Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গ্রামীণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তে-বাসী
(p. 34) antē-bāsī (-সিন্) বি. 1 গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; 2 গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন। [সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]। 33)
অপ-ভাষা
(p. 34) apa-bhāṣā বি. অশিষ্ট অভদ্র বা গ্রাম্য ভাষা; ইতর ভাষা; মান্য ভাষার standard language চেয়ে ন্যূন হীন ভাষা। [সং. অপ + মিশ্রণ]। 114)
অভদ্রা
(p. 50) abhadrā বি. (আঞ্চ) বাধা, বিঘ্ন; অশুভ ব্যাপার (গ্রামে যেন অভদ্রা লেগেছে)। [দেশি]। 52)
উদ্বর্তন1
(p. 128) udbartana1 বি. 1 উন্নতি; 2 জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা, survival (যোগ্যতমের উদ্বর্তন); 3 সর্বাঙ্গীণ উন্নতি বা প্রসার, development. [সং. উত্ + √ বৃত্ + অন]। 11)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
ঋ2
(p. 141) ṛ2 স্বরগ্রামের দ্বিতীয় স্বর ঋষভ এর সংক্ষিপ্ত রূপ। 3)
ঋষভ
(p. 141) ṛṣabha বি. 1 ষাঁড়; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ জন (পুরুষর্ষভ); 3 পৌরাণিক পর্বতবিশেষ; 4 সংগীতে স্বরগ্রামের দ্বিতীয় স্বর বা রে। [সং. √ ঋষ্ + অভ]। 17)
ওলাই-চণ্ডী
(p. 153) ōlāi-caṇḍī বি. ওলাওঠা বা কলেরা রোগের অধিষ্ঠাত্রী গ্রাম্য বা লৌকিক দেবীবিশেষ। [বাং. ওলা3 + সং. চণ্ডী]। 58)
কপোতাক্ষ
(p. 163) kapōtākṣa বি. যশোর জেলার নদীবিশেষ, যার তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম হয়েছিল। [সং. কপোত (সদৃশ) + অক্ষি (যার)]। 25)
কমরেড
(p. 164) kamarēḍa বি. 1 বন্ধু; সহযোগী; 2 আন্দোলনের বা সংগ্রামের সাথি। [স্পে. comrada ইং. comrade]। 45)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কসবা
(p. 174) kasabā বি. 1 গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে ছোট বসতি; সমৃদ্ধ গ্রাম; 2 গণ্ডগ্রাম। [আ. কস্বাহ্]। 8)
কুর্তা, কোর্তা
(p. 199) kurtā, kōrtā বি. পুরুষের ছোট জামা বা কোট। [তুর. হি. কুর্তা]। লাল কুর্তা বি. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে খান আবদুল গফ্ফর খান কর্তৃক গঠিত লাল কুর্তাপরিহিত স্বাধীনতাসংগ্রামী দল। কুর্তি বি. ছোট কুর্তা। 20)
কেষ্ট
(p. 207) kēṣṭa বি. অনাদরে, ব্যঙ্গে, আঞ্চ. এবং ব্যক্তিনামে) কৃষ্ণ। সং. কৃষ্ণ] ̃. বিষ্টু বিণ. গণ্যমান্য ব্যক্তি; হোমরাচোমরা লোক (আমাদের গ্রামে প্রায়ই কেষ্টবিষ্টুরা আসেন)। 34)
খরজ
(p. 224) kharaja বি. সংগীতের স্বরগ্রামের প্রথম সুর, ষ়ড়্জ; সা। [সং. ষড়্জ]। 15)
খেউড়, খেঁউড়
(p. 232) khēuḍ়, khēm̐uḍ় বি. অশ্লীল গ্রাম্য গান বা কবিতা; অশ্রাব্য গালাগালি (আবার খেউড় শুরু করলে)। [ সং. ক্ষেড়া (=ধ্বনি)]। 2)
গণ-নাট্য
(p. 236) gaṇa-nāṭya বি. জনগণের বা সাধারণ মানুষের দুঃখ বেদনা ও সংগ্রামের কথাই যে নাটকে বলা হয়। [সং. গণ + নাট্য]। 48)
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্র ও দূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তী ও ক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গা2
(p. 245) gā2 বি. (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় সুর গান্ধারের সংক্ষিপ্ত রূপ বা সংকেত। 3)
গাঁ
(p. 245) gā বি. গ্রাম (গাঁয়ের লোক)। [সং. গ্রাম]। গাঁয়ে মানে না আপনি মোড়ল গ্রামের লোকেরা না মানলেও নিজেই নিজেকে গ্রামের কর্তা বলে জাহির করা; মূর্খ ও অযোগ্য ব্যক্তির হাস্যকর আত্মশ্লাঘা এবং উপর-পড়া হয়ে কর্তৃত্ব করা। 13)
গাঁই
(p. 245) gām̐i বি. আদি বাসস্হান অনুযায়ী ব্রাহ্মণদের শ্রেণি। [সং. গ্রামীণ বা গ্রামিণ্ (=গ্রামী)]। 14)
গাঁতা
(p. 246) gān̐tā বি. গ্রামের কোনো নিঃস্ব বা বিপন্ন কৃষকের কাজ অন্য কৃষকদের দ্বারা দলবদ্ধভাবে ও বিনা পারিশ্রমিকে করার রীতি [গাঁতি1 দ্র]। 9)
গান্ধার
(p. 246) gāndhāra বি. 1 কান্দাহারের প্রাচীন নাম; 2 (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় স্বর, গা ; 3 সংগীতের রাগবিশেষ। বিণ. গান্ধারদেশীয়; গান্ধারদেশবাসী। গান্ধারী বি. (স্ত্রী.) গান্ধার রাজকন্যা, দুর্যোধনের জননী। 57)
গামার2
(p. 246) gāmāra2 বিণ. 1 গোঁয়ার; 2 গেঁয়ো, গ্রাম্য। [হি. গঁওয়ার]। -গামী (-মিন্) বিণ. গমনকারী, গমনশীল (দ্রুতগামী, দিল্লিগামী ট্রেন)। [সং. √গম্ + ইন্]। স্ত্রী. -গামিনী। 74)
গেঁয়ে, গেঁয়ো
(p. 256) gēm̐ẏē, gēm̐ẏō বিণ. 1 গ্রাম্য; 2 গ্রামবিষয়ক; 3 গ্রামবাসী; 4 অশিক্ষিত ও অমার্জিত (গেঁয়ো স্বভাব, গেঁয়ো চালচলন)। [বাং. গাঁ + ইয়া এ, উয়া ও]। 17)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578305
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186090
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786368
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027570
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901299
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848254
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708717
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620529

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us