণ। [সং. √ কল্ + ই]। 10)
কলিকা1
(p. 172) kalikā1 বি. কোরক, কুঁড়ি, কলি (কমলকলিকা)। [সং. কলি + ক স্বার্থে + স্ত্রী. আ]। 12)
কুঁড়
(p. 192) kun̐ḍ় বি. 1 স্তূপ, গাদা (পাঁশকুঁড়); 2 বড় গর্ত, কুণ্ড। [সং. কুণ্ড]। 27)
কুঁড়া (কথ্য) কুঁড়ো
(p. 192) kun̐ḍ়ā (kathya) kun̐ḍ়ō বি. তুষের নীচে চালের গায়ের আবরণ বা পর্দা (ধান ভানলে কুঁড়ো দেব)। [সং. কণ্ডন]। 28)
কুঁড়া-জালি, কুঁড়ো-জালি
(p. 192) kun̐ḍ়ā-jāli, kun̐ḍ়ō-jāli বি. 1 মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ; 2 (ব্যঙ্গে) বৈষ্ণবের জপমালার থলি। [বাং. কুঁড় + জাল + ই]। 29)
কুঁড়ি
(p. 192) kun̐ḍ়i বি. মুকুল, কোরক, কলিকা ('সকাল বেলার কুঁড়ি আমার': রবীন্দ্র)। [সং. কুড্মল কুট্মল]। 30)
কুঁড়ে1, (বর্জি.) কুঁড়িয়া1
(p. 192) kun̐ḍ়ē1, (barji.) kun̐ḍ়iẏā1 বি. ঘাসপাতা ইত্যাদিতে ছাওয়া গরিবের ছোট কাঁচা ঘর। [সং. কুটির]। 31)
কুঁড়ে2 (বর্জি.) কুঁড়িয়া2
(p. 192) kun̐ḍ়ē2 (barji.) kun̐ḍ়iẏā2 বি. কুণ্ডের আকৃতিবিশিষ্ট পাত্র, পান্তি। [সং. কুণ্ড]। 32)
কুঁড়ে৩
(p. 192) kun̐ḍ়ē3 বিণ. অলস। [দেশি]। ̃ মি বি. অলসতা, আলসেমি। 33)
কুটি1
(p. 194) kuṭi1 বি. 1 কুটির, কুঁড়েঘর; 2 ছোট ঘর। [সং. কুটির]। 42)
কুটির, (বর্জি.) কুটীর
(p. 194) kuṭira, (barji.) kuṭīra বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। ̃ শিল্প বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প। 45)
কুট্মল; কুড্মল
(p. 194) kuṭmala; kuḍmala বি. কলিকা, কুঁড়ি। [সং. √ কুট্, √ কুড্ + মল]। কুট্মলিত, কুড্মলিত বি. মুকুলিত; কুঁড়িযুক্ত। 53)
কুড়1
(p. 194) kuḍ়1 বি. 1 রাশি, স্তূপ (পাঁশকুড়, ছাইয়ের কুড়)। [সং. কুল]; 2 আবর্জনা; 3 আবর্জনা ফেলার স্হান (আঁস্তাকুড়)। [সং. কুণ্ড]। কুঁড় দ্র। 60)
কুড়ে, কুড়ো, কুণী, কুণো
(p. 194) kuḍ়ē, kuḍ়ō, kuṇī, kuṇō যথাক্রমে কুঁড়ে, কুঁড়ো, কুনি ও কুনো -র রূপভেদ। 72)
কুশি2
(p. 201) kuśi2 বি. আম, পেয়ারা ইত্যাদির একেবারে কচি ফল (আমের কুশি)। বিণ. অত্যন্ত কচি (কুশি আমের আচার)। [সং. কোশ (=কুঁড়ি) কুশ + বাং. ই]। 22)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কূর্চিকা
(p. 202) kūrcikā বি. 1 তুলি; 2 শলাকা, ছুঁচ; 3 কুঁড়ি; মুকুল (কমলকূর্চিকা); 4 ক্ষীর, ঘন দুধ। [সং. কূর্চ + ইক + আ]। 37)
কোরক
(p. 210) kōraka বি. কুঁড়ি, মুকুল, কলিকা (পুষ্পকোরক)। [সং. √ কুর্ + অক]। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534752
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140277
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730441
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942619
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883515
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838448
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696607
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603053

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us