Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৃত্তি) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগু
(p. 82) āgu বি. 1 প্রথম; পূর্ব (আগু থেকে); 2 গোড়া, সামনের দিক (আগুপিছু)। বিণ. অগ্রবর্তী; সামনে বা আগে রয়েছে এমন। ক্রি-বিণ. আগে, প্রথমে ('আগু গিয়া রাবণের গলে দিব ফাঁস': কৃত্তি)। [সং. অগ্র]। ̃ তে ক্রি-বিণ. প্রথমে, আগে। ̃ .পাছ, ̃ .পিছু ক্রি-বিণ. 1 অগ্রপশ্চাত্, ভূত-ভবিষ্যত্ (আগুপিছু বিবেচনা করা); 2 ইতস্তত (আগুপিছু করা)। আগু বাড়া-আগ দ্র। ̃ .য়ান, ̃ .সার বিণ. এগিয়ে আছে এমন, অগ্রসর, অগ্রবর্তী। 63)
উত্-কৃত্ত
(p. 123) ut-kṛtta বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; কর্তিত। [সং. উত্ + √ কৃত্ + ত]। 7)
উপাড়া
(p. 133) upāḍ়ā ক্র. (পুরোনো কাব্যে) উত্পাটন করা ('শালগাছ উপাড়িয়া আনে': কৃত্তি)। [বাং. √ উপাড়্ + আ]। উপাড়ন বি. উত্পাটন। 92)
এড়া1
(p. 146) ēḍ়ā1 ক্রি. (বর্ত. বিরল) ছোড়া, নিক্ষেপ করা ('মন্ত্র পড়ি রাবণ শেলপাট এড়ে': কৃত্তি)। [সং. √ ইন্ ইড়্ (নিক্ষেপ) এড়্ + বাং. আ]। 33)
কার্তিক
(p. 186) kārtika বি. 1 বাংলা সনের সপ্তম মাস; 2 কার্তিকেয়, শিব-পার্বতীর পুত্র। [সং. কৃত্তিকা + অ]। কার্তিকেয় বি. শিব-পার্বতীর পুত্র ও দেবসেনাপতি (কৃত্তিকার দ্বারা পালিত বলে এই নাম)। কেলে কার্তিক, নব কার্তিক, লোহার কার্তিক বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুত্সিত লোক। 8)
কৃত্ত
(p. 204) kṛtta বিণ. কর্তিত, ছিন্ন বা খণ্ডিত হয়েছে এমন। [সং. √কৃত্ + ত]। 15)
কৃত্তি
(p. 204) kṛtti বি. 1 বাঘ, হরিণ বা হাতির চামড়া; 2 ত্বক। [সং. √কৃত্ + তি]। 16)
কৃত্তি.বাস
(p. 204) kṛtti.bāsa বি. 1 যিনি বাঘছাল বা গজাসুরের চামড়া পরিধান করেন অর্থাত্ শিব; 2 রামায়ণের বঙ্গানুবাদক কৃত্তিবাস ওঝা। [সং. কৃত্তি (পশুচর্ম) + বাস (বাসস্)]। কৃত্তি-বাসি, কৃত্তি-বাসী বিণ. কৃত্তিবাস ওঝার রচিত (কৃত্তিবাসী রামায়ণ)। 19)
কৃত্তিক
(p. 204) kṛttika বি. বহিশ্চর্ম, ছাল, cuticle (বি. প.)। [সং. √কৃত + তি + ক]। 17)
কৃত্তিকা
(p. 204) kṛttikā বি. 1 নক্ষত্রবিশেষ; 2 দেবসেনাপতি কার্তিকেয়র ছয়জন ধাত্রীর অন্যতমা [সং. √কৃত্ + তি + ক + আ]। ̃. সূত বি. কার্তিকেয়। 18)
কোঙর, কোঙার
(p. 209) kōṅara, kōṅāra বি. (অপ্র.) 1 পুত্র ('ঐলোক্যবিজয়ী হবে তোমার কোঙর': কৃত্তি); 2 কুলের পরিচায়ক পদবি বা উপাধিবিশেষ। [সং. কুমার]। 19)
গোঁয়া
(p. 256) gōm̐ẏā (বর্ত. অপ্র.) ক্রি. 1 অতিবাহিত করা, কাটানো (দিন গোঁয়ানো); 2 অতিবাহিত হওয়া, যাপিত হওয়া ('মিছে খেলায় দিন গোঁয়াল: রা. প্র.); 3 অনুগমন করা ('সকল লোক পশ্চাতে গোঁয়ার': কৃত্তি); 4 মিলেমিশে একসঙ্গে বাস করা (তার সঙ্গে গোঁয়ানো শক্ত)। [বৈ. সা. গোঁআ গম্ + বাং. আ]। ̃ নো ক্রি. গোঁয়া -র অনুরূপ। বি. যাপন, অতিবাহন। বিণ. যাপিত, অতিবাহিত। 57)
চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
চিন1
(p. 290) cina1 বি. 1 চিহ্ন, দাগ; 2 লক্ষণ, নিদর্শন ('লেজের চিন': কৃত্তি)। [সং. চিহ্ন]। 8)
নক্ষত্র
(p. 444) nakṣatra বি. 1 তারকা, তারা; 2 (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী। [সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]। ̃ গতি, ̃ বেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)। ̃ পতি বি. চন্দ্র। ̃ পাত বি. 1 উল্কাপাত; 2 (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু। ̃ পুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা। ̃ বিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র। ̃ লোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ। 3)
নিউটা
(p. 479) niuṭā ক্রি. (কাব্যে) ফেরা, প্রত্যাবর্তন করা ('নেউটিয়া রণে বীর আইল নিমিষে': কৃত্তি.)। [সং. নি + √ বৃত্ + বাং. আ]। 2)
পূজা
(p. 529) pūjā বি. 1 আরাধনা, উপাসনা, অর্চনা; 2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে); 3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা); 4 দুর্গাপূজা। ক্রি. (কাব্যে) 1 আরাধনা করা, অর্চনা করা ('পূজিনু শিবেরে আমি': কৃত্তি); 2 শ্রদ্ধা প্রদর্শন করা; 3 সংবর্ধনা করা। [সং. √ পূজ্ + অ + আ]। ̃ পার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উত্সব। ̃ ব-কাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরত্কালীন ছুটি। ̃ রি বিণ. বি. পূজাকারী, উপাসক। বি. যে নিত্য পূজা করে, পুরোহিত। ̃ রিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী। ̃ র্হ বিণ. পূজার যোগ্য, পূজা। ̃ হ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি। পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত। 3)
প্রবন্ধ
(p. 546) prabandha বি. 1 রচনা, নিবন্ধ, সন্দর্ভ, কোনো বিষয় সম্পর্কে গদ্যে রচিত আলোচনা; 2 পূর্বাপর সংগতি; 3 আরম্ভ; 4 কৌশল, চাতুরী (কপট প্রবন্ধ, 'যতেক প্রবন্ধ করে নিশাচরগণে': কৃত্তি)। [সং. প্র + √ বন্ধ্ + অ]। ̃ কার বিণ. বি. প্রবন্ধরচয়িতা, প্রবন্ধের লেখক। 54)
প্রীত
(p. 554) prīta বিণ. সন্তুষ্ট, তৃপ্ত, আনন্দিত, খুশি। বি. 1 (প্রা. কা.) প্রেম, প্রণয়, পীরিত ('কুলকলঙ্কিনী হইনু করিয়া প্রীত': চণ্ডী); 2 প্রীতিসাধন ('শ্রীরামের প্রীতে তাই মুখে বল হরি': কৃত্তি)। [সং. √ প্রী + ত]। 96)
বহুল2
(p. 589) bahula2 বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো। বি. 1 কৃষ্ণবর্ণ; 2 কৃষ্ণপক্ষ। [সং. বহু + √ লা + অ]। বহুলা বি. (স্ত্রী.) 1 গাভি; 2 কৃত্তিকা নক্ষত্র; 3 তামসী অর্থাত্ অন্ধকার রাত্রি।
বিগুণ
(p. 605) biguṇa বিণ. 1 গুণহীন, সদ্গুণ নেই এমন (স্বধর্ম বিগুণ হলেও আদরণীয়); 2 বিকৃত; 3 প্রতিকূল ('বিধি বিগুণ আমায়': কৃত্তি); 4 জ্যাশূন্য। বি. ক্ষতি, অপকার (এ আপনার কোনো বিগুণ করবে না)। [সং. বি + গুণ]। 129)
বেদ
(p. 633) bēda বি. 1 হিন্দুদের প্রাচীনতম অপৌরুষেয় শাস্ত্রগ্রন্হ ও সাহিত্য যা ঋক্ সাম যজুঃ ও অথর্ব এই চার ভাগে বিভক্ত; প্রত্যক্ষ বা অনুমানে দ্বারা অনধিগম্য জ্ঞান যে-গ্রন্হে বিধৃত আছে; 2 বেদবাক্যতুল্য অমোঘ বা সত্যবাক্য ('শূর্পণখা রাণ্ডীর কথা তোরে হল বেদ': কৃত্তি.)। [সং. √ বিদ্ + অ]। ̃ জ্ঞ বিণ. বেদের বিষয়ে পণ্ডিত (বেদজ্ঞ ব্রাহ্মণ)। ̃ বাক্য বি. 1 অবশ্যপালনীয় আদেশ; 2 অভ্রান্ত উক্তি, ধ্রুব সত্য। ̃ বিত্ বিণ. বি. বেদজ্ঞ, বেদ জানেন এমন। ̃ বিহিত বিণ. বেদের মতে উচিত এমন। ̃ ব্যাস বি. বেদের বিভাগকর্তা ব্যাসমুনি যিনি পরাশর ও সত্যবতীর পুত্র। ̃ মন্ত্র বি. বেদের মন্ত্র। ̃ মাতা (-তৃ) বি. গায়ত্রী। 180)
ভরন্ত
(p. 658) bharanta বিণ. 1 ভরা (ভরন্ত যৌবন); 2 জলে ভরা ('ভরন্ত ডাবরী': কৃত্তি)। [ভরা দ্র]। 22)
ষষ্ঠী
(p. 790) ṣaṣṭhī বিণ. (স্ত্রী.) ছয়ের স্হানীয়া (ষষ্ঠী তিথি)। বি. 1 সন্তানের রক্ষাকারিণী দেবীবিশেষ; 2 কৃত্তিকা; 3 (ব্যাক.) সম্বন্ধপদের বিভক্তি; 4 (জ্যোতিষ.) তিথিবিশেষ। [সং. ষষ্ঠ + ঈ]। ষষ্ঠী তত্-পুরুষ বি. ষষ্ঠীবিভক্তিযুক্ত পদের সঙ্গে অন্য পদের সমাসের নাম, সম্বন্ধ তত্পুরুষ। ̃ তলা বি. বারোয়ারি ষষ্ঠী পূজার স্হান। ̃ পূজা বি. ষষ্ঠীদেবীর পূজা; জাতকের জন্মের ষষ্ঠ দিনে অনুষ্ঠেয় মঙ্গলকর্মবিশেষ। ̃ বাটা বিণ. জামাইষষ্ঠীর তত্ত্ব। ̃ বুড়ি বি. ষষ্ঠীদেবী। ষষ্ঠীর বাহন বি. বিড়াল। ষষ্ঠীর কৃপা বি. 1 ষষ্ঠীদেবীর দয়া; 2 সন্তানলাভ। 29)
ষাণ্মাতুর
(p. 791) ṣāṇmātura বি. কৃত্তিকা, দুর্গা ইত্যাদি ছয় মাতার সন্তান, কার্তিক। [সং. ষণ্মাতৃ + অ]। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534970
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140504
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696683
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us