Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুরত্যয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দুরত্যয় এর বাংলা অর্থ হলো -

(p. 413) duratyaẏa বিণ. দুরতিক্রম্য, দুস্তর, দুর্লঙ্ঘ্য ('দুরত্যয় মরুকুঞ্জ নিরখিবে দুর্মর খেয়ালে': সু. দ.)।
[সং. দুর্ + অত্যয় (=অতিক্রমণ)]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুর্বচন
(p. 414) durbacana বি. 1 কটু কথা, অশিষ্ট বা উদ্ধত কথা; 2 গালি। বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী, উদ্ধত বা অশিষ্ট কথা বলে এমন। [সং. দুর্ + বচন]। 37)
দিল2
(p. 408) dila2 বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। বি. প্রেমিক। 41)
দীপাধার
দিগ্বধূ, দিগ্-বধূ
দোহদ
দানো
(p. 402) dānō বি. 1 দানব -এর কথ্য রূপ (দত্যিদানো); 2 অপদেবতা। [সং. দানব দানও]। দানোয় পাওয়া ক্রি. বি. (কুসংস্কারে) অপদেবতার প্রভাবে পড়া। 80)
দ্ব্যাহিক
(p. 426) dbyāhika বিণ. 1 দুইদিন ব্যাপী; 2 দুইদিন অন্তর ঘটে এমন। [সং. দ্ব্যহ + ইক]। 49)
দুলুনি
(p. 416) duluni বি. দোলা, দোলন, দোল (পালকির দুলুনি)। [দুলা দ্র]। 19)
দুষ্প্রমেয়
(p. 416) duṣpramēẏa বিণ. অপরিমেয়, পরিমাপ নির্ধারণ করা যায় না এমন। [সং. দুর্ + প্রমেয়]। বি. ̃ তা। 48)
দণ্ডাজ্ঞা, দণ্ডাদেশ
দাঁড়া৩
(p. 402) dān̐ḍ়ā3 ক্রি. দাঁড়ানো। [ সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 31)
দোকান
(p. 421) dōkāna বি. জিনিসপত্র কেনাবেচার স্হান বা গৃহ, বিপণি, পণ্যশালা। [ফা. দুকান]। দোকান করা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা (ওখানে আমি একটা দোকান করেছি); 2 দোকান বা বাজার থেকে জিনিসপত্র কিনে আনা। দোকান খোলা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা; 2 দোকানের দৈনন্দিন বেচার কাজ আরম্ভ করা। দোকান তোলা ক্রি. বি. দৈনন্দিন বেচাকেনার পর দোকান বন্ধ করা। ̃ দার, দোকানি বি. দোকানের মালিক; পণ্যবিক্রেতা। ̃ দারি বি. 1 দোকানদারের বৃত্তি বা কাজ; 2 স্বার্থপর আচরণ; 3 কেবল আর্থিক লাভালাভের হিসাব। বিণ. দোকানদারসুলভ। দোকান দেওয়া ক্রি. বি. দোকান স্হাপন করা। ̃ পাট বি. দোকান এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা পণ্য। ̃ হাট বি. বাজারদোকানপাট (রবিবারে দোকানহাট বন্ধ থাকে)। দোকানহাট করা ক্রি. বি. দোকানবাজার থেকে জিনিসপত্র কেনা। 73)
দ্বারিকা, দ্বারিকানাথ
(p. 426) dbārikā, dbārikānātha দ্র দ্বারকা। 21)
দুর্গত
(p. 414) durgata বিণ. 1 দুর্দশাগ্রস্ত, বিপন্ন; 2 দরিদ্র; 3 দুঃখী। [সং. দুর্ + √ গম্ + ত]। 7)
দংশক
(p. 395) daṃśaka বিণ. দংশনকারী, যে কামড়ায়। বি. ডাঁশ, বড় মশা। [সং. √ দন্শ্ + অক]। 8)
দুর্বিনেয়
(p. 414) durbinēẏa বিণ. বিনীত বা দমিত করা যায় না এমন, দুর্দমনীয় (দুর্বিনেয় আবেগ, দুর্বিনেয় কামনা)। [সং. দুর্ + বি + √ নী + য]। 52)
দুষ্কৃতী
(p. 416) duṣkṛtī (-তিন্) বিণ. দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী; পাপী। [সং. দুর্ + কৃত + ইন্]। 36)
দোটানা, দোতরফা
(p. 421) dōṭānā, dōtaraphā দ্র দু। 79)
দোরঙা
(p. 421) dōraṅā বিণ. দুই রংবিশিষ্ট (দোরঙা শাল)। [বাং. দু (দো) + রং + আ]। 105)
দক্ষিণাবহ
(p. 395) dakṣiṇābaha বি. দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু, মলয়বায়ু। [সং. দক্ষিণ + আ + √ বহ্ + অ]।
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578165
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185972
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786215
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027440
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901258
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848226
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708686
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620480

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us