Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুটি1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুটি1 এর বাংলা অর্থ হলো -

(p. 194) kuṭi1 বি. 1 কুটির, কুঁড়েঘর; 2 ছোট ঘর।
[সং. কুটির]।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুশি2
(p. 201) kuśi2 বি. আম, পেয়ারা ইত্যাদির একেবারে কচি ফল (আমের কুশি)। বিণ. অত্যন্ত কচি (কুশি আমের আচার)। [সং. কোশ (=কুঁড়ি) কুশ + বাং. ই]। 22)
কে2
কুটি1
(p. 194) kuṭi1 বি. 1 কুটির, কুঁড়েঘর; 2 ছোট ঘর। [সং. কুটির]। 42)
করবী, করবীর
(p. 167) karabī, karabīra বি. মধুর কিন্তু মৃদু গন্ধবিশিষ্ট ফুলবিশেষ ও তার গাছ। [সং. করবীর]। রক্তকরবী বি. লাল করবী। শ্বেত করবী বি. সাদা রঙের করবী। 17)
কাপ2
(p. 181) kāpa2 বি. 1 বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; 2 ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী ('ঐ এল শিব বুড়া কাপ': ভা. চ.)। [সং. কপট]। 55)
কুঁজড়া, কুঁজড়ো
(p. 192) kun̐jaḍ়ā, kun̐jaḍ়ō বিণ. 1 ঝগড়াটে, কুঁদুলে; 2 কুটিলমনা। [বাং. কুঁজ + ড়া]। ̃ পনা, ̃ মি বি. ঝগড়াটে ভাব; কুটিলতা। 24)
কার-বলিক, কার্বলিক
কুরনি, কুরুনি
(p. 198) kurani, kuruni দ্র কুরা।
কুচর্যা
(p. 194) kucaryā বি. 1 গর্হিত বা নিন্দাজনক আচরণ; 2 কুরীতি। [সং. কু + চর্যা]। 8)
কাঁচু-মাচু
(p. 174) kān̐cu-mācu বিণ. জড়সড়; ভয়ে বা লজ্জায় আড়ষ্ট (কাঁচুমাচু হয়ে কথাগুলো বলল)। [দেশি]। 60)
কল-বিঙ্ক
(p. 169) kala-biṅka বি. চড়াই পাখি, চটক। [সং. কল 3 + বিঙ্ক (স্বর? রব?)]। 51)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
কর্ম-ধারয়
(p. 169) karma-dhāraẏa বি. (ব্যাক.) সমাসবিশেষ, যাতে সমান বিভক্তিযুক্ত বিশেষণবিশেষ্য পদের মিলন হয় এবং পরপদ বিশেষ্যের অর্থ প্রধান হয় - যথা, নীলোত্পল, কানাকড়ি। [সং. কর্মন্ + √ ধৃ + ণিচ্ + অ]। 22)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কাজল
(p. 178) kājala বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল প্রা. কজ্জল]। ̃ লতা বি. কাজল তৈরি করবাররাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ। 22)
কানুন1
(p. 181) kānuna1 বি. আইন, বিধান; বিধিব্যবস্হা। [আ. কা'নূন]। 39)
কূট-সাক্ষী
কষিত
(p. 174) kaṣita বিণ. নিকষে বা কষ্টিপাথরে পরীক্ষিত। কষিত কাঞ্চন পরীক্ষা করা বা যাচাই করা হয়েছে এমন সোনা; খাঁটি সোনা; খাঁটি এবং উজ্জ্বল সোনা। [সং. √ কষ্ + ত]। 4)
ক্যালেণ্ডার
কাঁপা
(p. 177) kām̐pā ক্রি. কম্পিত হওয়া, থরথর করা। বি. কম্প, কম্পন। [সং. √ কম্প্]। ̃ নো ক্রি. কম্পিত করানো; নড়ানো। বি. বিণ. উক্ত অর্থে (ময়দান-কাঁপানো খেলোয়াড়)। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577634
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185322
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619995

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us