Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝাঁ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝাঁ এর বাংলা অর্থ হলো -

(p. 334) jhā অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট।
[ধ্বন্যা]।
ঝাঁ ঝাঁ বি. 1 তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); 2 জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); 3 অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)।
বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)।
52)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝুল-বারান্দা
(p. 339) jhula-bārāndā বি. বাড়ির উপরতলার যে বারান্দা রাস্তার দিকে ঝুলে থাকে। [বাং. ঝুল + বারান্দা ইং. veranda]। 22)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ঝোলা2
(p. 340) jhōlā2 বিণ. ঢোলা; লম্বা ও ঢিলা (ঝোলা জামা, ঝোলা আস্তিন)। [বাং. ঝুল + আ]। 5)
ঝাঁকা1
(p. 334) jhān̐kā1 বি. বেতে বা বাঁশে তৈরি মোট বয়ার বড় ঝুড়ি (ঝাঁকা-বোঝাই আম)। [হি. ঝাঁকা]। 57)
ঝালা2, ঝালাই
(p. 336) jhālā2, jhālāi বি. 1 পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; 2 ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)। [হি. √ ঝাড়]। ̃ নো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)। 46)
ঝক-ঝক, ঝক-মক
(p. 334) jhaka-jhaka, jhaka-maka বি. 1 তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); 2 অত্যন্ত পরিষ্কারসুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]। ঝক-ঝকানো, ঝক-মকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা। ঝক-ঝকানি, ঝক-মকানি বি. ঝকঝক করার ভাব। ঝক-ঝকে, ঝক-মকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)। 4)
ঝিক-মিক, ঝিকি-মিকি
(p. 336) jhika-mika, jhiki-miki বি. আলোর চঞ্চল দীপ্তি বা প্রভা; মৃদু ঝকমক করার ভাব (জ্যোত্স্নার ঝিকিমিকি, জলে চাঁদের আলো ঝিকমিক করছে)। [দেশি]।
ঝগড়
(p. 334) jhagaḍ় বি. 1 (প্রা. বাং.) ঝগড়া; 2 অপরাধ, ত্রুটি ('কি মোর ঝগড় ভেল': শ্রীকৃ)। [ঝগড়া দ্র] 8)
ঝরনা
(p. 334) jharanā বি. 1 নির্ঝর, ফোয়ারা; 2 প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়। 38)
ঝঞ্ঝাট
ঝাঁকড়-মাকড়, ঝাঁকড়া-মাকড়া
ঝংকার, ঝঙ্কার
(p. 334) jhaṅkāra, jhaṅkāra বি. 1 মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); 2 গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি ('ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ': বি. গু.); 3 তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা ('ঝঙ্কারিবে অলি')। ঝংকৃতি বি. ঝংকার। 3)
ঝল-মল
(p. 334) jhala-mala বি. ঝলকে ঝলকে উজ্জ্বলতার প্রকাশ; ঝকমকানি (আলো ঝলমল করছে)। ঝল-মলা ক্রি. ঝলমলানো, ঝলমল করা। ঝল-মলানো ক্রি. ঝলমল করা। বি. বিণ. উক্ত অর্থে। ঝল-মলানি বি. উজ্জ্বলতা; ঝলমলে ভাব। ঝল-মলে বিণ. ঝলমল করে এমন, উজ্জ্বলতাযুক্ত। 45)
ঝিল-মিল2
(p. 338) jhila-mila2 বি. মৃদু ঝলমল বা ঝিকমিক করার ভাব ('স্পন্দিত নদীজল ঝিলমিল করে;: রবীন্দ্র)। [ঝলমল দ্র]। ঝিলি-মিলি বি. ঝিলমিল, ঝিলমিল করার ভাব (রোদের ঝিলিমিলি)। ঝিল-মিলে বিণ. ঝিলমিল করে এমন। 22)
ঝা়ড়ে-বংশে, ঝাড়ে-মূলে
(p. 336) jhā়ḍ়ē-baṃśē, jhāḍ়ē-mūlē ক্রি-বিণ. একেবারে নির্মূল করে; নির্বংশ বা নিশ্চিহ্ন করে; সম্পূর্ণভাবে (ঝাড়েবংশে শেষ করে দিতে হবে)। [বাং. ঝাড় + সং. মূল + বাং. এ]। 30)
ঝরতি
(p. 334) jharati বি. বাড়তি; গুদাম বা বস্তা থেকে শস্যাদির যে অংশ ঝরে পড়ে যায়। [বাং. ঝরা + তি]। 37)
ঝাঁঝর, ঝাঁঝরা, ঝাঁঝরি
(p. 336) jhān̐jhara, jhān̐jharā, jhān̐jhari দ্র ঝাঁজ3 ও ঝাঁজর2। 9)
ঝোল
(p. 340) jhōla বি. তরল ব্যঞ্জনবিশেষ; জুল, সুপ। [দেশি]। 3)
ঝাঁগুড়-গুড়
(p. 336) jhān̐guḍ়-guḍ় বি. ঢাকের আওয়াজ (অনেক দূর থেকে ভেসে আসছে ঢাকের ঝাঁগুড়গুড়)। [ধ্বন্যা.]। 4)
ঝাঁপি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614719
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us