Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুস্তি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকু
(p. 3) aku বি. 1 ঘটনা; 2 দুর্ঘটনা; 3 খুন ডাকাতি ইত্যাদি অপরাধমূলক কার্য। [আ. বকূ] ̃ স্হল, ̃ স্হান বি. দুর্ঘটনার স্হান, যেখানে দুর্ঘটনা বা অপরাধ ঘটেছে (কিছুক্ষণের মধ্যেই পুলিশ অকুস্হলে এসে হাজির হল)। 13)
আনা-কানাচ
(p. 94) ānā-kānāca বি. গলিঘুঁজি; আশপাশ; অস্হান-কুস্হান; জানা-অজানা সমস্ত প্রান্ত (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গাই খুঁজেছি)। [দেশি]। 18)
আপসে, আপোশে
(p. 95) āpasē, āpōśē ক্রি-বিণ. 1 আপনাআপনির মধ্যে (আপসে ঝগড়া করা); 2 উভয়পক্ষের সম্মতিক্রমে (আপোশে মেটা); 3 বন্ধুভাবে (আপোসে কুস্তি লড়া); 4 আপনা থেকে; সহজে, অনায়াসে (তুমি কি ভেবেছ কাজটা আপসেই হয়ে যাবে ?)। [হি. আপ্ + সে]। 54)
আস্ফোট, আস্ফোটন
(p. 111) āsphōṭa, āsphōṭana বি. 1 সংঘর্ষণ, সংঘর্ষ; 2 ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); 3 কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]। 8)
কস্তা-কস্তি, কোস্তা-কুস্তি
(p. 174) kastā-kasti, kōstā-kusti বি. 1 ধস্তাধস্তি; 2 কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি হিং. কুস্তমকুস্তা]। 16)
কুস্তি, (বর্জি.) কুস্তী
(p. 202) kusti, (barji.) kustī বি. মল্লযুদ্ধ; (আল.) জড়াজড়ি। [ফা. কুশ্তী]। ̃ গির, (বর্জি.) ̃ গীর, ̃ বাজ বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল। 7)
কুস্তুভ
(p. 202) kustubha বি. সমুদ্র, সাগর। [সং. কু (=পৃথিবী) + √ স্তুন্ভ্ + অ]। 8)
কুস্বভাব
(p. 202) kusbabhāba বি. অসত্ চরিত্র; মন্দ প্রকৃতি। বিণ. দুশ্চরিত্র। [সং. কু + স্বভাব]। বিণ. স্ত্রী. কুস্বভাবা। 10)
কুস্হান
(p. 202) kushāna বি. মন্দ জায়গা; অনুপযুক্ত জায়গা। [সং. কু + স্হান]। 9)
কোঁচ2
(p. 209) kōn̐ca2 বি. মাছ বা অন্য প্রাণী বিঁধে মারার বর্শাবিশেষ। [দেশি-তু. সং. কুস্ত]। 4)
কোথা
(p. 210) kōthā বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)। ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। ̃ ও ক্রি-বিণ. 1 কোনো স্হানে (কোথাও নেই); 2 কোনো কোনো স্হানে ('কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা': রবীন্দ্র)। ̃ কার বিণ. 1 কোন স্হানের (কোথাকার জিনিস?); 2 অস্হানের (কোথাকার কে); 3 (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)। ̃ য় অব্য. ক্রি-বিণ. কোন স্হানে। 11)
কৌস্তুভ
(p. 210) kaustubha বি, নারায়ণের বক্ষোভূষণ, সমুদ্রমন্হনের ফলে যে সুপ্রসিদ্ধ মণি পাওয়া গিয়েছিল। [সং. কুস্তুভ (=বিষ্ণু, নারায়ণ) + অ]। 103)
ক্যারাটে, কারাতে
(p. 210) kyārāṭē, kārātē বি. খালি হাতে আত্মরক্ষার জন্য জাপানি কুস্তির কৌশলবিশেষ। [জা. karate]। 131)
গাত্র
(p. 246) gātra বি. 1 শরীর, অঙ্গ, গা ('ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হল ব্যথা': সু. রা); 2 পার্শ্বদেশ বা উপরিভাগ (পর্বতগাত্র)। [সং. √গা (গত্যর্থক) + ত্র ('ষ্ট্রন্' করণে)]। ̃ জ্বালা, ̃ দাহ বি. গায়ের জ্বালা; (আল.) ঈর্ষা, ক্রোধ প্রভৃতি মনোভাব। ̃ মার্জনী বি. গামছা তোয়ালে প্রভৃতি। ̃ হরিদ্রা বি. গায়েহলুদের অনুষ্ঠান। গাত্রানু-লেপনী বি. 1 গায়ে অনুলেপন করার অর্থাত্ অঙ্গরাগ লাগাবার তুলিকা ; 2 সাবান। গাত্র-বস্ত্র, গাত্রাবরণ, গাত্রাবরণী বি. 1 গায়ের চাদর; 2 বর্ম, সাঁজোয়া। গাত্রোত্থান, গাত্রোত্-পাটন বি. গা তোলা, শয্যা থেকে উঠে বসা বা দাঁড়ানো। 44)
ঘটনা
(p. 265) ghaṭanā বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ̃ ক্রমে, ̃ চক্রে ক্রি-বিণ. দৈবাত্, ঘটনাগতিকে, accidentally. ̃ চক্র বি. ঘটনাপরম্পরা। ̃ ধীন বিণ. দৈবাধীন। ̃ পূর্ণ, ̃ বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ̃ বলি বি. ঘটনাসমূহ। ̃ স্হল বি. অকুস্হল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে। 9)
জুজুত্সু
(p. 327) jujutsu বি. মল্লবিদ্যা; কুস্তি; জাপানি প্রণালীর কুস্তি। [জাপ. জিজিউত্-সু]। 25)
দঙ্গল
(p. 396) daṅgala বি. 1 দল (এক দঙ্গল ছেলে); 2 ভিড়; 3 কুস্তি। [ফা. দংগল]। দঙ্গলে দঙ্গলে ক্রি-বিণ. দলে দলে। 15)
দোষ
(p. 425) dōṣa বি. 1 পাপ, অপরাধ (কর্মদোষ); 2 কুস্বভাব, কুরীতি (পানদোষ, আলস্যদোষ); 3 ত্রুটি, খুঁত (কাজে দোষ ধরা); 5 কুপ্রভাব, ফের (গ্রহের দোষ, ভাগ্যদোষ)। [সং. √ দুষ্ + অ]। ̃ কীর্তন বি. ত্রুটি বা অপরাধের কথা বারবার বলা; নিন্দাবাদ। ̃ ক্ষালন বি. অপরাধ বা ত্রুটি মোচন। ̃ গ্রাহী (-হিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল অন্যের দোষ দেখে বা ধরে এমন, ছিদ্রান্বেষী। ̃ জ্ঞ বিণ. দোষগুণ বিচারে সমর্থ। বি. 1 পণ্ডিত; 2 চিকিত্সক, বৈদ্য। ̃ ণ বি. দোষ দেওয়া বা দেখানো। ̃ ত্রয় বি. 1 বাত পিত্ত কফ-এই তিন দোষ; 2 রাগ দ্বেষ মোহ-এই তিন দোষ। ̃ দর্শী (-র্শিন্) দোষগ্রাহী -র অনুরূপ। ̃ ল বিণ. দোষযুক্ত। দোষা ক্রি. 1 দুষা-র চলিত রূপ (আমায় দোষো কেন?); 2 দূষিত হওয়া ('হাওয়া দূষিয়া উঠিল': রবীন্দ্র)। দোষাবহ বিণ. দোষযুক্ত; দোষজনক। দোষারোপ বি. অভিযোগ করা, দোষ দেওয়া, বদনাম দেওয়া (দোষারোপ করা)। দোষাশ্রিত বিণ. দোষযুক্ত। দোষী (-ষিন্) বিণ. দোষকারী, অপরাধী। স্ত্রী. দোষিণী। দোষৈক-দর্শী (-র্শিন্) বিণ. (গুণ না দেখে) কেবল দোষই দেখে এমন। 10)
পালোয়ান
(p. 518) pālōẏāna বি. কুস্তিগিরি, মল্ল। বিণ. 1 বলবান; 2 ব্যায়ামপটু; 3 বীর। [ফা. পহ্ল্বান]। 16)
প্যাঁচ
(p. 534) pyān̐ca বি. 1 পাক, মোচ়ড় (তারে প্যাঁচ দেওয়া); 2 স্ক্রু (প্যাঁচ আঁটো); 3 কূট চাল, চক্রান্ত (প্যাঁচে ফেলা, কথার প্যাঁচ); 4 কঠিন সমস্যা, সংকট (প্যাঁচে পড়েছি); 5 আক্রমণ করার বা আঁকড়ে ধরার কৌশল (কুস্তির প্যাঁচ); 6 জড়াজড়ি (ঘুড়ির প্যাঁচ)। [ফা. পেচ্]। 74)
বাহু
(p. 605) bāhu বি. 1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ; 2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা। [সং. √ বাধ্ + উ]। ̃ ডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন। ̃ ত্র, ̃ ত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ। ̃ বন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ। ̃ বন্ধন বি. আলিঙ্গন। ̃ বল বি. গায়ের জোর। ̃ মূল বি. বগল, কক্ষ। ̃ যুদ্ধ বি. 1 কুস্তি, মল্লযুদ্ধ; 2 হাতাহাতি। ̃ লতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু। 52)
মল্ল
(p. 688) malla বি. কুস্তিগির, পালোয়ান। [সং. √ মল্ল্ + অ]। ̃ ভূমি বি 1 যে স্হানে কুস্তি লড়া হয়, মল্লগণের রণস্হল; 2 বাঁকুড়ার বিষ্ণুপুর ও তত্সন্নিহিত স্হানের প্রাচীন নাম। ̃ যুদ্ধ বি. 1 বাহুযুদ্ধ হাতাহাতি লড়াই; 2 কুস্তি। 4)
মাল2
(p. 700) māla2 বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]।̃. ভূমি বি. চতুষ্পার্শ্বস্হ ভূভাগের চেয়ে উঁচু বিশাল সমতল প্রদেশ, plateau. 54)
মাল৩
(p. 700) māla3 বি. কুস্তিগির, মল্লযোদ্ধা। [সং. মল্ল]। ̃. কোঁচা বি. মল্লের মতো কোঁচাকে টেনে পিছনে গোঁজা। ̃. শাট, ̃.সাট বি. 1 মালকোঁচা; আস্ফালন, বাহ্বস্ফোট। 55)
যুযুত্সা
(p. 728) yuyutsā বি. যুদ্ধের ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা। [সং. যুধ্ + সন্ + আ]। যুযুত্সু বিণ. যুদ্ধ করতে ইচ্ছুক। বি. জাপানি প্রথার কুস্তি বা ব্যায়ামবিশেষ। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614822
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227966
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839958
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1099020
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916386
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856877
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719498
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649185

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us