Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্ষীণ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদূর
(p. 17) adūra বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]। ̃ .দর্শিতা বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের। বি. ̃ .বর্তিতা। ̃ .বদ্ধ-দৃষ্টি বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)। ̃ ভবিষ্যত্ বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future. ̃ স্হ বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর। অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে। 13)
অনু-রণন
(p. 30) anu-raṇana বি. 1 একটি ধ্বনির অনুবর্তী ক্রমশ বিলীয়মান ধ্বনিসমূহ; 2 প্রতিধ্বনি; 3 মৃদু প্রতিধ্বনিজাত ক্ষীণতর ধ্বনিসমূহ। [সং. অনু + √ রণ্ + অন]। অনু-রণিত বিণ. প্রতিধ্বনিত, ঝংকৃত। 26)
অরুন্ধতী
(p. 61) arundhatī বি. সপ্তর্ষিমন্ডলের দ্বারা বেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ; বশিষ্ঠমুনির পত্নী। [সং. ন + √ রুধ্ + ত + ঈ (স্ত্রী.)]। 18)
অর্ভক
(p. 62) arbhaka বি. 1 শিশু; 2 পশুর শাবক; 3 বালক। বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প; 3 দুর্বল, ক্ষীণ; 4 মুর্খ। [সং. √ ঋ + ভ + ক]। 28)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
আধি
(p. 89) ādhi বি. মানসিক পীড়া; দুশ্চিন্তা ('ব্যাধির চেয়ে আধি হল বড়ো': রবীন্দ্র)। [স. আ (=সম্যক্) + ̃ধা + ই] ̃ক্ষীণ বিণ. মনঃপীড়ায় কাতর। ̃. ব্যাধি বি. মানসিক ও দৈহিক পীড়া। 97)
আভাস
(p. 99) ābhāsa বি. 1 ক্ষীণ বা অস্পষ্ট প্রকাশ ('আভাসে দাও দেখা': রবীন্দ্র); 2 ছায়া; 3 ইঙ্গিত (আভাস দেওয়া, আভাস বলা); 4 আভা। [সং. আ + √ ভাস্ + অ]। ̃ মান বিণ. প্রতীয়মান; ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন। আভাসিত বিণ. অস্পষ্টভাবে প্রকাশিত, ঈষত্ প্রকটিত। 42)
কার্শ্য
(p. 186) kārśya বি. 1 কৃশতা; ক্ষীণতা; 2 দারিদ্র; দৈন্য; 3 লকুচ বা মাদার গাছ। [সং. কৃশ + য]। 19)
কৃশ
(p. 204) kṛśa বিণ. 1 শীর্ণ, রোগা ক্ষীণকায় (কৃশকায়); 2 দুর্বল, কাহিল (অনশনকৃশ)। [সং. কৃশ + ত, নি]। ̃. তা বি. শীর্ণতা; দুর্বলতা। 30)
কৃশাঙ্গ
(p. 204) kṛśāṅga বিণ. 1 ক্ষীণকার, শীর্ণকার; দুর্বল বা কাহিল দেহবিশিষ্ট।[সং. কৃশ + অঙ্গ]। বিণ. (স্ত্রী.) কৃশাঙ্গী।
কৃশোদর
(p. 205) kṛśōdara বিণ. ক্ষীণ বা সরু উদরবিশিষ্ট। [সং. কৃশ + উদর]। স্ত্রী. কৃশোদরী। 3)
ক্ষাম
(p. 217) kṣāma বিণ. ক্ষীণতাপ্রাপ্ত, ক্ষয় হয়েছে এমন; কৃশ; দুর্বল। [সং. √ ক্ষৈ + ত]। 27)
ক্ষীণ
(p. 217) kṣīṇa বিণ. 1 ক্ষয়প্রাপ্ত, ক্ষয়িত (ক্ষীণচন্দ্র); 2 শীর্ণ, কৃশ, রোগা (ক্ষীণকায়); 3 সরু (ক্ষীণমধ্যা, ক্ষীণকটি); 4 অত্যল্প, মৃদু; অস্পষ্ট (ক্ষীণ আভাস, ক্ষীণালোক); 5 দুর্বল (ক্ষীণদৃষ্টি)। [সং. √ ক্ষি + ত]। স্ত্রী. ক্ষীণা। বি. ̃ তা। ̃ চন্দ্র বি. ক্ষয়প্রাপ্ত অর্থাত্ কৃষ্ণপক্ষের চাঁদ। ̃ জীবী (-বিন্) অল্পপ্রাণ, দুর্বল, জীবনীশক্তিবিহীন। ̃ শ্বাস বিণ. মুমূর্ষু, যার শ্বাস খুব ক্ষীণ হয়ে এসেছে। ক্ষীণায়ু বিণ. অল্পায়ু। ক্ষীণালোক বি. অস্পষ্ট বা মৃদু আলো। 36)
ক্ষয়
(p. 217) kṣaẏa বি. 1 ধ্বংস, বিনাশ (শত্রুক্ষয়); 2 পরাজয় (অধর্মের ক্ষয়); 3 অপচয়, ক্ষতি (অর্থক্ষয়); 4 হ্রাস, ক্রমশ ক্ষীণ হওয়া (চন্দ্রের ক্ষয়, পেনসিলের সিস ক্ষয় হয়ে আসছে); 5 ক্ষয় রোগ, ক্ষয় কাশি। [সং. √ ক্ষি + অ]। ̃ কাশ বি. যক্ষ্মারোগ, টি.বি.। ̃ ক্ষতি বি. লোকসানাদি। ̃ প্রাপ্ত বিণ. ক্ষয় হয়ে গেছে এমন। ̃ শীল বিণ. ক্রমে ক্ষয় হয়ে যায় এমন। ক্ষয়া-খয়া -র বানানভেদ। ক্ষয়িত বিণ. ক্ষয়প্রাপ্ত। ক্ষয়িষ্ণু বিণ. ক্ষয়শীল। বি. ̃ তা। ক্ষয়ী (-য়িন্) বিণ. ক্ষয়শীল; ভঙ্গুর; নশ্বর। 23)
চালশে
(p. 281) cālaśē বি. চল্লিশ বছর বয়সে যে দৃষ্টিক্ষীণতা জন্মে; বয়সের আধিক্যজনিত দৃষ্টিক্ষীণতা (চালশের চশমা)। [বাং. চল্লিশ + ইয়া এ]। 171)
চিঁ, চিঁচিঁ
(p. 281) ci, n̐cin̐ci অব্য. বি. 1 (প্রধানত পাখির) ক্ষীণ আর্তনাদধ্বনি; 2 দুর্বলতাজনিত ক্ষীণ আর্তনাদধ্বনি। [ধ্বন্যা.]। 191)
ছিনা1
(p. 304) chinā1 (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ̃ জোঁক বি. 1 সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; 2 (আল.) নাছোড়বান্দা লোক। 69)
ঝরা
(p. 334) jharā ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ̃ নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। বি. বিণ. উক্ত দুই অর্থে। 39)
ঝিমকিনি
(p. 338) jhimakini বি. 1 ক্ষীণ ধারায় বৃষ্টি; 2 তন্দ্রার আবেশ বা ঢুলুনি, ঝিমুনি। [দেশি]। 12)
টিম-টিম
(p. 343) ṭima-ṭima বি. মিটমিট করার ভাব (আলোটা টিমটিম করছে)। [ধ্বন্যা. তু. হি. টিমটিমানা]। টিমটিম করা ক্রি. বি. 1 ক্ষীণভাবে জ্বলা; 2 অতিকষ্টে বা কোনোরকমে অস্তিত্ব বজায় রাখা (সারা গ্রামে একটা পাঠশালা টিমটিম করছে)। টিম-টিমে বিণ. টিমটিম করে এমন; ক্ষীণ, অনুজ্জ্বল। 74)
টুঁ
(p. 343) ṭu বি. 1 'টুঁ'-এই শব্দ; সামান্যতম শব্দ (কোথাও টুঁ শব্দ শোনা যাচ্ছে না); 2 ক্ষীণ প্রতিবাদ (কেউ টুঁ শব্দটি করল না)। [ধ্বন্যা.]।
ট্যাঁ
(p. 348) ṭyā বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]। ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না। ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)। 22)
ডমরু
(p. 354) ḍamaru বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ̃ মধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট। 16)
ঢিমা, (কথ্য) ঢিমে
(p. 361) ḍhimā, (kathya) ḍhimē বিণ. 1 মৃদু, ক্ষীণ (ঢিমে আওয়াজ); 2 মন্হর, বিলম্বিত (ঢিমা তালের গান); 3 উদ্যমহীন; অলস, চটপটে নয় এমন (লোকটা ভারী ঢিমে)। [হি. ধীমা]। ̃ তেতালা বি. 1 সংগীতের তালবিশেষ, বিলম্বিত ত্রিতাল; 2 (আল.) অতি ধীর গতি, মন্হর গতি; উদ্যমহীনতা (এত ঢিমেতেতালায় চললে এ কাজ সহজে শেষ হবে না)। 12)
তনু, তনূ
(p. 367) tanu, tanū বি. 1 দেহ; 2 মূর্তি। বিণ. 1 সুন্দর ও কৃশ; 2 কমনীয় (তনুদেহ, 'যেন তনুকায়া অষ্টাদশী': বিষ্ণু)। [সং. √ তন্ + উ, ঊ]। ̃ চ্ছেদ, ̃ ত্র, ̃ ত্রাণ বি. বর্ম, সাঁজোয়া, দেহকে রক্ষা করার আবরণ। ̃ জ বি. তনয়, পুত্র। ̃ জা বি. (স্ত্রী.) কন্যা, তনয়া। ̃ তা বি. কৃশতা, সূক্ষ্মতা। ̃ ত্যাগ বি. দেহত্যাগ, মৃত্যু। ̃ মধ্যা বিণ. বি. (স্ত্রী.) ক্ষীণ কটিবিশিষ্টা বা ক্ষীণ কটিবিশিষ্টা নারী। বি. সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ রুচি বি. দেহের কান্তি বা সৌন্দর্য। ̃ রুহ বি. (দেহ থেকে উত্পন্ন হয় এই অর্থে) 1 লোম; 2 পাখির পালক; 3 পুত্র বা কন্যা। ̃ শ্রী বি. দেহের কান্তি। তনূদ্ভব বি. পুত্র। তনূদ্ভবা বি. (স্ত্রী.) কন্যা। তনূনপাত্ বি. অগ্নি। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534805
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140314
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730495
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942678
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883524
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838455
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696618
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603059

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us