Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৈচক্ষণ্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বৈচক্ষণ্য এর বাংলা অর্থ হলো -

(p. 644) baicakṣaṇya বি. বিচক্ষণতা (প্রশাসন-বৈচক্ষণ)।
[সং. বিচক্ষণ + য]।
10)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিকর্ষ, বিকর্ষণ
(p. 605) bikarṣa, bikarṣaṇa বি. 1 উলটো দিকে আকর্ষণ, বিপরীত টান; 2 (বিজ্ঞা.) বিপ্রকর্ষণ, আকর্ষণের বিপরীত, repulsion (বি.প.)। [সং. বি + কর্ষ, কর্ষণ]। বিকর্ষক বিণ. বিকর্ষণকারী, উলটো দিকে আকর্ষণ করে এমন; বিপ্রকর্ষী, repulsive. বিকর্ষী (-র্ষিন্) বিণ. বিকর্ষক। 84)
বাল্য
বিলোচন2
(p. 626) bilōcana2 বি. 1 চক্ষু ('মহেশ মেলেছে বিলোচন': সু. দ.); 2 দর্শন। [সং. বি + √ লোচ্ + অন]। 14)
বেণু
(p. 633) bēṇu বি. 1 বাঁশ (বেণুবন, বেণুকুঞ্জ); 2 বাঁশি বা বাঁশের বাশি ('সকরুণ বেণু বাজায়ে কে যায়': রবীন্দ্র)। [সং. √ বেণ্ + উ]। ̃ ক বি. পাচনবাড়ি, গোরু তা়ড়াবার লাঠি। 163)
বেটি
(p. 633) bēṭi দ্র বেটা। 147)
বসতি
(p. 580) basati বি. 1 নিবাস, বাস (সেখানে বহু গরিব লোকের বসতি, তোমার বসতি কোথায়?); 2 লোকালয় (কাছাকাছি কোনো বসতি নেই)। [সং. √ বস্ + অতি]। 213)
বিধর্মা (-র্মন্), বিধর্মী (-র্মিন্)
(p. 616) bidharmā (-rman), bidharmī (-rmin) বিণ. 1 ধর্মহীন, ধর্মরহিত, ধর্মবিরোধী; 2 অন্য ধর্মাবলম্বী। [সং. বি + ধর্মন্, ধর্ম + ইন্]। 13)
বর-নারী
(p. 580) bara-nārī বি. উত্তমা নারী, শ্রেষ্ঠা নারী। [সং. বর + নারী]। 48)
বজরা
(p. 573) bajarā বি. বড়ো এবং ধীরগামী নৌকাবিশেষ। [ইং. barge]। 62)
বিতনু
(p. 611) bitanu বিণ. 1 সুন্দর, কমনীয়; 2 কৃশ, রোগা। [সং. বি + তনু]। 76)
বিন্যাস
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণআমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্নাখাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বেদ
বিদীর্ণ
(p. 614) bidīrṇa বিণ. 1 ছিন্নভিন্ন, খণ্ডিত, খণ্ড খণ্ড হয়ে গেছে এমন (আঘাতে আঘাতে দেহ বিদীর্ণ হল); 2 ভগ্ন (বিদীর্ণ হৃদয়ে বিদায় দিলেন); 3 ফেটে গেছে এমন (চিত্কারে আকাশ বিদীর্ণ করা)। [সং. বি + √ দৃ + ত]। বিদীর্য-মাণ বিণ. বিদীর্ণ হচ্ছে এমন (শোকে বিদীর্যমাণ মাতৃহৃদয়)। 19)
বিষয়
(p. 627) biṣaẏa বি. 1 ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ, ভোগ্য বস্তু (বিষয়বাসনা); 2 সম্পত্তি (বিষয়-আশয়); 3 পাত্র, আস্পদ (উপহাসের বিষয়, সে এখন সবার আলোচনার বিষয়); 4 (বিরল) অধিকারভুক্ত স্হান; 5 জেলা; 6 আলোচ্য বা বর্ণনীয় বস্তু (প্রবন্ধের বিষয়); 7 কারণ, হেতু (শোকের বিষয়); 8 সম্বন্ধীয় ব্যাপার (এই ঘটনার বিষয়ে কিছু বলো)। [সং. বি + √ সি + অ]। ̃ আশয় বি. ধনসম্পত্তি। ̃ ক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে বিষয় শব্দের রূপ, সম্পর্কিত, সংক্রান্ত (নীতিবিষয়ক, জ্ঞানবিষয়ক)। ̃ কর্ম বি. বৈষয়িক বা সাংসারিক কাজ; সম্পত্তি রক্ষণাবেক্ষণের বা পরিচালনার কাজ। ̃ জ্ঞান বি. 1 কাণ্ডজ্ঞান, বাস্তবজ্ঞান; 2 সম্পত্তি ইত্যাদি সম্পর্কে জ্ঞান। ̃ তৃষ্ণা, ̃ বাসনা, ̃ লালসা বি. ধনসম্পত্তির বা সাংসারিক সুখভোগের লোভ। ̃ পরায়ণ বিণ. ধনসম্পদের প্রতি আসক্ত; ঘোর সংসারী। ̃ বস্তু বি. আলোচ্য বা বক্তব্য পদার্থ, মূল আলোচ্য বিষয় (রচনার বিষয়বস্তু)। ̃ বিতৃষ্ণা, ̃ বৈরাগ্য বি. ধনসম্পত্তি প্রভৃতি ভোগে অনিচ্ছা বা ঔদাসীন্য। ̃ বুদ্ধি বি. বৈষয়িক বা সাংসারিক জ্ঞান, বিষয়-আশয় পরিচালনার বুদ্ধি। ̃ সূচি বি. আলোচ্য ব্যাপারসমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর বি. অন্য বিষয়। বিষয়াসক্তি বি. ধনসম্পত্তির বা ভোগ্যবস্তুর প্রতি আকর্ষণ। বিষয়ী (-য়িন্) বিণ. 1 বিষয়াসক্ত; 2 সম্পত্তিশালী। বি. (দর্শ.) 1 আত্মা; 2 জ্ঞাতা; 3 ইন্দ্রিয়। বিষয়ীভূত বিণ. (আলোচনাদির) বিষয়ের অন্তর্ভুক্ত। 39)
বত্সর
(p. 575) batsara বি. 1 বছর, বারো মাস, বর্ষ; 2 অব্দ, সন। [সং. বস্ + সর]। বিণ. বাত্সরিক। 37)
বীতি-হোত্র
(p. 630) bīti-hōtra বি. 1 অগ্নি; 2 সূর্য। [সং. বীতি (=দেবভোজ্য) + হোত্র (হোম যার)]। 70)
বাক্স, বাক্স
বাদ-শাহ, বাদ-শাহ্, (কথ্য) বাদশা
বাকি
(p. 591) bāki বিণ. 1 অবশিষ্ট, উদ্বৃত্ত (বাকি টাকা পরে দেব); 2 অসম্পন্ন, অসমাপ্ত (কিছু কাজ বাকি রইল); 3 অনাদায়ি, প্রাপ্য (বাকি পাওনা); 4 আগামী (বাকি জীবন)। বি. 1 উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ ('বাকি কোথা নাহি জানে': রবীন্দ্র); 2 দেয় টাকা (বাকি শোধ); 3 পাওনা ইত্যাদি (বাকি আদায়)। [আ. বাকী]। ̃ জায় বি. অনাদায়ি খাজনার তালিকা। বাকি পড়া ক্রি. বি. অনাদায়ি থাকা। ̃ বকেয়া বিণ. অন্যের কাছে পাওনা। 36)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us