Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শিব এর বাংলা অর্থ হলো -

(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ।
বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর।
[সং. √ শী + ব]।
শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা।
চতুর্দশী
বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী।
জ্ঞান
বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র।
ত্ব বি. শিবের চরিত্রব্যক্তিত্ব।
ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু।
নেত্র
বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি।
পুরী,লোক
বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী।
প্রিয়া
বি. দুর্গাদেবী।
বাহন
বি. বৃষ, ষাঁড়।
রাত্রি
বি. শিবচতুর্দশীর রাত্রি।
শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর।
লিঙ্গ
বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি।
শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান।
শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী।
শিবানী বি. (স্ত্রী.) দুর্গা।
শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ।
শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী।
শিবেতর বি. অশুভ, অমঙ্গল।
শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন।
78)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শনি
শুধা1
(p. 781) śudhā1 ক্রি. (ঋণাদি) পরিশোধ করা ('শুধেছি কঠিন ঋণ': রবীন্দ্র)। বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শুধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. পরিশোধ করানো। 39)
শ্রমণ
শোলা
(p. 786) śōlā বি. 1 জলজ উদ্ভিদবিশেষ; 2 উক্ত উদ্ভিদের পলকা ও নরম কাঠ (শোলা শিল্প)। [হি. সোলা]। 3)
শাদি
(p. 773) śādi বি. বিবাহ, পরিণয় (বিয়ে শাদি এখন করেনি)। [ফা. শাদী]। 54)
শহিদ
শর্বরী
(p. 772) śarbarī বি. 1 রাত্রি, রজনী ('দেখা দিল রাজদণ্ডরূপে, পোহালে শর্বরী': রবীন্দ্র); 2 নারী। [সং. √ শৃ + বর + ঈ]। 24)
শুক-নাস
(p. 781) śuka-nāsa বিণ. টিয়া পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণবাঁকানো নাকবিশিষ্ট। [সং. শুক + নাস]। 21)
শালিধান
(p. 776) śālidhāna দ্র শালি2। 14)
শিহর
(p. 779) śihara বি. (মূলত কাব্যে) রোমাঞ্চ বা কম্পন, শিহরন। [শিহরন দ্র]। 48)
শোষক
(p. 786) śōṣaka দ্র শোষণ। 5)
শূলাগ্র, শূলিনী, শূলী, শূল্য
(p. 783) śūlāgra, śūlinī, śūlī, śūlya দ্র শূল। 25)
শয়ন
(p. 769) śaẏana বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো ('প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে': রবীন্দ্র)। [সং. √ শী + অন]। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ মন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর। ̃ কাল বি. ঘুমের সময়। ̃ ভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা। শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় ('কণ্টকিত শয়নীয়ে শুয়ে': সু. দ.)। 60)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্যমারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ীপ্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শময়িতা
(p. 769) śamaẏitā (-তৃ) বিণ. 1 উপশমকারী, নিবারক; 2 দমনকারী, বিনাশক। [সং. √ শম্ + ণিচ্ + তৃ]। 49)
শটি, (বর্জি.) শটী
(p. 769) śaṭi, (barji.) śaṭī বি. হলুদজাতীয় ওষধিবিশেষ বা তার কন্দ যা থেকে পালো তৈরি হয়। [সং. √ শট্ + ই]। ̃ ফুড বি. শটি থেকে প্রস্তুত পালো। 14)
শাল্মলি, শাল্মলী
(p. 776) śālmali, śālmalī বি. 1 শিমুলগাছ; 2 পুরাণোক্ত সপ্তদ্বীপের অন্যতম। [সং. √ শাল্ + মল, ই, ঈ]। 21)
শোধন
(p. 784) śōdhana বি. 1 পবিত্র বা নির্মল করা; 2 সংস্কার; 3 ভুল দূরীকরণ, সংশোধন; 4 (ঋণাদি) পরিশোধ। [সং. √ শুধ্ + অন]। শোধনি বি. (স্ত্রী.) সম্মার্জনী, ঝাঁটা। শোধনীয়, শোধ্য বিণ. শোধনযোগ্য; শোধন বা শোধ করতে হবে এমন। শোধিত বিণ. শোধন বা শোধ করা হয়েছে এমন। 51)
শিশা
(p. 779) śiśā বি. কাচ। [ফা. শীসহ্]। 33)
শাহেনশা, শাহেনশাহ
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072193
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768025
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365458
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720814
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697658
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594374
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544556
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন