Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উপাড়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উপাড়া এর বাংলা অর্থ হলো -

(p. 133) upāḍ়ā ক্র. (পুরোনো কাব্যে) উত্পাটন করা ('শালগাছ উপাড়িয়া আনে': কৃত্তি)।
[বাং. √ উপাড়্ + আ]।
উপাড়ন বি. উত্পাটন।
92)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উপ-দেবতা, উপ-দেব
(p. 132) upa-dēbatā, upa-dēba বি. 1 অপ্রধান দেবতা; 2 ভূত প্রেত ইত্যাদি দেবযোনি। [সং. উপ + দেবতা, দেব]। 9)
উপ-নদ, উপ-নদী
(p. 132) upa-nada, upa-nadī বি. যে নদ বা নদী অন্য নদীতে গিয়ে পড়ে, tributary, affluent. [সং. উপ + নদ, নদী]। 22)
উষসী1, ঊষসী1
(p. 139) uṣasī1, ūṣasī1 বি. 1 উষা, প্রভাতকাল ('স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী': রবীন্দ্র); 2 (বিরল) সন্ধ্যাকাল। [সং. উষস্ + √ সো + ঈ]। 9)
উপ-সেচন
(p. 133) upa-sēcana বি. জলসেচন; কোনো জিনিসকে জল দিয়ে নরম করা। [সং. উপ + সেচন]। 70)
উদ্দীপিত
(p. 127) uddīpita দ্র উদ্দীপক। 28)
উদ্ব্যক্ত
(p. 128) udbyakta বিণ. জোর বা ঝোঁক দিয়ে প্রকাশিত, emphatic. [সং. উত্ + ব্যক্ত]। উদ্ব্যক্তি বি. জোর বা ঝোঁক সহকারে প্রকাশ, emphasis. 30)
উদম
(p. 126) udama বিণ. 1 উলঙ্গ; 2 দুরন্ত, উদ্দাম; 3 মুক্ত। [তু. সং. উদ্দাম, তু. অস. উদং (অনাবৃত)]। 27)
উদ্বুদ্ধ
(p. 128) udbuddha বিণ. 1 উত্সাহিত, প্রাণিত (মহান আদর্শে উদ্বুদ্ধ); 2 জাগরিত, চেতনাপ্রাপ্ত। [সং. উত্ + √ বুধ্ + ত]। 22)
উত্তরাস্য
(p. 125) uttarāsya বিণ. উত্তর দিকে মুখ করে আছে এমন। [সং. উত্তর + আস্য]। 16)
উতোর-চাপান
উপ-সর্গ
(p. 133) upa-sarga বি. 1 মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); 2 রোগজাত বিকার, রোগের লক্ষণ; 3 আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); 4 (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা - আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]। 66)
উদ্বাহন
(p. 128) udbāhana বি. 1 বিবাহদান, বিয়ে দেওয়া; 2 উদ্ধারকার্য; উদ্ধারসাধন। [সং. উত্ + √ বহ্ + ণিচ্ + অন]। উদ্বাহিত বিণ. বিবাহিত। উদ্বাহী (-হিন্) বিণ. বিবাহ করে বা করছে এমন। 18)
উত্তরীয়
(p. 125) uttarīẏa বি. উড়ানি; চাদর। [সং. উত্তর + ঈয়]। 17)
উপ্ত
(p. 133) upta বিণ. বোনা বা বপন করা হয়েছে এমন (হিংসার বীজ সেইদিনই উপ্ত হয়েছিল)। [সং. √ বপ্ + ত]। উপ্তি বি. বপন। 122)
উত্-সাহ
(p. 123) ut-sāha বি. 1 কাজে আগ্রহ, উদ্যম, উদ্দীপনা (নতুন উত্সাহে কাজে লাগা); 2 অধ্যবসায়। [সং. উত্ + √ সহ্ + অ]। ̃ ক বিণ. বি. যে উত্সাহ দেয়। ̃ দাতা বিণ. বি. যে উত্সাহ দেয়, উত্সাহক। ̃ ন বি. উত্সাহ দেওয়া। ̃ ভঙ্গ বি. উত্সাহ নষ্ট হওয়া, উদ্যমনাশ। ̃ শীল বিণ. উত্সাহযুক্ত, সোত্সাহ। ̃ হীন বিণ. উত্সাহ নেই এমন। উত্-সাহিত বিণ. উত্সাহ পেয়েছে বা লাভ করেছে এমন (তাঁর কথায় উত্সাহিত হয়েছি)। উত্-সাহী (-হিন্) বিণ. উত্সাহশীল; উদ্যমশীল। 50)
উপ-শাখা
(p. 133) upa-śākhā বি. শাখা থেকে উদ্গত শাখা। [সং. উপ + শাখা]। 61)
উত্তরা1
(p. 125) uttarā1 ক্রি. পার হওয়া; পৌঁছানো, উপনীত হওয়া ('অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে': ভা. চ.)। [দ্র উত্তরণ]। 6)
উদীচী
(p. 127) udīcī বি. উত্তর দিক। [সং. উদচ্ + ঈ]। উদীচী উষা Aurora Borealis. ̃ ন, উদীচ্য বিণ.উত্তর দিকস্হ, উত্তরদিকের। 15)
উপেক্ষা, উপেক্ষণ
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577634
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185322
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785372
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708529
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619995

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us