Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্ষিপ্র]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচির
(p. 8) acira বিণ. অল্পকাল স্হায়ী, ক্ষণস্হায়ী (অচির জীবন)। [সং. ন+চির2]। ̃ .কারী (-রিন্) বিণ. ক্ষিপ্রকারী, যে ক্ষিপ্রতার সঙ্গে কাজ করে, যে দেরি করে না। ̃ .কাল বি. ক্ষণকাল, ত্বারা। ̃ .কালে ক্রি-বিণ. শীঘ্র, ত্বরায়, অবিলম্বে। ̃ .ক্রিয় বিণ. যে দ্রুত কাজ করতে পারে, দীর্ঘসূত্র নয় এমন। ̃ .জীবী (-বিন্) বিণ. অল্প আয়ূ যার। ̃ দ্যুতি বিণ. ক্ষণস্হায়ী দীপ্তি যার। বি. বিদ্যুত্। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. চিরদিন থাকে না এমন, নশ্বর; ক্ষণস্হায়ী। অচিরাত্ অব্য ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। অচিরে ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। 69)
অমন্হর
(p. 55) amanhara বিণ. মন্হর বা ধীর নয় এমন, ক্ষিপ্র, দ্রুত (অমন্হর পায়ে প্রস্হান, অমন্হর গতি)। [সং. ন + মন্হর]। &tilde তা বি. দ্রুততা; দ্রুত গতি। 51)
আশু2
(p. 108) āśu2 অব্য. বিণ. শীঘ্র, ক্ষিপ্র, দ্রুত (আশু প্রতিকার)। ক্রি-বিণ. সত্বর, দ্রুত, অবিলম্বে। [সং. √ অশ্ + উ]। ̃ গ, ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী। স্ত্রী. ̃ গামিনী। ̃ তোষ বি. 1 যে শীঘ্র বা অল্পে তুষ্ট হয়; 2 শিব। ̃ পাতী (-তিন্) বিণ. খুব শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন। 29)
উচ্চণ্ড
(p. 119) uccaṇḍa বিণ. 1 প্রচণ্ড; 2 অতি কোপন; 3 ভয়ানক; 4 ক্ষিপ্রকারী, ক্ষিপ্রতাযুক্ত। [সং. উত্ + √ চণ্ড্ + অ]। 30)
ক্ষিপ্র
(p. 217) kṣipra ক্রি-বিণ. দ্রুতভাবে, দ্রুত, দ্রুততার সঙ্গে শীঘ্র (ক্ষিপ্র কাজ করো)। বিণ. দ্রুত, ত্বরিত (ক্ষিপ্রগতিতে এগিয়ে গেল)। [সং. √ ক্ষিপ্ + র]। বি. ̃ তা। ̃ কারী (-রিন্) বিণ. দ্রুত কাজ করে এমন, চটপটে। বি. ̃ কারিতা। ̃ গতি, ̃ গামী (-মিন্) বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)। স্ত্রী. ̃ গামিনী। 35)
চট-পট
(p. 275) caṭa-paṭa ক্রি-বিণ. খুব তাড়াতাড়ি, অতি দ্রুত (চটপট কাজ সারো)। [দেশি]। চট-পটে বিণ. 1 ক্ষিপ্রকারী, তত্পর; 2 চালাকচতুর (খুব চটপটে ছেলে)। 25)
ছিপ1
(p. 304) chipa1 বি. দ্রুতগামী সরু ও লম্বাটে নৌকাবিশেষ। [সং. ক্ষিপ্র]। 75)
ঝাঁ
(p. 334) jhā অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট। [ধ্বন্যা]। ঝাঁ ঝাঁ বি. 1 তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); 2 জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); 3 অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)। 52)
টুসকি, টুসি
(p. 346) ṭusaki, ṭusi বি. টোকা; বুড়ো আঙুল ও মধ্যমা বা তর্জনী দিয়ে ক্ষিপ্র ও লঘু আঘাত। [তু. সং. ছোটিকা]। 29)
ত্বর-মাণ
(p. 387) tbara-māṇa বিণ. 1 ত্বরান্বিত; 2 শীঘ্রকারী, ব্যস্ত, ক্ষিপ্রকারী, তাড়াতাড়ি করছে এমন। [সং. √ ত্বর্ + মান]। 61)
ত্বরান্বিত
(p. 387) tbarānbita বিণ. 1 দ্রুত বা দ্রুততর করা হয়েছে এমন; ত্বরিত; 2 শীঘ্র, ক্ষিপ্র। [সং. ত্বরা + অন্বিত]। 63)
ত্বরিত2
(p. 387) tbarita2 বিণ. ক্ষিপ্র, শীঘ্র, দ্রুত। [সং. √ ত্বর্ + ত]। ̃ গতি, ̃ গমন বিণ. ক্ষিপ্রগামী, দ্রুতগামী (ত্বরিতগতি বায়ু, ত্বরিতগতি ট্রেন)। 65)
দ্রুত
(p. 426) druta বিণ. 1 ত্বরান্বিত, ক্ষিপ্র (দ্রুতগতি, দ্রুত উন্নতি, দ্রুত লয়); 2 (বাংলায় বিরল) ক্ষরিত, গলিত, দ্রবীভূত। ক্রি-বিণ. শীঘ্র, তাড়াতাড়ি (দ্রুত সেখানে যাও)। [সং. √ দ্রু + ত]। ̃ গতি বিণ. ক্ষিপ্রতাসম্পন্ন; দ্রুত গতিবিশিষ্ট (দ্রুতগতি গাড়ি)। ̃ গামী (-মিন্) বিণ. দ্রুত চলে এমন। ̃ তা বি. ক্ষিপ্রতা, দ্রুতি। ̃ পদে ক্রি-বিণ. 1 অত্যন্ত তাড়াতাড়ি হেঁটে; 2 ক্ষিপ্রতার সঙ্গে, সত্বর। ̃ বেগে ক্রি-বিণ. অত্যন্ত দ্রুততার সঙ্গে; সত্বর, বেগে। 70)
দ্রুতি
(p. 426) druti বি. 1 দ্রুততা, ক্ষিপ্রতা; 2 বেগ, গতিময়তা। [সং. √ দ্রু + তি]। 71)
লঘু
(p. 753) laghu বিণ. 1 হালকা, অল্প ওজনবিশিষ্ট (আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া শ. ঘো.) 2 অল্প, পরিমিত, সহজপাচ্য (লঘুভোজন); 3 সামান্য (লঘু পাপ); 4 ক্ষুদ্র খর্ব (লঘুকায়); 5 অগম্ভীর (লঘু সুরের গান); 5 চিন্তাশক্তিহীন (লঘুমস্তিষ্ক, লঘুপ্রকৃতি); 7 মৃদু অথচ ক্ষিপ্র (লঘু বাতাস, লঘু পদক্ষেপ); ̃ সহজবোধ্য (লঘুপাঠ); 9 নীচ, হেয় (লঘুজ্ঞান, লঘুজাতি); 1√ অসার; 11 তরল 12 সূক্ষ্ম; 13 (ব্যাক.) হ্রস্বমাত্রাযুক্ত (লঘুধ্বনি, লঘুস্বর)। [সং. √ লন্ঘ্ + উ]। বি. ̃ .তা, ̃ ত্ব। ̃ .ক্রিয়া বি. সামান্য ব্যাপার (তু. বহ্বারম্ভে লঘুক্রিয়া)। ̃ .গামী (-মিন্) বিণ. দ্রুত ও স্বচ্ছন্দে চলতে পারে এমন। ̃ .গুরু-জ্ঞান, ̃.গুরু-বোধ বি. বয়ঃকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠের মধ্যে তারতম্য সম্বন্ধে ধারণা বা সেই অনুযায়ী উপযুক্ত আচরণ। ̃ .চিত্ত, ̃ .চেতা (-তস্) বিণ. সংকীর্ণমনা; গাম্ভীর্যহীন; ছ্যাবলা। ̃ .জ্ঞান বি. তুচ্ছ বা হেয় বলে মনে করা। ̃ .ত্রিপদী বি. বাংলা ছন্দবিশেষ। ̃ .পদে ক্রি-বিণ. হালকা অথচ ক্ষিপ্র পায়ে। ̃ .পাক বিণ. সহজে হজম হয় এমন, সহজপাচ্য (লঘুপাক খাবার)। ̃ .ভোজন বি. হালকা বা সহজপাচ্য আহার। ̃ .সংগীত বি. হালকা ধরনের সংগীত। ̃ .হস্ত বিণ. শীঘ্রকারী, ক্ষিপ্রহস্ত। 45)
লাঘব
(p. 758) lāghaba বি. 1 হ্রাস, লঘুতা (ভার লাঘব করা, শ্রম লাঘব করা); 2 গৌরবহানি, মর্যাদাহানি (একাজে করলে তোমার সম্মানের লাঘব হবে না); 3 ক্ষিপ্রতা, পটুতা (হস্তলাঘব) [সং. লঘু + অ]। 14)
শাঁই2
(p. 773) śām̐i2 বি. অব্য. ক্ষিপ্রতা বা দ্রুত বেগসূচক, বোঁ (তিরটা শাঁই করে ছুটে গেল)। [ধ্বন্যা]। শাঁই শাঁই অব্য. বি. ক্রি-বিণ. বায়ুপ্রবাহের প্রবল বেগসূচক। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535151
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730941
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883653
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838521
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us