Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্রিমি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আইস-ক্রিম
(p. 77) āisa-krima বি. বরফ-দেওয়া মিঠাইবিশেষ; দুধ, সর, চিনি, বরফ প্রভৃতি সহযোগে প্রস্তুত মিঠাই। [ইং. ice cream]। 19)
আউট
(p. 77) āuṭa বিণ. 1 সংশোধনের অতীত; গোল্লায় গেছে এমন ('ও ছেলে একেবারে আউট হয়ে গেছে': শরত্); 2 ক্রিকেট খেলায় কোনো ব্যাটস্ ম্যান ব্যাট করার অধিকার হারিয়েছে এমন। [ইং. out]। 21)
আম্পায়ার
(p. 101) āmpāẏāra বি. ক্রিকেট, হকি ইত্যাদি খেলায় বিচারক। [ইং. umpire]। 52)
ইনিংস
(p. 114) iniṃsa বি. ক্রিকেট খেলায় এক পক্ষের ব্যাট করার পালা বা পর্ব। [ইং. innings]। 34)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
কিরিচ
(p. 190) kirica বি. বাঁকা ছোরা বা তরোয়ালবিশেষ। [মাল. ক্রিস্ পো. cris]। 33)
কুচক্র
(p. 194) kucakra বি. ষড়যন্ত্র, চক্রান্ত। [সং. কু + চক্র]। কুচক্রী (-ক্রিন্) বিণ. বি. চক্রান্তকারী; কুমন্ত্রণাদাতা। 3)
কৃস্টাল-ক্রিস্টাল
(p. 205) kṛsṭāla-krisṭāla এর রূপভেদ। 13)
ক্রিকেট
(p. 215) krikēṭa বি. ইংরেজদের দ্বারা উদ্ভাবিত এবং বর্তমানে অন্যান্য দেশে প্রচলিত ও জনপ্রিয় খোলা মাঠের খেলাবিশেষ যাতে ব্যাট বল স্টাম্প ইত্যাদি উপকরণ নিয়ে দুই দলে বাইশজন খেলোয়াড় অংশ নেয়। [ইং. cricket]। 12)
ক্রিস্টাল
(p. 215) krisṭāla বি. 1 কেলাস, দানা; 2 স্ফটিকের দানা। [ইং. crystal]। 15)
গুগলি2
(p. 250) gugali2 বি. ক্রিকেট খেলায় বোলিং-এর কৌশলবিশেষ। [ইং. googly]। 33)
চক্রিকা
(p. 275) cakrikā বি. 1 হাঁটুর গোল অস্হি, মালাইচাকি; 2 হাঁটু, জানু। [সং. চক্র + ক + আ]। 4)
চক্রী
(p. 275) cakrī (ক্রিন্) বিণ. 1 চক্রধারী; 2 চক্রান্তকারী; 3 খল, কুটিল। বি. 1 বিষ্ণু; 2 কৃষ্ণ; 3 সাপ। [সং. চক্র + ইন্]। 5)
ছক্কা2
(p. 301) chakkā2 বি. 1 ছয় ফোঁটা চিহ্নিত তাস; 2 (ক্রিকেট ইত্যাদিতে) ছয় (ছক্কা হাঁকিয়েছে)। [বাং. ছয়-তু. সং. ষট্ক]। 10)
দস্তুরি
(p. 402) dasturi বি. 1 দ্রব্যাদি বিক্রির সময় বিক্রেতা মূল্যের যে অংশ ছেড়ে দেয়, discount; 2 খরিদ্দার জুটিয়ে আনার দরুন পারিশ্রমিকরূপে মূল্যের যে অংশ প্রাপ্য, দালালি, কমিশন। [ফা. দস্তরি]। 9)
পমেটম
(p. 488) pamēṭama বি. চুলের প্রসাদনে ব্যবহৃত চ্যাপটা সাদা সুগন্ধযুক্ত ক্রিম বা স্নেহপদার্থবিশেষ সুগন্ধযুক্ত প্রসাধনবিশেষ। ইং. pomatum। 80)
পিচ৩
(p. 519) pica3 বি. ক্রিকেট মাঠের মাঝখানে বিশেষভাবে নির্মিত দুই দিকের স্টাম্পের মধ্যবর্তী স্হান। [ইং. pitch]। 31)
প্রেস-ক্রিপ-শন
(p. 554) prēsa-kripa-śana বি. চিকিত্সক কর্তৃক রোগ-নিরাময়ের জন্য প্রদত্ত ব্যবস্হাপত্র। [ইং. prescription]। 123)
ফিতা, (কথ্য) ফিতে
(p. 565) phitā, (kathya) phitē বি. 1 (সচ.) কাপড়ের লম্বা পাতলা ও চ্যাপটা ফালিবিশেষ; 2 দৈর্ঘ্য মাপার জন্য এক গজ বা এক মিটার লম্বা কাপড়ের ফালি। [পো. fita]। ̃ ক্রিমি বি. লম্বা ও চ্যাপটা ক্রিমিবিশেষ। 18)
ফিল্ডিং
(p. 565) philḍi বি. ক্রিকেট খেলায় ব্যাটসম্যানকে আউট করার জন্য বোলার ও তার সহযোগী খেলোয়াড়দের মাঠে নির্দিষ্ট নিয়মে বিচরণ। [ইং. fielding]। 34)
বক্র
(p. 573) bakra বিণ. 1 বাঁকা, সোজা বা সরল নয় এমন (বক্রপথ, বক্রগতি); 2 কুটিল (বক্র ইঙ্গিত, বক্রকটাক্ষ)। বি. 1 বাঁক, মোড়; 2 (বিরল) মঙ্গলগ্রহ। [সং. √ বঙ্ক্ + র]। ̃ গামী (-মিন্) বিণ. বাঁকা পথে চলে এমন। ̃ গ্রীব বিণ. যার বাঁকা গলা। ̃ ণ বি. বক্রীকরণ। ̃ তা বি. বাঁকাভাব, অসরলতা; বাঁক। ̃ দংষ্ট্র বিণ. বাঁকা দাঁতযুক্ত। ̃ দৃষ্টি বি. বাঁকা চাহনি বা কুটিল চাহনি; কটাক্ষ। বিণ. বাঁকা চাহনিযুক্ত। ̃ নাস বিণ. (টিয়া প্রভৃতি পাখির মতো) বাঁকা নাকওয়ালা। ̃ রেখা বি. বাঁকা রেখা, যে রেখা সরল বা সোজা নয়। বক্রাক্ষ বিণ. টেরা, বাঁকা দৃষ্টিযুক্ত। বক্রিমা (-মন্) বি. বক্রতা। 29)
বক্রী
(p. 573) bakrī (-ক্রিন্) বিণ. 1 বাঁকা; 2 প্রতিকূল। [সং. বক্র + ইন্]। 30)
বন-বন2
(p. 575) bana-bana2 বি. ক্রিমি দমনকারী মিঠাইবিশেষ। [ইং. bonbon]। 64)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186070
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786349
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027562
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901293
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848254
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620520

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us