Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শিব এর বাংলা অর্থ হলো -

(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ।
বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর।
[সং. √ শী + ব]।
শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা।
চতুর্দশী
বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী।
জ্ঞান
বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র।
ত্ব বি. শিবের চরিত্রব্যক্তিত্ব।
ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু।
নেত্র
বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি।
পুরী,লোক
বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী।
প্রিয়া
বি. দুর্গাদেবী।
বাহন
বি. বৃষ, ষাঁড়।
রাত্রি
বি. শিবচতুর্দশীর রাত্রি।
শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর।
লিঙ্গ
বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি।
শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান।
শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী।
শিবানী বি. (স্ত্রী.) দুর্গা।
শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ।
শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী।
শিবেতর বি. অশুভ, অমঙ্গল।
শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন।
78)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শম্পা
(p. 769) śampā বি. বিদ্যুত্, বিজলি। [সং. √ শম্ + পা]। 53)
শান্তি
(p. 773) śānti বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনাকামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ̃ জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ̃ পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ̃ প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ̃ রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। বি. কোতোয়াল; পুলিশ। ̃ রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদবিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ̃ স্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন। ̃ স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা। 63)
শমী1
(p. 769) śamī1 দ্র শম। 52)
শোল
শম
শমিত
(p. 769) śamita বিণ. 1 প্রশমিত, নিবারিত; 2 দমিত, বিনাশিত। [সং. √ শম্ + ণিচ্ + ত]। স্ত্রী. শমিতা। 51)
শয্যা
(p. 769) śayyā বি. 1 বিছানা; 2 যার উপরে বা যেখানে শয়ন করা হয় (ধুলিশয্যা, শরশয্যা); 3 শয়ন (শয্যাগৃহ)। [সং. √ শী + য + আ]। ̃ কণ্টক, ̃ কণ্টকী বি. যে ব্যাধিতে বিছানায় শুলে গায়ো কাঁটা বেঁধে বলে মনে হয়। ̃ কীট বি. ছারপোকা। ̃ গত বিণ. 1 বিছানায় শুয়ে আছে এমন; 2 (পীড়াদির জন্য) বিছানা থেকে উঠতে অক্ষম। স্ত্রী. ̃ গতা। গার, ̃ গৃহ বি. ঘুমাবার জন্য নির্দিষ্ট কক্ষ। ̃ তল বি. 1 বিছানার তলদেশ; 2 বিছানার উপরিভাগ (শয্যাতলে লুটিয়ে পড়ল)। ̃ তুলুনি বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার বাবদ বরের কাছ থেকে কন্যাপক্ষীয় নারীদের প্রাপ্য অর্থ। ̃ তোলা বি. বিবাহের পরদিন ভোরে বরবধুর বাসরের শয্যা তোলার স্ত্রী-আচারবিশেষ। ̃ রচনা বি. বিছানা পাতা। ̃ শায়ী (-য়িন্) শয্যাগত -র অনুরূপ। স্ত্রী. ̃ শায়িনী। ̃ সঙ্গিনী বি. 1 স্ত্রী, পত্নী; 2 যে-স্ত্রীলোক রাতের শয্যায় সঙ্গিনী হয়। ̃ স্তরণ বি. বিছানার চাদর। 58)
শতাক্ষী
(p. 769) śatākṣī বিণ. একশত চক্ষুবিশিষ্ট। বি. 1 শতপুষ্পা; 2 দুর্গা। [সং. শত + অক্ষী]। 23)
শক্কর
(p. 768) śakkara বি. অপরিষ্কৃত চিনি। [ সং. শর্করা]। 17)
শ্ব2
(p. 786) śba2 বি. কুকুর (শ্বদন্ত)। [সং. শ্বন্]। 26)
শমি
(p. 769) śami বি. বাবলাজাতীয় গাছবিশেষ, শাঁই গাছ যার কাঠ দিয়ে যজ্ঞাগ্নি জ্বালানো হয়। [সং. √ শম্ + ই]। 50)
শতাঙ্গ
শিউলি1, (বর্জি.) শিউলী
(p. 776) śiuli1, (barji.) śiulī বি. খেজুর গাছ কেটে রস সংগ্রহকারী হিন্দু জাতিবিশেষ। [দেশি]। 40)
শাল৪
(p. 776) śāla4 বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. √ শাল্ + অ]। ̃ তি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ। ̃ নির্যাস বি. ধুনো। ̃ পাতা বি. (সাধারণত পাত্র হিসাবে ব্যবহৃত শালগাছের বড়ো পাতা)। ̃ প্রাংশু বিণ. (দেহ বা অঙ্গ সম্বন্ধে) শালগাছের মতো দীর্ঘাকার। ̃ বন বি. যে বনে প্রচুর শালগাছ আছে। শালের কোঁড়া শালগাছের তেজি চারা। 6)
শামা1
(p. 773) śāmā1 বি. প্রদীপ, বাতি। [আ.]। ̃ দান বি. শেজ, দীপাধার। শামাপোকা দ্র শ্যামা2। 75)
শরা-ফত
শালিক, (অপ্র.) শালিখ
শাশ্বত
শোভ-মান
শাঁখ, শাঁক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227937
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098933
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916360
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719478
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649157

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us