Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গণ্ড এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গণ্ড এর বাংলা অর্থ হলো -

(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ।
বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্রদূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)।
[সং. √গণ্ড্ + অ]।
কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল।
গ্রাম
বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তীক্ষুদ্র গ্রাম।
দেশ বি. গাল, কপোল।
মালা
বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ।
মূর্খ
বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ।
যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়।
শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়।
স্হল
বি. গাল, কপোল।
56)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গোমেদ
(p. 256) gōmēda বি. পীতবর্ণ মণিবিশেষ; বৈদূর্য মণি। [সং. গো + √মিদ্ + অ]। 125)
গাভি
(p. 246) gābhi বি. ধেনু, গাইগোরু। [সং. গর্বী]। 68)
গগন
(p. 236) gagana বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর ('গগনে গরজে মেঘ ঘন বরষা': রবীন্দ্র)। [সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর। ̃ চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু। ̃ তল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ। ̃ পট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট। ̃ পথ বি. আকাশপথ, আকাশমার্গ। ̃ প্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত। ̃ বিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)। ̃ মণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)। ̃ স্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)। গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল। গগনাম্বু বি. বৃষ্টির জল। 6)
গৃধ্নু
(p. 253) gṛdhnu বিণ. লোভী, লোলুপ (অর্থগৃধ্নু)। [সং. √গৃধ্ + নু]। বি. ̃ তা। 61)
গুমি
(p. 253) gumi বিণ. লুকানো, গুপ্ত; নিখোঁজ। [গুম2 দ্র]। 21)
গুটি1
(p. 250) guṭi1 (অল্পার্থে) সংখ্যার নির্দেশক (গুটি দুয়েক)। [বাং. গোটা + ই]। ̃ কত, ̃ কতক বিণ. কয়েকটি, অল্পসংখ্যক। 54)
গাঁট, গাঁঠ
গুল-তানি, গুল-তান
(p. 253) gula-tāni, gula-tāna বি. 1 জটলা, ঘোঁট; 2 আড্ডাখোশগল্প (বসে বসে গুলতানি করলে ভাত জুটবে না)। [ফা. গল্তান্]। গুলতানি পাকানো, গুলতানি করা ক্রি. বি. কয়েকজন মিলে জটলা করা ও ঘোঁট পাকানো। 40)
গরুত্
(p. 243) garut বি. 1 পালক, পাখনা; 2 নৌকার পাল। [সং. √গৃ + উত্]। 3)
গান্ধি, গান্ধি পোকা
গাং, গাঙ
(p. 245) gā, ṅgāṅa বি. বড় নদী। [সং. গঙ্গা]। ̃ চিল বি. নদীর উপর উড়ে বেড়ায় এমন চিলবিশেষ। ̃ দাড়া বি. বকঠুঁটো মাছ। ̃ শালিক বি. নদীর তীরে বিচরণকারীবসবাসকারী শালিকবিশেষ, bank myna. 12)
গোল1
(p. 256) gōla1 বি. 1 ফুটবল হকি প্রভৃতি খেলায় বল যে নির্দিষ্ট স্হানে প্রবেশ করাতে হয় (গোল রক্ষা করা, গোলে দাঁড়ানো); 2 ওই স্হানে বল পাঠানো (গোল দেওয়া, তিন গোলে জিতেছি)। [ইং. goal]। 137)
গদা
(p. 240) gadā বি. মুগুর বা মুগুরজাতীয় অস্ত্র। [সং. √গদ্ + অ + আ (স্ত্রী.)। ̃ ঘাত বি. গদার ঘা; গদা দিয়ে প্রহার (গদাঘাতে দুঃশাসনকে বধ করলেন)। ̃ ধর, ̃ পাণি বি. গদা যাঁর প্রহরণ বা অস্ত্র অর্থাত্ বিষ্ণু। ̃ যুদ্ধ বি. যে যুদ্ধে গদা অস্ত্ররূপে ব্যবহৃত হয়। 2)
গরবা
গালা2
(p. 246) gālā2 ক্রি. 1 গালিয়ে ফেলা, দ্রব বা তরল করা; 2 ফাটিয়ে ভিতরের পদার্থ বার করা (ফোঁড়া গালা) ; 3 বার করে ফেলা, নিষ্কাশিত করা (ভাতের ফেন গালা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গল্ + ণিচ্ + বাং. আ]। 98)
গম-গম
(p. 241) gama-gama বি. অব্য. গম্ভীর শব্দে শব্দিত বা ভরপুর হওয়ার ভাব (আসর গমগম করছে)। গম-গমে বিণ. গমগম করছে এমন; গম্ভীর নাদবিশিষ্ট (গমগমে কণ্ঠ)। 23)
গ্রন্হিক
গেরো1
(p. 256) gērō1 বি. বাঁধন, গিঁট, গিরা (কাপড়ের খুঁটে গেরো দিয়ে রাখো)। [গিরা1 দ্র]। 31)
গেল1
(p. 256) gēla1 ক্রি. গমন করল। [বাং. √যা + ইল(অতীতে)]। 35)
গুঞ্জ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577527
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185207
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785275
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025945
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619858

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us