Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্ষণ)]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবেক্ষণ, অবেক্ষা
(p. 50) abēkṣaṇa, abēkṣā বি. 1 দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); 2 পরিদর্শন, inspection; 2 পর্যবেক্ষণ; 4 অনুসন্ধান; 5 পর্যালোচনা, supervision. [সং. অব + √ ঈক্ষ্ + অন, অব + ঈক্ষ্ + অ + আ (স্ত্রী.)]। অবেক্ষক বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক। অবেক্ষণীয় বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য। অবেক্ষ-মাণ বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষ-মাণা। অবেক্ষাধীন বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পরীক্ষাধীন। অবেক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন। অবেক্ষ্য-মাণ বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন। 8)
এখন
(p. 146) ēkhana ক্রি-বিণ. 1 এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; 2 এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); 3 এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); 4 পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)। বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)। অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)। [বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]। ̃ ই, এখনি, (কথ্য) এখুনি ক্রি-বিণ. এই মুহূর্তে। ̃ ও, এখনো ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)। ̃ কার বিণ. বর্তমানের, ইদানীন্তন। এখন-তখন বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)। 15)
কখন
(p. 156) kakhana অব্য. ক্রি-বিণ. 1 কোন সময়ে (কখন যাবে?); 2 বহুক্ষণ আগে (সে তো কখন চলে গেছে)। [বাং. কোন্ + খন (সং. ক্ষণ)]। কখনোই, কখনো অব্য. ক্রি-বিণ. কোনো সময়েই, কোনো অবস্হাতেই, কোনো কারণেই। কখনো কখনো, কখনোসখনো অব্য. ক্রি-বিণ. সময়ে সময়ে, মাঝে মাঝে। 24)
কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
কু1
(p. 192) ku1 বি. 1 পৃথিবী; 2 আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কু-কথায় পঞ্চমুখ': ভা. চ.); 3 পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। বিণ. 1 মন্দ, কুত্সিত (কুকথা, কু-অভ্যাস); 2 অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); 3 কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); 4 দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। 6)
ক্ষণ
(p. 217) kṣaṇa বি. 1 কালের অংশবিশেষ, এক মুহূর্তের 12 ভাগের এক ভাগ, 4 মিনিট; 2 অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 3 সময় (বহুক্ষণ আগে); 4 বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]। ̃ কাল বি. অতি সামান্য সময়। ̃ চর বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী। ̃ জন্মা (-ন্মন্) বিণ. 1 শুভ মুহূর্তে জাত; 2 ভাগ্যবান; 3 অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)। ̃ দা বি. রাত্রি। ̃ দ্যুতি বি. বিদ্যুত্। ̃ পূর্বে ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে। ̃ প্রভা বি. বিদ্যুত্, বিজলি। ̃ ভঙ্গুর বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন। ক্ষণিক বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); বি. ক্ষণকাল ('ক্ষণিকের অতিথি': রবীন্দ্র)। ক্ষণে ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে ('ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ')। ক্ষণে ক্ষণে ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)। ক্ষণেক বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য ('দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও': রবীন্দ্র)। 8)
খানিক
(p. 226) khānika ক্রি-বিণ. অল্পসময়, কিছুক্ষণ (খানিক দাঁড়াও)। বিণ. অল্প, কিছু, কতক (খানিকক্ষণ)। [ সং. ক্ষণ]। 50)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
চিত্র-গুপ্ত
(p. 288) citra-gupta বি. যমরাজের অধীন কর্মচারী-সর্বজীবের আয়ু ও পাপ-পুণ্যের হিসাবরক্ষক। [সং. চিত্র (লেখন) + √গুপ্ (-রক্ষণ) + ত]। 48)
নব2
(p. 447) naba2 (-বন্) বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক, নয় (নবগ্রহ, নবরত্নসভা)। [সং. √ নু + অন্ = নবন্]। ̃ গুণ দ্র নবলক্ষণ। ̃ গ্রহ বি. প্রাচীন মত অনুযায়ী সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু-এই নয়টি গ্রহ; এবং আধুনিক মতে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি প্লুটো ইউরেনাস নেপচুন ও পৃথিবী এই নয়টি গ্রহ। ̃ দুর্গা বি. পার্বতী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদা-এই নয়টি দুর্গামূর্তি। ̃ দ্বার বি. দুই চক্ষু দুই কর্ণ নাসারন্ধ্র মুখ পায়ু ও উপস্হ-শরীরের এই নয়টি পথ বা ছিদ্র। ̃ ধা বিণ. ক্রি-বিণ. 1 নয়প্রকার (নবধা লক্ষণ); 2 নয়প্রকারে (নবধা বিভক্ত); 3 নয়বার বা নয়বারে (নবধা গমন)। ̃ পত্রিকা বি. কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী ও মানকচু-এই নয়টি গাছের পাতা দিয়ে তৈরি এবং কলাপাতা দিয়ে ঢাকা স্ত্রীমূর্তি, কলাবউ। ̃ রত্ন বি. 1 মুক্তা মাণিক্য বৈদূর্য গোমেদ বজ্র বিদ্রূম পদ্মরাগ মরকত নীলকান্ত-এই নয়টি রত্ন; 2 ধন্বন্তরি ক্ষপণক অমরসিংহ শঙ্কু বেতালভট্ট ঘটকর্পর কালিদাস বরাহমিহির বররুচিরাজা ব্রক্রমাদিত্যের এই নয়জন সভাপণ্ডিত; 3 নয়টি চূড়াযুক্ত দেবমন্দির। নবরত্নসভা বি. রাজা বিক্রমাদিত্যের নয়জন পণ্ডিতসমৃদ্ধ সভা। ̃ রস বি. (অল.) আদি (বা শৃঙ্গার) হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বীভত্স অদ্ভুত শান্ত-অলংকারশাস্ত্রনির্দিষ্ট এই নয় রস। ̃ রাত্র বি. আশ্বিনমাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় তিথিতে পালনীয় ব্রতবিশেষ। ̃ ল বিণ. নবীন, নতুন। ̃ লক্ষণ, ̃ গুণ বি. আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা আবৃত্তি তপ ও দান-ব্রাহ্মণ বা কুলীনের এই নয়টি গুণ বা কুললক্ষণ। ̃ শায়ক, (কথ্য) ̃ শাক, (কথ্য) ̃ শাখ বি. তাঁতি মালাকার সদ্গোপ নাপিত বারুই কামার কুম্ভকার তিলি ময়রা-বাঙালি হিন্দুজাতির এই নয়টি শ্রেণি বা শাখা। 3)
প্রতি
(p. 538) prati (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1 অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]। 62)
প্লক্ষ
(p. 559) plakṣa বি. 1 পুরাণে বর্ণিত সপ্তদ্বীপের অন্যতম; 2 পাকুড় বা অশ্বত্থ গাছ। [সং. √ প্লক্ষ্ (=ভক্ষণ) + অ]। 3)
বিমোক্ষ, বিমোক্ষণ
(p. 621) bimōkṣa, bimōkṣaṇa বি. 1 মুক্তি, উদ্ধার; 2 নিঃসারণ (রক্তবিমোক্ষণ)। [সং. বি + √ মোক্ষ্ + অ, অন]। 80)
বীক্ষণ
(p. 630) bīkṣaṇa বি. 1 বিশেষভাবে দর্শন, নিরীক্ষণ (স্নেহবীক্ষণ); 2 যার দ্বারা বিশেষপ্রকার নিরীক্ষণ হয় (দূরবীক্ষণ, অণুবীক্ষণ)। [সং. বি + √ ঈক্ষ্ + অন]। বীক্ষণীয় বিণ. বীক্ষণযোগ্য, নিরীক্ষণ করা যায় এমন। বীক্ষ-মাণ বিণ. নিরীক্ষণ করছে এমন। বীক্ষা বি. 1 বীক্ষণ, নিরীক্ষণ; 2 বিশেষ পর্যালোচনা (রবীন্দ্রবীক্ষা, বিশ্ববীক্ষা)। বিক্ষিত বিণ. বিশেষভাবে দৃষ্ট, নিরীক্ষিত। বীক্ষ্য-মাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন। 52)
বৈচক্ষণ্য
(p. 644) baicakṣaṇya বি. বিচক্ষণতা (প্রশাসন-বৈচক্ষণ)। [সং. বিচক্ষণ + য]। 10)
বৈমানিক
(p. 644) baimānika বিণ. 1 বিমানসংক্রান্ত; 2 বিমানচারী। বি. 1 বিমানপোতের চালক (বৈমানিকদের প্রশিক্ষণ); 2 বিমানে ভ্রমণকারী। [সং. বিমান + ইক]। 54)
ভক্ষক
(p. 655) bhakṣaka বিণ. বি. যে ভক্ষণ করে বা খায় (যে রক্ষক, সে-ই ভক্ষক)। [সং. √ ভক্ষ + অক]। ভক্ষণ বি. খাওয়া, ভোজন (একবেলা তণ্ডুল ভক্ষণ)। ভক্ষণীয়, ভক্ষ্য বিণ. খাওয়া বা ভোজন করা উচিত্ এমন, ভোজ্য। ভক্ষিত বিণ. খাওয়া হয়েছে এমন। ভক্ষ্যাব-শেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে। ভক্ষ্যাভক্ষ্য বি. খাদ্য ও অখাদ্য, খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত খাদ্য। বিণ. খাওয়ার যোগ্য ও অযোগ্য। 9)
মোক্ষ
(p. 718) mōkṣa বি. 1 মুক্তি; 2 ভববন্ধন থেকে মুক্তি; 3 কৈবল্য, অপবর্গ, নির্বাণ; 4 মৃত্যু। [সং. মোক্ষ্ + অ]। ̃ ণ বি. 1 মোচন; 2 ক্ষরণ, নিঃসারণ (রক্তমোক্ষণ)। ̃ দ বিণ. মোক্ষদায়ক, মোক্ষদায়ী। ̃ দা বিণ. (স্ত্রী.) মোক্ষদায়িনী। বি. 1 গঙ্গা; 2 দুর্গা। ̃ .ধাম বি. কৈবল্যধাম; মুক্তিস্হান। ̃ .পদ বি. মোক্ষপ্রাপ্ত অবস্হা; মুক্ত ব্যক্তির অবস্হা। ̃ .লাভ বি. মোক্ষ বা মুক্তি পাওয়া। 3)
লক্ষণ
(p. 753) lakṣaṇa বি. 1 চিহ্ন (সধবার লক্ষণ) 2 পরিচয় (কালের লক্ষণ, যুগের লক্ষণ) 3 নিদর্শন (বুদ্ধির লক্ষণ, সাধুতার লক্ষণ) 4 আভাস (ঝড়ের লক্ষণ, বিপদের লক্ষণ)। [সং. √ লক্ষ্ + অন]। ̃ .গীত বি. যে গানের মধ্য দিয়ে রাগের চরিত্র লক্ষণ ইত্যাদি প্রকাশ করা হয়। 21)
শিক্ষণ
(p. 776) śikṣaṇa বি. 1 শিক্ষাগ্রহণ, অধ্যয়ন; [সং. √ শিক্ষ্ + অন]; 2 শিক্ষাদান, হাতে-কলমে শিক্ষার ব্যবস্হা (শিক্ষকশিক্ষণ, শারিরশিক্ষণ)। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অন]। শিক্ষণীয় বিণ. শেখবার বা শিখাবার যোগ্য, শিখিতব্য। 54)
সংক্রম, সংক্রমণ, সংক্রাম
(p. 792) saṅkrama, saṅkramaṇa, saṅkrāma বি. 1 সংক্রান্তি, সঞ্চার, সঞ্চরণ, গমন (দ্রুত সংক্রমণ); 2 সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; 3 রোগাদির এক দেহ থেকে অন্য দেহে সঞ্চার (রোগ-সংক্রমণ); 4 সোপান; 5 সেতু; 6 উপায়। [সং. সম্ + √ ক্রম্ + অ; + অন]। সংক্রমিত, সংক্রামিত বিণ. 1 এক দেহ থেকে অন্য দেহে সঞ্চারিত হয়েছে এমন; 2 প্রবিষ্ট; 3 স্হাপিত; 4 নিবেশিত; 5 গমিত। সংক্রামক, সংক্রামী (-মিন্) বিণ. 1 সংস্পর্শের দ্বারা দেহ থেকে দেহান্তরে সঞ্চরণশীল, ছোঁয়াচে, contagious, infectious; 2 সংস্পর্শ থেকে উত্পন্ন হয় এমন; 3 ব্যাপক হওয়া (রোগের সংক্রামক লক্ষণ)। সংক্রামকতা বি. ব্যাপক হওয়া (রোগের সংক্রামকতা)। 28)
সংরক্ষণ, সংরক্ষা
(p. 795) saṃrakṣaṇa, saṃrakṣā বি. 1 সম্যক রক্ষা (মন্দির সংরক্ষণ, স্মৃতিসংরক্ষণ); 2 কারও জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে পৃথকভাবে রক্ষণ (আসনসংরক্ষণ); reser vation ; 3 ক্ষয় পচন ইত্যাদি নিবারণের জন্য বিশেষপ্রকারে রক্ষণ, preservation ; 4 তত্ত্বাবধান ও রক্ষণ। [সং. সম্ + রক্ষণ, রক্ষা]। ̃ শীল দ্র রক্ষণশীল। সংরক্ষক বিণ. বি. সংরক্ষণকারী। সংরক্ষিত বিণ. কারও জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষপ্রকারে সংরক্ষণ করা হয়েছে এমন; সম্যক রক্ষিত বা পালিত। 24)
সন্ধি
(p. 805) sandhi বি. 1 মিলন; 2 বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি (ভার্সাইয়ের সন্ধি); 3 মিলনস্হান বা জোড় (সন্ধিমুখ); 4 শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ (ঊরুসন্ধি); 5 মিলনকাল (যুগসন্ধি, বয়ঃসন্ধি); 6 দিনরাত্রি বা দুই তিথি ইত্যাদির মিলনকাল (সন্ধিক্ষণ, সন্ধিপূজা); 7 খোঁজ, সন্ধান, রহস্য ('নারীর মায়ার সন্ধি': কৃত্তি); 8 কৌশল ('কহিয়া দিব যত আছে সন্ধি' : ক. ক.); 9 সুড়ঙ্গ, সিঁদ (সন্ধিপথ); 1 (ব্যাক.) সন্নিহিত দুই ধ্বনির মিলন (স্বরসন্ধি)। [সং. সম্ + √ ধা + ই]। ̃ কাল, ̃ ক্ষণ বি. সংযোগকাল, এক কালের অবসান ও অন্য কালের আরম্ভের সময় (ঋতু-পরিবর্তনের সন্ধিকালে, নবযুগের সন্ধিক্ষণ)। ̃ পত্র বি. বিবাদের রফা-নিষ্পত্তির পরে বিবাদী পক্ষদ্বয়ের পরস্পরকে প্রদত্ত প্রতিশ্রুতি-পত্র, treaty. ̃ পূজা বি. মহাষ্টমীর অবসান হয়ে মহানবমীর সঞ্চার হচ্ছে ঠিক এমন সময়ে দুর্গাপূজা। ̃ বদ্ধ বিণ. রাজনৈতিক সন্ধি বা চুক্তির দ্বারা আবদ্ধ। ̃ বাত বি. গেঁটে বাত। ̃ বিগ্রহ বি. রাজনৈতিক সন্ধি ও যুদ্ধ। ̃ ভঙ্গ বি. রাজনৈতিক চুক্তিবিরোধী কাজ। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535002
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140530
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730790
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942981
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883602
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696694
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us