Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গুণ এর বাংলা অর্থ হলো -

(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন।
[সং. √গুণ্ + অ]।
গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা।
গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া।
গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত।
ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়।
বিণ. গুণকারক।
কীর্তন
বি. যশোগান, গুণের প্রচার।
গরিমা,গৌরব
বি. সদ্গুণাবলির মহিমা।
গ্রহণ
বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া।
গ্রাম
বি. গুণাবলি।
গ্রাহী
(-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন।
স্ত্রী.গ্রাহিণী বি.গ্রাহিতা।
চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি।
জ্ঞ বিণ. গুণগ্রাহী।
ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)।
ধাম,নিধি
বি. গুণী ব্যক্তি।
ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication.নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন।
বি. ওইরূপ রাশি, multiplicand.নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor.পনা বি. নৈপুণ্য, দক্ষতা।
ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product.বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব।
বাচক
বিণ. গুণপ্রকাশক।
বাদ বি. গুণবর্ণন।
বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী।
স্ত্রী.বতী।
বৃক্ষ
বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়।
বৈষম্য
বি. গুণের অসামঞ্জস্য।
মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি।
ময় বিণ. গুণসম্পন্ন।
স্ত্রী.ময়ী।
মুগ্ধ
বিণ. গুণের দ্বারা আকৃষ্ট।
স্ত্রী.মুগ্ধা।
শালী
(-লিন্) বণ. গুণসম্পন্ন।
স্ত্রী.শালিনী।
বি.শালিতা।
শূন্য,হীন
বিণ. যার গুণ নেই।
সম্পন্ন
বিণ. গুণযুক্ত।
সাগর
বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি।
67)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গত
(p. 239) gata বিণ. 1 চলে গেছে বা হয়ে গেছে এমন, প্রস্হিত, সমাপ্ত, অতীত, বিগত (গত যুগ, গতযৌবন, গতপ্রাণ) ; 2 অব্যবহিত পূর্ববর্তী (গত কাল, গত মাসে); 3 মৃত (গত হয়েছেন) ; 4 লব্ধ, প্রাপ্ত (হস্তগত); 5 পরিব্যাপ্ত, নিহিত, আশ্রিত (মনোগত, দেহগত, রন্ধ্রগত); 6 সম্বন্ধযুক্ত (ব্যক্তিগত সম্পর্ক, গুণগত পার্থক্য)। [সং. √গম্ + ত]। ̃ কল্য, ̃ কাল বি. আজকের অব্যবহিত পূর্ববর্তী দিন। ̃ ক্লম বিণ. ক্লান্তি দূর হয়েছে এমন (গতক্লম ব্যক্তি)। ̃ চেতন বিণ. চেতনাহীন। ̃ জীব, ̃ জীবন, ̃ প্রাণ বিণ. প্রাণহীন, মৃত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন; ঘুম ভেঙেছে যার। ̃ প্রায় বিণ. যা শীঘ্রই গত হবে। ̃ ব্যথ বিণ. ব্যথা দূর হয়েছে এমন (গতব্যথ দেহ); ব্যথাশূন্য। ̃ যৌবন বিণ. যৌবনোত্তীর্ণ; প্রৌঢ় বা বৃদ্ধ। স্ত্রী. ̃ যৌবনা। ̃ শোক বিণ. শোক দূর হয়েছে এমন, শোকোত্তীর্ণ। ̃ সঙ্গ বিণ. বিণ. আসক্তিহীন। ̃ স্পৃহ বিণ. বীতরাগ; কামনাহীন; আসক্তিহীন। 6)
গেলাস
(p. 256) gēlāsa বি. জল ইত্যাদি পান করার পাত্রবিশেষ, গ্লাস। [ইং. glass]. 40)
গর্হিত
গ্লানি
গিরা1, গেরো
(p. 246) girā1, gērō বি. গিঁট, বাঁধন (আঁচলে গিরা বা গেরো দেওয়া)। [ফা. গিরহ্]। 116)
গোবাঘ, গোবাঘা
(p. 256) gōbāgha, gōbāghā বি. 1 সাধারণত গোরু শিকার করে এমন বাঘ; 2 হাইনা, hyena. [বাং. গো + বাঘ]। 112)
গড়া৩
(p. 236) gaḍ়ā3 ক্রি. 1 গড়াগড়ি দিতে দিতে যাওয়া বা নামা (পাহাড় থেকে গড়িয়ে নামছে, উপর থেকে গড়িয়ে আসছে) ; 2 ঢালা বা পড়া (কলসি থেকে জল গড়াচ্ছে); 3 শোয়া (একটু গড়িয়ে নাও) ; 4 ভূলুণ্ঠিত হওয়া (মাটিতে গড়াচ্ছে) ; 5 অতিরিক্ত ভাবাবেগ দেখানো (আহ্লাদে গড়াচ্ছে); 6 প্রবাহিত হওয়া (তেল গড়াচ্ছে); 7 অগ্রসর হওয়া (ব্যাপারটা কতদূর গড়াল? বেলা গড়িয়ে গেল)। [বাং. √গড়া]। ̃ নো ক্রি. গড়া। বিণ. বি. উক্ত সব অর্থে। ̃ নে বিণ. গড়ায় এমন; ঢালু। গড়ায়-গড়ায় ক্রি-বিণ. পাশাপাশি। 39)
গ্রিন-রুম
গাম্ভীর্য
গৌণ
(p. 261) gauṇa বিণ. অপ্রধান (গৌণ কারণ)। বি. বিলম্ব, দেরি (গৌণ কোরে না, অগৌণে আসবে)। [সং. গুণ + অ]। ̃ কর্ম বি. (ব্যাক.) অপ্রধান কর্মপদ, indirect object. গৌণতা বি. (অল.) শব্দের অপ্রদান অর্থ, অর্থাত্ যা মুখ্যার্থ বা বাচ্যার্থ নয়, লক্ষ্যার্থ। 28)
গাড়োয়ান
গ্রন্হাগার
গোপিকা, গোপিনী, গোপী
গোত্তা, গোপ্তা
(p. 256) gōttā, gōptā বি. নীচের দিকে মাথা দিয়ে বেগে পতন (ঘুড়িটা গোত্তা খেয়ে পড়ল)। [আ. গউতহ্]। 77)
গাঁতা
(p. 246) gān̐tā বি. গ্রামের কোনো নিঃস্ব বা বিপন্ন কৃষকের কাজ অন্য কৃষকদের দ্বারা দলবদ্ধভাবে ও বিনা পারিশ্রমিকে করার রীতি [গাঁতি1 দ্র]। 9)
গন্ধোপ-জীবী
গ্যালি
(p. 261) gyāli বি. ছাপার অক্ষর রাখার কাষ্ঠফলক। [ইং. galley]। ̃ প্রুফ বি. গ্যালি থেকে তোলা প্রুফ। 40)
গেঁয়ে, গেঁয়ো
গতানু-শোচনা, গতানু-শোচন
(p. 239) gatānu-śōcanā, gatānu-śōcana বি. গত বিষয়ের জন্য বা কৃতকর্মের জন্য খেদ বা আক্ষেপ, যা ঘটে গেছে তার জন্য দুঃখ, পশ্চাত্তাপ (আদে এসব ভাবোনি, এখন গতানুশোচনা অর্থহীন)। [সং. গত + অনুশোচনা, অনুশোচন]। 10)
গেঁটে1
(p. 256) gēn̐ṭē1 ? বিণ. বেঁটে মোটা ও বলিষ্ঠ। [গেঁটে2 দ্র]। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140231
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730383
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942556
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883499
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838441
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696603
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us