Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অদূর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অদূর এর বাংলা অর্থ হলো -

(p. 17) adūra বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী।
[সং. ন+দূর]।
.দর্শিতা
বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা।
.দর্শী
(-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী।
.বর্তী
(-র্তিন্) বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের।
বি..বর্তিতা।
.বদ্ধ-দৃষ্টি
বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)।
ভবিষ্যত্
বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future.স্হ বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী।
স্পর্শী
(-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর।
অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অসমক্ষে
অবিশ্রান্ত, অবিশ্রাম
অমনো-নয়ন
(p. 55) amanō-naẏana বি. পছন্দের অভাব; মনোনিত না করা; পছন্দ না করা। [সং. ন + মনোনয়ন]। বিণ. অমনো. নীত 46)
অনু-কম্পা
(p. 25) anu-kampā বি. 1 সহানুভূতি; 2 দয়া, অনুগ্রহ। [সং. অনু + √ কম্প্ + ও + আ]। 68)
অসক্ত
(p. 67) asakta বিণ. 1 আসক্তিহীন, অনুরাগ বা প্রীতি নেই এমন; 2 ফলের আকাঙ্ক্ষা নেই এমন; নির্লিপ্ত। [সং. ন + √ সন্জ্ + ত]। 53)
অসৈরন, অসৈলন
(p. 72) asairana, asailana (আঞ্চ. গ্রা.) বি. অসহ্য ব্যাপার। [বাং. অ + সৈরন, সৈলন সহন]। 27)
অলব্ধ
(p. 64) alabdha বিণ. যা লাভ করা হয়নি বা পাওয়া যায়নি, অপ্রাপ্ত। [সং. ন + লব্ধ]। ̃ .প্রবেশ বিণ. প্রবেশের অধিকার পায়নি এমন; প্রবেশ করেনি এমন (কিছু অলব্ধপ্রবেশ শব্দকে অভিধানে স্হান দিতে হবে)। 14)
অসমান
(p. 70) asamāna বিণ. 1 সমান বা একরকম নয় এমন; 2 অসমতল (অসমান পথ); 3 বাঁকা, বক্র (লাইনটা অসমান হল)। [সং. ন + সমান]। 15)
অমনুষ্য
অভি-শাপ
অপার-দর্শী
(p. 40) apāra-darśī (-র্শিন্) বিণ. অদক্ষ, পটু নয় এমন। [সং. ন + পারদর্শিন্]। বি. অপার-দর্শিতা। 18)
অবচ্ছিন্ন
অবান্তর
অপুষ্যি
(p. 40) apuṣyi বি. কুপোষ্য (তোমার মতো অপুষ্যিকে আর খাওয়াতে পারব না)। [বাং. অ + পুষ্যি]। 35)
অসমর্থিত
(p. 70) asamarthita বিণ. অনুমোদিত বা স্বীকৃত নয় এমন (অসমর্থিত সংবাদ)। [সং. ন + সমর্থিত]। 12)
অনারম্ভ
(p. 25) anārambha বি. 1 আরম্ভের অভাব, আরম্ভ না হওয়া বা না করা; 2 আরম্ভেই যেখানে বিঘ্ন। [সং. ন + আরম্ভ]। 8)
অপাক
(p. 40) apāka বি. অজীর্ণ রোগ; অপক্ক অবস্হা। বিণ. অজীর্ণ; অপক্ক। [সং. ন + পাক]। 2)
অস্তোন্মুখ
(p. 73) astōnmukha বিণ. অস্তে যাচ্ছে এমন। [সং. অস্ত + উন্মুখ]। 13)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণউষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অব-দারণ
(p. 44) aba-dāraṇa বি. 1 বিদারণ, বিদীর্ণ করা; 2 খনন। [সং. অব + √ দৃ + ণিচ্ + অন]। বিণ. অব-দীর্ণ। অব-দারণী বি. অবদারণ করার বা খোঁড়ার অস্ত্র; শাবল; কোদাল ইত্যাদি অস্ত্র। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578351
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186128
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786406
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027584
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901306
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848269
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620535

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us