Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খেয়ালে': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবার
(p. 99) ābāra ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]। 8)
আলা-ভোলা
(p. 106) ālā-bhōlā বিণ. 1 সাদাসিধে, সরল; 2 কোনো দিকে খেয়াল নেই এমন; উদাসীন; 3 অল্পেই তুষ্ট। সাদাসিধে বা বেখেয়ালি লোক। [হি. বালা ভোলা]। 25)
কাছা2
(p. 178) kāchā2 বি. পরিধেয় বস্ত্রের যে-অংশ কোমরের পিছনদিকে গোঁজা থাকে। [সং. কচ্ছ প্রা. কচ্ছা]। কাছা-আলগা বিণ. অসাবধান, বেখেয়ালি (কাছা-আলগা লোক)। ̃ ধরা বিণ. তোষামোদকারী; পরাশ্রয়ী। 13)
খাম-খেয়াল
(p. 226) khāma-khēẏāla বি. চিত্তের অস্হিরতা; হঠাত্ বা অদ্ভুত খেয়াল; অদ্ভুত বা অসার কল্পনা।[ফা. খাম্ + আ. খেয়াল]। খাম-খেয়ালি বিণ. অদ্ভুত খেয়ালবিশিষ্ট; খেয়ালের বশে হঠাত্ হঠাত্ কোনো কাজ করে বসে এমন (আমার বাবা ছিলেন খুব খামখেয়ালি লোক)। খাম-খেয়ালি-পনা বি. খেয়ালি বা খামখেয়ালি স্বভাব (খামখেয়ালিপনার জন্য তার যথেষ্ট ক্ষতি হয়েছে)। 67)
খেয়াল
(p. 232) khēẏāla বি. 1 কল্পনা; স্বপ্ন; 2 জ্ঞান, হুঁশ, চেতনা (কখন বেলা গেল খেয়ালই ছিল না) ; 3 স্মরণ (কী বলেছিলাম খেয়াল নেই); 4 প্রবৃত্তি, ঝোঁক (বদখেয়াল); 5 মরজি, খুশি, ইচ্ছা (আপন খেয়ালে চলা); 6 অসাধারণ ব্যাপার (প্রকৃতির খেয়াল, বড়মানুষি খেয়াল); 7 (প্রচলিত বিশ্বাস অনুযায়ী) আমির খসরু ও সুলতান হোসেন কর্তৃক প্রবর্তিত উচ্চাঙ্গ সংগীতবিশেষ। [আ. খয়াল্]। খেয়ালি বি. খেয়ালগায়ক, খেয়ালিয়া। বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক; অব্যবস্হিতচিত্ত (ভারি খেয়ালি লোক)। ̃ খুশি বি. যেমন ইচ্ছা তেমন করা; খামখেয়াল। খেয়ালিয়া বি. খেয়াল-গাইয়ে। 37)
তুঘলকি
(p. 375) tughalaki বিণ. বি. খামখেয়ালিপূর্ণ বা খামখেয়ালিপূর্ণ কাজ (তুঘলকি চলছে, তুঘলকি কাজকারবার চলছে)। [(মহম্মদ-বিন-) তুঘলক + বাং. ই]। 180)
দুরত্যয়
(p. 413) duratyaẏa বিণ. দুরতিক্রম্য, দুস্তর, দুর্লঙ্ঘ্য ('দুরত্যয় মরুকুঞ্জ নিরখিবে দুর্মর খেয়ালে': সু. দ.)। [সং. দুর্ + অত্যয় (=অতিক্রমণ)]। 2)
বেখেয়াল
(p. 633) bēkhēẏāla বি. খেয়াল বা লক্ষ্য না থাকা, অন্যমনস্কতা, অসাবধানতা (আমার বেখেয়ালের জন্যেই জিনিসটা ভাঙল)। বিণ. অসাবধান; ভুলো, অন্যমনস্ক। [ফা. বে + আ. খ'য়াল]। বেখেয়ালে বিণ. অসাবধান, অন্যমনস্ক। 120)
বেহুঁশ
(p. 642) bēhum̐śa বিণ. 1 হুঁশ নেই এমন, খেয়ালহীন; 2 অচৈতন্য, মূর্ছিত, চেতনাহীন (আঘাত পেয়ে বেহুঁশ)। [ফা. বে + আ. হোশ]। 66)
মরজি
(p. 685) maraji বি. ইচ্ছা, খুশি, অভিরুচি (মরজিমতো কাজ, যেমন মরজি তেমন করুন)। [আ. মর্জী]। ̃ .মাফিক বিণ. 1 ইচ্ছামতন, খেয়ালখুশি অনুযায়ী; 2 মনোমতো। 27)
স্বেচ্ছা
(p. 855) sbēcchā বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা। [সং. স্ব + ইচ্ছা]। ̃ কৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে। ̃ চার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার। ̃ চারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী। স্ত্রী. ̃ চারিণী। বিণ. ̃ চারিতা। ̃ ধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন। ̃ নু-বর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী। স্ত্রী. ̃ নু-বর্তিনী। বি. ̃ নু-বর্তিতা। ̃ প্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত। ̃ মৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু। ̃ ব্রতী, ̃ সেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer. স্ত্রী. ̃ সেবিকা, ̃ সেবকা। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534964
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140499
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730724
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942931
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883592
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838494
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696680
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us