Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুনতি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগুনতি, অগুন্তি-অগনতি
(p. 6) agunati, agunti-aganati র রূপভেদ। 28)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আগ্নেয়
(p. 82) āgnēẏa বিণ. 1 আগুনসম্বন্ধীয়; 2 অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); 3 আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); 4 আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)। [সং. অগ্নি + এয়]। ̃ .গিরি বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano. আগ্নেয়াস্ত্র বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র। 69)
উসকা
(p. 139) usakā ক্রি. 1 বাড়িয়ে দেওয়া (আগুনটা উসকে দাও); 2 উত্তেজিত করা; 3 প্ররোচিত করা (তুমি কেন ছেলেটাকে উসকে দিচ্ছ ?); 4 (ফোঁড়া ইত্যাদির মুখ) খোঁচা দিয়ে ফাটিয়ে দেওয়া। [বাং. √ উসকা]। ̃ নো ক্রি. বি. প্ররোচনা; উত্তেজিত করা। বিণ. প্ররোচিত; উত্তেজিত; বর্ধিত। উসকানি বি. প্রবর্ধন; উত্তেজনা; প্ররোচনা (তোমার উসকানিতেই ছেলেটা এ কাজ করেছে)। 17)
গনা, গণা
(p. 240) ganā, gaṇā ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ̃ গনতি, ̃ গুনতি, ̃ গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন। 8)
গুঞ্জন
(p. 250) guñjana বি. 1 গুনগুন রব; 2 অস্পষ্ট মধুর ধ্বনি (মধুকর গুঞ্জন) ; 3 ঝংকার। [সং. √গুঞ্জ্ + অন]। 47)
গুঞ্জরন
(p. 250) guñjarana বি. গুনগুন শব্দ; ঝংকার। [বাং. গুঞ্জর + অন]। 48)
গুঞ্জরা
(p. 250) guñjarā ক্রি. (কাব্যে) গুনগুন শব্দ করা (ভ্রমর গুঞ্জরে, 'গুঞ্জরে অলিকুল')। [হি. গুংজর সং. √গুঞ্জ্]। গুঞ্জরিত বিণ. গুঞ্জিত, ঝঙ্কৃত (গীতধ্বনি গুঞ্জরিত)। 49)
গুণতি, গুণা
(p. 250) guṇati, guṇā যথাক্রমে গুনতি ও গুনা1 দ্র। 68)
গুনতি
(p. 250) gunati বি. গণনা, সংখ্যা নির্ণয়, গোনা (গুনতিতে বেশি)। [বাং. √গুণ্ (সং. √গুণ্) + তি]। 92)
গুনা1
(p. 250) gunā1 বি. তার, ধাতুনির্মিত সুতো। [সং. গুণ]। 93)
গুনা2, গুনাহ
(p. 250) gunā2, gunāha বি. দোষ, অপরাধ; পাপ। [ফা. গুনহ্]। ̃ গার, ̃ গারি বি. অপরাধ বা পাপের শাস্তি; আক্কেল সেলামি (একগাদা টাকা গুনাগার দিতে হল)। 94)
গুনিন
(p. 250) gunina বি. মন্ত্রতন্ত্রজ্ঞ ব্যক্তি, তুকতাক বা 'গুণ' করতে জানে এমন লোক। [সং. গুণিন্]।
ঝিমা
(p. 338) jhimā ক্রি. ঝিমানো। [বাং. ঝিম্ + আ]। ̃ নো ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশে চোখ বুজে ঢোলা; নিস্তেজ বা নিরুদ্যম হওয়া (আগুনটা ঝিমিয়ে গেছে; কী ব্যাপার, ঝিমিয়ে পড়লে কেন?)। ঝিমানি, ঝিমুনি বি. তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাবেশে ঢুলুনি। 14)
তেলে-ভাজা
(p. 375) tēlē-bhājā বি. বেগুন পটোল প্রভৃতিতে বেসনের প্রলেপ মাখিয়ে ও তেলে ভেজে তৈরি খাবার অর্থাত্ বেগুনি ফুলুরি আলুর চপ ইত্যাদি। বিণ. (আল.) রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ ধারণ করেছে এমন (তেলেভাজা চেহারা)। [বাং. তেল + এ বিভক্তি + ভাজা]। 319)
দোল
(p. 421) dōla বি. 1 দোলন, দোলা, ঝুলন, আন্দোলন (দোল দেওয়া); 2 ফাল্গুনি পূর্ণিমার শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব, দোলযাত্রা, হোলি। [সং. √ দুল্ + ণিচ্ + অ]। ̃ দুর্গোত্সব বি. 1 দোল এবং দুর্গাপূজা; 2 (গৌণার্থে) নানাবিধ উত্সব (তোমাদের তো দোলদুর্গোত্সব লেগেই আছে)। ̃ মঞ্চ বি. যে বেদির উপর দোলযাত্রা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের দোলা ঝুলানো হয়। ̃ যাত্রা বি. শ্রীকৃষ্ণের ঝুলন উত্সব। 109)
পিয়াজ, পিঁয়াজ
(p. 522) piẏāja, pim̐ẏāja বি. উগ্র ঝাঁঝালো গন্ধযুক্ত কন্দবিশেষ, পলাণ্ডু। [ফা. পিয়াজ]। ̃ কলি বি. পিঁয়াজগাছের ডাঁটা। পিয়াজি, পিঁয়াজি বি. 1 প্রধানত পিঁয়াজ দিয়ে প্রস্তুত বড়াবিশেষ; 2 (কথ্য) ইয়ারকি ফাজলামি। বিণ. পিঁয়াজ রঙের, ফিকে বেগুনি। 9)
প্রমাদ
(p. 548) pramāda বি. 1 অনবধানতা; 2 ভুলভ্রান্তি (মুদ্রণ প্রমাদ); 3 বিস্মৃতি; 4 বিমূঢ়তা; 5 প্রমত্ততা; 6 বিপদ (মনে মনে প্রমাদ গুনলাম)। [সং. প্র + √ মদ্ + অ]। 48)
ফাল্গুন
(p. 565) phālguna বি. 1 বাংলা বছরের একাদশ মাস; 2 তৃতীয় পাণ্ডব অর্জুন। [সং. ফল্গুনী (নক্ষত্র) + অ]। ফাল্গুনি বি. অর্জুন। ফাল্গুনী বি. 1 ফাল্গুন মাসের পূর্ণিমা, বাসন্তী পূর্ণিমা; 2 বসন্ত, মধুমাস বা মধুমাসের পরিবেশ ('তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী': রবীন্দ্র)। 3)
বৃন্তাক
(p. 633) bṛntāka বি. বেগুন বা বেগুনগাছ। [সং. বৃন্ত + অক + অ]। 72)
বৃহত্
(p. 633) bṛhat বিণ. 1 প্রকাণ্ড, বড়ো (বৃহত্ অট্টালিকা); 2 মহত্, উদার (বৃহত্ হৃদয়); 3 সমারোহপূর্ণ (বৃহত্ ব্যাপার, বৃহত্ আয়োজন)। [সং. √ বৃহ্ + অত্]। বৃহতী বিণ. (স্ত্রী.) প্রকাণ্ড; মহতী। বি. ছোটো বেগুনবিশেষ। বৃহত্ত্ব বি. প্রকাণ্ডতা, বিশালতা। বৃহত্তর বিণ. 1 অপেক্ষাকৃত বৃহত্, আরও বৃহত্ (বৃহত্তর আন্দোলন); 2 বিস্তৃততর (বৃহত্তর ভারত)। বৃহত্তম বিণ. সবচেয়ে বৃহত্ (বৃহত্তম দেশ, বৃহত্তম সমুদ্র)। 85)
বেগুন
(p. 633) bēguna বি. ব্যঞ্জন রেঁধে খাওয়ার সবজিফলবিশেষ, বার্তাকু। [আঞ্চ. বাইগুন সং. বাতিঙ্গন]। বেগুনি বিণ. বেগুনের খোসার মতো লালচে নীল বর্ণ, violet. বি. 1 উক্ত বর্ণ; 2 বেসনে মাখিয়ে ভাজা বেগুনের পাতলা ফালি। 129)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614806
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227951
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839940
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098994
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916383
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856877
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719497
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649178

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us