Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্ষীণতার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদূর
(p. 17) adūra বিণ. দূর নয় এমন, কাছের, নিকটবর্তী। [সং. ন+দূর]। ̃ .দর্শিতা বি. ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করার ক্ষমতার অভাব; দূরের বিষয় সম্বন্ধে চিন্তা না করা। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. যে দুরের ব্যাপার সম্বন্ধে চিন্তাভাবনা করে না; যে ভবিষ্যত্ সম্বন্ধে চিন্তাভাবনা করে না; অপরিণামদর্শনী; হঠকারী। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত নয় এমন, কাছের। বি. ̃ .বর্তিতা। ̃ .বদ্ধ-দৃষ্টি বি. দৃষ্টিক্ষীণতা, short-sightedness (বি. প.)। ̃ ভবিষ্যত্ বি. যে ভবিষ্যত্ দূরে নয়; অনতিবিলম্ব; পরবর্তী যে সময় আগতপ্রায়, near future. ̃ স্হ বিণ. দূরে অবস্হিত নয় এমন; কাছের; নিকটবর্তী। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. দূরকে স্পর্শ করে না বা দূরে অর্থাত্ গভীরে যায় না এমন; ভাসা-ভাসা, উপর-উপর, অগভীর। অদূরে ক্রি-বিণ. দূরে নয় এমন, কাছে, নিকটে। 13)
অনু-রণন
(p. 30) anu-raṇana বি. 1 একটি ধ্বনির অনুবর্তী ক্রমশ বিলীয়মান ধ্বনিসমূহ; 2 প্রতিধ্বনি; 3 মৃদু প্রতিধ্বনিজাত ক্ষীণতর ধ্বনিসমূহ। [সং. অনু + √ রণ্ + অন]। অনু-রণিত বিণ. প্রতিধ্বনিত, ঝংকৃত। 26)
কার্শ্য
(p. 186) kārśya বি. 1 কৃশতা; ক্ষীণতা; 2 দারিদ্র; দৈন্য; 3 লকুচ বা মাদার গাছ। [সং. কৃশ + য]। 19)
ক্ষাম
(p. 217) kṣāma বিণ. ক্ষীণতাপ্রাপ্ত, ক্ষয় হয়েছে এমন; কৃশ; দুর্বল। [সং. √ ক্ষৈ + ত]। 27)
চালশে
(p. 281) cālaśē বি. চল্লিশ বছর বয়সে যে দৃষ্টিক্ষীণতা জন্মে; বয়সের আধিক্যজনিত দৃষ্টিক্ষীণতা (চালশের চশমা)। [বাং. চল্লিশ + ইয়া এ]। 171)
ট্যাঁ
(p. 348) ṭyā বি. ছোট শিশুর কান্নার ধ্বনি। [ধ্বন্যা.]। ট্যাঁ ট্যাঁ বি. ক্রমাগত ট্যাঁ ধ্বনিযোগে কান্না। ট্যাঁফো বি. ক্ষীণতম প্রতিবাদ, উচ্চবাচ্য (একদম ট্যাঁফো করবে না।)। 22)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
দুর্বলতা
(p. 414) durbalatā বি. 1 বল বা শক্তির অভাব; 2 ক্ষীণতা, মৃদুতা; 3 রুগ্ণভাব; 4 পক্ষপাত, আসক্তি (আমার প্রতি তাঁর একটা দুর্বলতা আছে)। [সং. দুর্ + বল + তা]। 40)
মিন-মিন
(p. 705) mina-mina বি. ক্ষীণতা বা দুর্বলতার লক্ষণ প্রকাশক (মিনমিন করে কথা বলা)। [ধ্বন্যা.]। মিন-মিনে বিণ. 1 মিনমিন করে এমন (মিনমিনে লোকের মনোভাব বোঝা দায়); 2 ক্ষীণতা দুর্বলতা বা নিরীহতা প্রকাশক (মিনমিনে স্বভাব)। 19)
হিম
(p. 869) hima বি. 1 শীতঋতু (হিমাগম); 2 তুষার (হিমপাত); 3 শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়); 4 শিশির। বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)। [সং. হিম + অ]। ̃ কর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। ̃ গিরি, ̃ বান (-বত্), ̃ শৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়। ̃ পাত বি. তুষারপতন। ̃ বাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা। ̃ মণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)। ̃ রেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)। ̃ শিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা (হিমশিম খাওয়া)। ̃ শিলা বি. তুষার, করকা। ̃ শীতল বিণ. তুষারের মতো ঠাণ্ডা। ̃ সাগর বি. 1 তুষার সমুদ্র; 2 (আল.) প্রবল শৈত্য; 3 এক জাতের উত্কৃষ্ট আম; 4 মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ। হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। হিমাগম বি. হেমন্তকাল; শীতঋতু। হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত। বি. তাপহীন বা প্রাণহীন দেহ। হিমাচল বি. 1 হিমালয় পর্বত; 2 পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ। হিমাদ্রি বি. হিমালয়-পর্বতশ্রেণি। হিমানি বি. তুষারপুঞ্জ, বরফ। হিমালয় দ্র হিমগিরি। হিমালয়নন্দিনী বি. দুর্গাদেবী। হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534942
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140484
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730703
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942909
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696671
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603088

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us