Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুস্ত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আপসে, আপোশে
(p. 95) āpasē, āpōśē ক্রি-বিণ. 1 আপনাআপনির মধ্যে (আপসে ঝগড়া করা); 2 উভয়পক্ষের সম্মতিক্রমে (আপোশে মেটা); 3 বন্ধুভাবে (আপোসে কুস্তি লড়া); 4 আপনা থেকে; সহজে, অনায়াসে (তুমি কি ভেবেছ কাজটা আপসেই হয়ে যাবে ?)। [হি. আপ্ + সে]। 54)
আস্ফোট, আস্ফোটন
(p. 111) āsphōṭa, āsphōṭana বি. 1 সংঘর্ষণ, সংঘর্ষ; 2 ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); 3 কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]। 8)
কস্তা-কস্তি, কোস্তা-কুস্তি
(p. 174) kastā-kasti, kōstā-kusti বি. 1 ধস্তাধস্তি; 2 কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি হিং. কুস্তমকুস্তা]। 16)
কুস্তি, (বর্জি.) কুস্তী
(p. 202) kusti, (barji.) kustī বি. মল্লযুদ্ধ; (আল.) জড়াজড়ি। [ফা. কুশ্তী]। ̃ গির, (বর্জি.) ̃ গীর, ̃ বাজ বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল। 7)
কুস্তুভ
(p. 202) kustubha বি. সমুদ্র, সাগর। [সং. কু (=পৃথিবী) + √ স্তুন্ভ্ + অ]। 8)
কোঁচ2
(p. 209) kōn̐ca2 বি. মাছ বা অন্য প্রাণী বিঁধে মারার বর্শাবিশেষ। [দেশি-তু. সং. কুস্ত]। 4)
কৌস্তুভ
(p. 210) kaustubha বি, নারায়ণের বক্ষোভূষণ, সমুদ্রমন্হনের ফলে যে সুপ্রসিদ্ধ মণি পাওয়া গিয়েছিল। [সং. কুস্তুভ (=বিষ্ণু, নারায়ণ) + অ]। 103)
ক্যারাটে, কারাতে
(p. 210) kyārāṭē, kārātē বি. খালি হাতে আত্মরক্ষার জন্য জাপানি কুস্তির কৌশলবিশেষ। [জা. karate]। 131)
গাত্র
(p. 246) gātra বি. 1 শরীর, অঙ্গ, গা ('ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা': সু. রা); 2 পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র ('ষ্ট্রন্' করণে)]। ̃ জ্বালা, ̃ দাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। ̃ মার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। ̃ হরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানু-লেপনী বি. 1 গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; 2 সাবান। গাত্র-বস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. 1 গায়ের চাদর; 2 বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্-পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো। 44)
জুজুত্সু
(p. 327) jujutsu বি. মল্লবিদ্যা; কুস্তি; জাপানি প্রণালীর কুস্তি। [জাপ. জিজিউত্-সু]। 25)
দঙ্গল
(p. 396) daṅgala বি. 1 দল (এক দঙ্গল ছেলে); 2 ভিড়; 3 কুস্তি। [ফা. দংগল]। দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে। 15)
পালোয়ান
(p. 518) pālōẏāna বি. কুস্তিগিরি, মল্ল। বিণ. 1 বলবান; 2 ব্যায়ামপটু; 3 বীর। [ফা. পহ্ল্বান]। 16)
প্যাঁচ
(p. 534) pyān̐ca বি. 1 পাক, মোচ়ড় (তারে প্যাঁচ দেওয়া); 2 স্ক্রু (প্যাঁচ আঁটো); 3 কূট চাল, চক্রান্ত (প্যাঁচে ফেলা, কথার প্যাঁচ); 4 কঠিন সমস্যা, সংকট (প্যাঁচে পড়েছি); 5 আক্রমণ করার বা আঁকড়ে ধরার কৌশল (কুস্তির প্যাঁচ); 6 জড়াজড়ি (ঘুড়ির প্যাঁচ)। [ফা. পেচ্]। 74)
বাহু
(p. 605) bāhu বি. 1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ; 2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা। [সং. √ বাধ্ + উ]। ̃ ডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন। ̃ ত্র, ̃ ত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ। ̃ বন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ। ̃ বন্ধন বি. আলিঙ্গন। ̃ বল বি. গায়ের জোর। ̃ মূল বি. বগল, কক্ষ। ̃ যুদ্ধ বি. 1 কুস্তি, মল্লযুদ্ধ; 2 হাতাহাতি। ̃ লতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু। 52)
মল্ল
(p. 688) malla বি. কুস্তিগির, পালোয়ান। [সং. √ মল্ল্ + অ]। ̃ ভূমি বি 1 যে স্হানে কুস্তি লড়া হয়, মল্লগণের রণস্হল; 2 বাঁকুড়ার বিষ্ণুপুর ও তত্সন্নিহিত স্হানের প্রাচীন নাম। ̃ যুদ্ধ বি. 1 বাহুযুদ্ধ হাতাহাতি লড়াই; 2 কুস্তি। 4)
মাল2
(p. 700) māla2 বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]।̃. ভূমি বি. চতুষ্পার্শ্বস্হ ভূভাগের চেয়ে উঁচু বিশাল সমতল প্রদেশ, plateau. 54)
মাল৩
(p. 700) māla3 বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]। ̃. কোঁচা বি. মল্লের মতো কোঁচাকে টেনে পিছনে গোঁজা। ̃. শাট, ̃.সাট বি. 1 মালকোঁচা; আস্ফালন, বাহ্বস্ফোট। 55)
যুযুত্সা
(p. 728) yuyutsā বি. যুদ্ধের ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা। [সং. যুধ্ + সন্ + আ]। যুযুত্সু বিণ. যুদ্ধ করতে ইচ্ছুক। বি. জাপানি প্রথার কুস্তি বা ব্যায়ামবিশেষ। 16)
রঙ্গ1
(p. 733) raṅga1 বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। 3)
রিং
(p. 743) ri বি. 1 চাবি রাখার কড়া বা আংটাবিশেষ; 1 আংটা; 3 আংটি; 4 ঘণ্টাধ্বনি; 5 টেলিফোনের আহ্বান; 6 কুস্তি; মুষ্টিযুদ্ধ প্রভৃতি প্রতিযোগিতার ঘেরা জায়গা। [ইং. ring। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535004
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140536
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730795
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942990
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696696
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us