Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শিব এর বাংলা অর্থ হলো -

(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ।
বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর।
[সং. √ শী + ব]।
শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা।
চতুর্দশী
বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী।
জ্ঞান
বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র।
ত্ব বি. শিবের চরিত্রব্যক্তিত্ব।
ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু।
নেত্র
বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি।
পুরী,লোক
বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী।
প্রিয়া
বি. দুর্গাদেবী।
বাহন
বি. বৃষ, ষাঁড়।
রাত্রি
বি. শিবচতুর্দশীর রাত্রি।
শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর।
লিঙ্গ
বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি।
শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান।
শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী।
শিবানী বি. (স্ত্রী.) দুর্গা।
শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ।
শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী।
শিবেতর বি. অশুভ, অমঙ্গল।
শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন।
78)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শুষা, শোষা
(p. 783) śuṣā, śōṣā ক্রি. বি. 1 রস টেনে নিয়ে শুকনো করা (শুষে নেওয়া, জল শোষে); 2 শুষ্ক হওয়া (ভিজে কাপড় হাওয়ায় শুষবে)। বিণ. উক্ত অর্থে। [শোষণ দ্র]। ̃ নো ক্রি. বি. (তরল পদার্থ) টেনে নেওয়ানো বা টেনে শুষ্ক করানো। বিণ. উক্ত অর্থে। 13)
শ্যামা2
শাদি
(p. 773) śādi বি. বিবাহ, পরিণয় (বিয়ে শাদি এখন করেনি)। [ফা. শাদী]। 54)
শিয়া-কুল
(p. 776) śiẏā-kula বি. বুনো কাঁটাগাছবিশেষ। [সং. শৃগালকোলি]।
শাহি
(p. 776) śāhi দ্র শাহ। 37)
শেঠ
শালীন
(p. 776) śālīna বিণ. লজ্জাশীল, নম্র, বিনয়ী, ভদ্র। [সং. শালা + ঈন]। ̃ তা বি. নম্রতা, ভদ্রতা, শিষ্ট আচরণ (আলাপেব্যবাহারে শালীনতা)। 18)
শোণ
(p. 784) śōṇa বি. 1 রক্তের বর্ণ; 2 রক্ত; 3 নদবিশেষ। বিণ. রক্তবর্ণ, লাল। [সং. √ শোণ্ + অ]। শোণিমা বি. রক্তিমা, লাল আভা। 46)
শৃঙ্খল
(p. 783) śṛṅkhala বি. 1 শিকল, নিগড় (শৃঙ্খলবদ্ধ হস্ত); 2 বন্ধন। [সং. শৃঙ্গ + √ স্খল্ + অ]। 27)
শুনী
(p. 781) śunī দ্র শুন। 46)
শ্লৈষ্মিক
শব
(p. 769) śaba বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ̃ দাহ, ̃ দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ̃ দাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ̃ দেহ বি. মড়া, মৃতদেহ। ̃ ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ̃ যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ̃ যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ̃ সত্কার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ̃ সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী। 42)
শূলাগ্র, শূলিনী, শূলী, শূল্য
(p. 783) śūlāgra, śūlinī, śūlī, śūlya দ্র শূল। 25)
শাহ
শক
শাতন
(p. 773) śātana বি. ছেদন ('পক্ষধরের পক্ষশাতন করি': স. দ.)। [সং. √ শদ্ + ণিচ্ + অন]। 53)
শকুনি
শিতি
(p. 776) śiti বি. 1 শুক্ল বর্ণ, সাদা; 2 কৃষ্ণ বা নীল বর্ণ। বিণ. 1 শুক্ল; 2 নীল বা কৃষ্ণ (শিতিকণ্ঠ)। [সং. √ শি + তি]। ̃ কণ্ঠ বি. 1 শিব; 2 ময়ূর। 73)
শয়ান, শয়িত
(p. 769) śaẏāna, śaẏita বিণ. 1 শুয়ে আছে এমন ('দুয়ারের কাছে কে ওই শয়ান': রবীন্দ্র); 2 নিদ্রিত। [সং. √ শী + আন, ত]। স্ত্রী. শয়ানা, শয়িতা।
শৃঙ্গ-বান
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140263
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730424
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942605
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883511
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838444
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us