Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যুযুত্সা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যুযুত্সা এর বাংলা অর্থ হলো -

(p. 728) yuyutsā বি. যুদ্ধের ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা।
[সং. যুধ্ + সন্ + আ]।
যুযুত্সু বিণ. যুদ্ধ করতে ইচ্ছুক।
বি. জাপানি প্রথার কুস্তি বা ব্যায়ামবিশেষ।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যাযাবর
(p. 726) yāyābara বি. বিণ. 1 নিয়ত ভ্রমণকারী, ভবঘুরে; 2 যে সম্প্রদায় নির্দিষ্ট এক জায়গায় বসবাস করে না, নানা স্হানে বা দেশে ঘুরে বেড়ায়; 3 নির্দিষ্ট গৃহ নেই এমন। [সং. √ যা + যঙ্ + বর]। যাযাবর পাখি যে পাখি বারোমাস এক দেশে না থেকে শীতঋতুতে অন্য দেশে পরিযায়ী হয়। 46)
যাতায়াত
(p. 726) yātāẏāta বি. গমনাগমন, যাওয়া-আসা। [সং. যাত + আয়াত]। 16)
যৌগ
(p. 728) yauga বি. দুই বা তার বেশি উপাদানে গঠিত পদার্থ, যৌগিক পদার্থ, compound. [সং. যোগ + অ]। 59)
যমী
(p. 723) yamī (-মিন্) বিণ. সংযমী, জিতেন্দ্রিয়। [সং. যম + ইন্]। 46)
যব-ক্ষার
(p. 723) yaba-kṣāra বি. 1 তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash 2 (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার। [সং. যব (জাত) + ক্ষার]। ̃ .জান বি. নাইট্রোজেন। 30)
যত
(p. 722) yata সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)। 16)
যখন
(p. 722) yakhana ক্রি-বিণ. 1 যে সময়ে (যখন আসবে তখন দেব); 2 যেহেতু (দেরি যখন হলই তখন কথাটা শুনেই যাও)। [সং. যত্ক্ষণ]। ̃ ই, যখনি ক্রি-বিণ. যেইমাত্র (যখনই খিদে পাবে তখনই খেয়ে নেবে)। কার বিণ. যেসময়ের (যখনকার কাজ তখন করবে। যখনকার যা তখনকার তা সময়ের কাজ সময়ে করা উচিত। যখনতখন ক্রি-বিণ. 1 সময়-অসময় বিচার না করে (যখনতখন তাগাদা দেয়); 2 ঘনঘন, প্রায়ই (যখন-তখন জ্বর আসছে)। যখন যেমন তখন তেমন অবস্হানুযায়ী আচরণ বা ব্যবস্হা। 7)
যান
(p. 726) yāna বি. 1 যাতে চড়ে যাওয়া যায় (যানবাহন, গো-যান) 2 যাত্রা বা নির্গমন (অভিযান, প্রয়াণ)। [সং. √ যা + অন]। ̃ .জট বি. পথে যানবাহনের প্রচণ্ড ভিড়ের জন্য নিশ্চল অবস্হা, jam. 26)
যুযুধান
(p. 728) yuyudhāna বিণ. যুদ্ধকারী, যোদ্ধা (যুযুধান বেশে আবির্ভাব)। বি. 1 ক্ষত্রিয় 2 সাত্যকি। [সং. √ যুধ্ + আন]। 17)
যোগাযোগ, যোগারূঢ়, যোগাসন, যোগাসীন
(p. 728) yōgāyōga, yōgārūḍh়, yōgāsana, yōgāsīna দ্র যোগ। 40)
যাতা2
(p. 726) yātā2 বি. স্বামীর ভ্রাতৃজায়া, জা। [সং. √ যত্ + ঋ = যাতৃ। 14)
যোগান
(p. 728) yōgāna দ্র জোগান। 39)
যন্ত্রাংশ
(p. 723) yantrāṃśa বি. যন্ত্রের অংশ। [সং. যন্ত্র + অংশ]। 24)
যতি2
(p. 723) yati2 বি. বিধবা। [সং. √ যম্ + তি]। 3)
যোগালিয়া
(p. 728) yōgāliẏā বি. রাজমিস্ত্রিকে কাজের উপকরণাদি তৈরি করে হাতে তুলে দেওয়ার জন্য নিযুক্ত মজুর। [বাং. যোগাড় যোগাল + ইয়া]। 41)
যত্র
(p. 723) yatra বি. সর্ব. 1 যে স্হানে বা বিষয়ে; 2 যে-পরিমাণ, যেমন (যত্র আয় তত্র ব্যয়)। [সং. যদ্ + ত্র]। যত্র আয় তত্র ব্যয় আয়ের সমস্তটাই ব্যয় হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না এমন অবস্হা। ̃ .তত্র ক্রি-বিণ. যেখানে-সেখানে স্হানের ভালোমন্দ বিচার না করে সর্বত্র (যত্রতত্র ঘুরে বেড়ানো)। 8)
যক্ষ্মা
যো2
(p. 728) yō2 বি. সুযোগ, উপায়, জো (পালাবার যো নেই)। [<: সং. যোগ]। জো দ্র। 33)
যত-মান
(p. 722) yata-māna বিণ. যত্নশীল, চেষ্টা করছে এমন। [সং. √ যত্ + মান (শানচ্)।]
যাজন
(p. 726) yājana বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578350
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186126
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786405
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027584
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901306
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848269
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620535

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us