Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গ্রাহিণী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসদ্-গ্রাহী
(p. 67) asad-grāhī (হিন্) বিণ. 1 অগ্রহণীয় জিনিস গ্রহন করে এমন, যে দান গ্রহণ করা উচিত নয় তা গ্রহণ করে এমন; 2 ঘুসখোর। [সং. অসত্ + গ্রাহিন্]। অসদ্-গ্রহ বি. খারাপ জিনিসের প্রতি আসক্তি বা আগ্রহ। 68)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
গুণানু-রাগ
(p. 250) guṇānu-rāga বি. গুণের প্রতি আকর্ষণ; গুণগ্রাহিতা। [সং. গুণ + অনুরাগ]। 75)
গ্রাহ
(p. 261) grāha বি. 1 আদান, গ্রহণ; 2 উপলব্ধি, বোধ (ভাবগ্রাহ, অর্থগ্রাহ) ; 3 আগ্রহ; নির্বন্ধ; 4 হাঙর কুমির প্রভৃতি হিংস্র জলচর প্রাণী। [সং. √গ্রহ্ + অ]। ̃ ক বিণ. 1 যে গ্রহণ করে, গ্রহণকারী; 2 ক্রেতা। স্ত্রী. গ্রাহিকা। গ্রাহিত বিণ. গ্রহণ করা হয়েছে এমন। গ্রাহী (-হিন্) বিণ. বি. 1 গ্রহণকারী (গুণগ্রাহী); 2 আকর্ষক (হৃদয়গ্রাহী); 3 মলবদ্ধকারক, ধারক। 67)
ধারিত
(p. 433) dhārita বিণ. 1 ধরানো হয়েছে এমন; 2 গ্রাহিত; 3 বাহিত; 4 স্হাপিত। [সং. √ ধৃ + ণিচ্ + ত]। 82)
পরি-গ্রহ
(p. 497) pari-graha বি. 1 বিশেষভাবে গ্রহণ বা স্বীকার (দারপরিগ্রহ); 2 ধারণ (মানবরূপ পরিগ্রহ); 3 পরিধান (নববেশ পরিগ্রহ); 4 (বিরল) পত্নী (অপরিগ্রহ)। [সং. পরি + √ গ্রহ্ + অ]। পরি-গৃহীত বিণ. 1 গ্রহণ বা স্বীকার করা হয়েছে এমন; 2 ধারণ বা পরিধান করা হয়েছে এমন। পরি-গ্রাহক বি. পরিগ্রহকারী। স্ত্রী. পরি-গ্রাহিকা। 8)
প্রতি-গ্রাহ
(p. 538) prati-grāha বি. 1 স্বীকার; 2 দানগ্রহণ। [সং. প্রতি + √ গ্রহ্ + ণিচ্ + অ]। প্রতি-গ্রাহিত বিণ. দান গ্রহণে সম্মত করা হয়েছে এমন। প্রতি-গ্রাহী (-হিন্) বিণ. বি. দানগ্রহণকারী। প্রতি-গ্রাহ্য বিণ. গ্রহণ বা স্বীকার করা উচিত এমন। 78)
মনো-গ্রাহী
(p. 676) manō-grāhī (-হিন্). বিণ. মনকে আকৃষ্ট করে এমন, চিত্তাকর্ষক। [সং. মনস্ + গ্রাহিন্]। 137)
সংগ্রহ, (বিরল) সংগ্রহণ
(p. 792) saṅgraha, (birala) saṅgrahaṇa বি. 1 আহরণ, চয়ন (পুষ্পসংগ্রহ); 2 একত্রীকরণ; 3 সংকলন (রচনা সংগ্রহ); 4 আদায় (অর্থসংগ্রহ)। [সং. সম্ + √ গ্রহ্ + অ, অন]। ̃ শালা বি. যেখানে শিল্পদ্রব্যাদি সংগ্রহ করে রাখা হয়; প্রদর্শশালা। সংগ্রহীতা (-তৃ), সংগ্রাহক বিণ. সংগ্রহকারী। স্ত্রী. সংগ্রহীত্রী, সংগ্রাহিকা। 49)
হৃদ্য
(p. 872) hṛdya বিণ. 1 হৃদয়গ্রাহী; প্রিয়; 2 আন্তরিকতাপূর্ণ (হৃদ্য আলোচনা, হৃদ্য পরিবেশ)। [সং. হৃদ্ + য]। স্ত্রী. হৃদ্যা। ̃ তা বি. হৃদয়গ্রাহিতা; সৌহার্দ্য; আন্তরিকতা (হৃদ্যতার সম্পর্ক)। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534890
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140430
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730652
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942845
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696655
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603080

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us