Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুন্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনসূয়া
(p. 23) anasūẏā বি. 1 হিংসাশূন্যতা, ঈর্ষাহীনতা; 2 শকুন্তলার সখীবিশেষ; 3 কর্দমমুনির কন্যা এবং অত্রিমুনির পত্নী। [সং. ন + অসূয়া + (স্ত্রী.) আ]। 36)
অম্লান
(p. 59) amlāna বিণ. 1 স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য); 2 প্রফুল্ল; 3 কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)। [সং. ন + ম্লান]। ̃ .কুসুম বি. যে ফুল মলিন হয় না বা হয়নি। ̃ .বদনে, ̃ .মুখে ক্রি-বিণ. নিঃসংকোচে। 15)
অলকা-তিলক, অলকা-তিলকা
(p. 62) alakā-tilaka, alakā-tilakā বি. মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলে চুর্ণকুন্তল এবং মুখে চন্দন দিয়ে চিত্র আঁকা; তিলক ফোঁটা; পত্রলেখা অর্থাত্ মুখে চিত্র রচনা ('অলকা তিলক ভালে': বি. প্র.)। [সং. অলকা + তিলক, তিলকা]। 39)
অসংকোচ, অসঙ্কোচ
(p. 67) asaṅkōca, asaṅkōca বিণ. সংকোচহীন (অসংকোচ স্বীকারোক্তি)। [সং. ন + সংকোচ]। অসংকোচে ক্রি-বিণ. বিনা দ্বিধায়, অকুন্ঠভাবে (অসংকোচে স্বীকার করল)। 34)
আখা
(p. 82) ākhā বি. উনুন, চুলো, চুল্লি। [বাং. তু. সং. উখা = হাঁড়ি, যজ্ঞীয় অগ্নিকুন্ড (হরিচরণ বন্দ্যোপাধ্যায়)]। 25)
আলোল
(p. 108) ālōla বিণ. 1 ঈষত্ চঞ্চল; 2 বিলোল, আলোড়িত (আলোল কুন্তল)। [সং. আ + লোল]। 4)
আসর
(p. 108) āsara বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া। 57)
একুন
(p. 145) ēkuna বি. সমষ্টি। [দেশি]। একুনে ক্রি-বিণ. মোট হিসাবে, সাকুল্যে, মোটমাট। 29)
ঔরস, ঔরস্য
(p. 155) aurasa, aurasya বি. বিণ. 1 নিজের দ্বারা নিজের ধর্মপত্নীর গর্ভে উত্পাদিত সন্তান; 2 বক্ষোজাত। [সং. উরস্ + অ, য]। (বাং.) ঔরসে বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)। 31)
কণ্ব
(p. 159) kaṇba বি. মুনিবিশেষ, শকুন্তলা যাঁর পালিতা কন্যা। [সং. √ কণ্ + ব]।
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
কমলে-কামিনী
(p. 164) kamalē-kāminī বি. দুর্গার রূপবিশেষ; সাগরোত্থিতা ও কমলাসনা দেবী চণ্ডী (কবিকঙ্কণ মুকুন্দরাম কর্তৃক বর্ণিত)। [সং. কমলে (আসীনা) কামিনী]। 53)
কর্ণ1
(p. 167) karṇa1 বি. (মহাভারতে) কুন্তীর কুমারীকালের পুত্র। [সং. √ কর্ণ্ + অ]। 52)
কানীন
(p. 181) kānīna বিণ. কুমারীর গর্ভজাত (কর্ণ কুন্তীর কানীন পুত্র)। বি. কুমারীর গর্ভজাত সন্তান। [সং. কন্যা ( কনীন) + অ]। বি. (স্ত্রী.) কানীনী। 36)
কার-কুন
(p. 185) kāra-kuna বি. জমিদারির বা বিষয়সম্পত্তির তত্ত্বাবধায়ক। [ফা.কার্কুন্]। 5)
কুঁতা, কুঁথা, কোঁতা, কোঁথা
(p. 192) kun̐tā, kun̐thā, kōn̐tā, kōn̐thā ক্রি. 1 মলত্যাগের জন্য বেগ দেওয়া; 2 কষ্টকর কাজ করার সময় বা শারীরিক কষ্ট পেলে একটু একটু করে দম ফেলার ধ্বনি করা। বি. উক্ত সব অর্থে। [সং. √ কুন্থ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 কোঁতা, কোঁত পাড়া; কোঁতাতে বাধ্য করা; 2 (আল.) কষ্ট বা বেগ দেওয়া। বি. উক্ত সমস্ত অর্থে। 34)
কুঁদ
(p. 192) kun̐da বি. 1 ছুতোরের চাঁচার বা কোঁদার যন্ক্ষ; 2 সাদা রঙের ফুলবিশেষ। [সং. কুন্দ]। 35)
কুঁদরু
(p. 192) kun̐daru বি. তরকারিরূপে ব্যবহার্য পটোলের মতো ফলবিশেষয [সং. কুন্দুরুকী]। 37)
কুঁদা৩, কুঁদো
(p. 192) kun̐dā3, kun̐dō বি. 1 বন্দুক, রাইফেল ইত্যাদির কাঠের বাঁট; 2 গাছের গুঁড়ি; 3 মোটা কাঠের খণ্ড; 4 কোনো জিনিসের বড় খণ্ড বা চাঙড় (মিছরির কুঁদো)। [ফা. কুন্দা]। 40)
কুঙ্কুম
(p. 192) kuṅkuma বি. 1 জাফরান বা জাফরান ফলের নির্যাস যা প্রসাধনী হিসাবে ব্যবহৃত হয়, কুমকুম; 2 কুসুম ফুল। [সং. √ কুন্ক্ + উম]। 60)
কুঞ্চন
(p. 194) kuñcana বি. 1 সংকোচন; 2 কুঁচকে যাওয়া। [সং. √ কুন্চ্ + অন]। কুঞ্চিত বিণ. কুঁচকে গেছে এমন; সংকুচিত; কোঁকড়া (কুঞ্চিত কেশ)। 27)
কুঞ্চি, কুঞ্চী
(p. 194) kuñci, kuñcī বি. পরিমাণবিশেষ (1 কুঞ্চি =8মুষ্টি); খুঁচি। [সং. √ কুন্চ্ + ই, ঈ]। 28)
কুঞ্চিকা
(p. 194) kuñcikā বি. 1 কুঁচ, গুঞ্জাফল; 2 বাঁশের কঞ্চি; 3 চাবি; 4 সূচি, নির্ঘণ্ট; 5 কুঁচে মাছ। [সং. √ কুন্চ্ + অক + আ]। 29)
কুড়ে, কুড়ো, কুণী, কুণো
(p. 194) kuḍ়ē, kuḍ়ō, kuṇī, kuṇō যথাক্রমে কুঁড়ে, কুঁড়ো, কুনি ও কুনো -র রূপভেদ। 72)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534961
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140497
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730717
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942930
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696677
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us