Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গুণ এর বাংলা অর্থ হলো -

(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন।
[সং. √গুণ্ + অ]।
গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা।
গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া।
গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত।
ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়।
বিণ. গুণকারক।
কীর্তন
বি. যশোগান, গুণের প্রচার।
গরিমা,গৌরব
বি. সদ্গুণাবলির মহিমা।
গ্রহণ
বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া।
গ্রাম
বি. গুণাবলি।
গ্রাহী
(-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন।
স্ত্রী.গ্রাহিণী বি.গ্রাহিতা।
চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি।
জ্ঞ বিণ. গুণগ্রাহী।
ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)।
ধাম,নিধি
বি. গুণী ব্যক্তি।
ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication.নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন।
বি. ওইরূপ রাশি, multiplicand.নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor.পনা বি. নৈপুণ্য, দক্ষতা।
ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product.বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব।
বাচক
বিণ. গুণপ্রকাশক।
বাদ বি. গুণবর্ণন।
বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী।
স্ত্রী.বতী।
বৃক্ষ
বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়।
বৈষম্য
বি. গুণের অসামঞ্জস্য।
মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি।
ময় বিণ. গুণসম্পন্ন।
স্ত্রী.ময়ী।
মুগ্ধ
বিণ. গুণের দ্বারা আকৃষ্ট।
স্ত্রী.মুগ্ধা।
শালী
(-লিন্) বণ. গুণসম্পন্ন।
স্ত্রী.শালিনী।
বি.শালিতা।
শূন্য,হীন
বিণ. যার গুণ নেই।
সম্পন্ন
বিণ. গুণযুক্ত।
সাগর
বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি।
67)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গুহ
গ্রাহ্য
(p. 261) grāhya বিণ. 1 গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়); 2 জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ; 3 বিবেচ্য; 4 গণনীয়। [সং. √গ্রহ্ + য]। গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)। গ্রাহ্য হওয়া ক্রি. বি. 1 স্বীকৃত হওয়া; 2 বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)। 68)
গৃহাগত
(p. 253) gṛhāgata বিণ. 1 গৃহে যে এসেছে; 2 (নিজ) গৃহে আগমনকারী বা প্রত্যাবর্তনকারী ; 3 অতিথি, অভ্যাগত। [সং. গৃহ + আগত]। 65)
গাদা2
(p. 246) gādā2 ক্রি. ঠেসে ভরা, ঠাসা, জোর করে ভরা। বি. গাদন। বিণ. ঠেসে ভরা হয় বা হচ্ছে এমন। [হি. √গাদ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 ঠেসে ভরা (এইটুকু ভ্যানে এতগুলো ছাগল গাদানো হয়েছে কেন?); 2 জোর করে খাওয়ানো। গাদা বন্দুক বি. বারুদ ঠেসে ঠেসে ভরতে হয় এমন বন্দুক। 51)
গাছা1
(p. 246) gāchā1 বি. পিলসুজ, দীপাধার। [বাং. গাছ + আ (সাদৃশ্যার্থে)]. 23)
গির্দা
গূঢ়ার্থ
(p. 253) gūḍh়ārtha বি. গভীর বা অপ্রকাশিত অর্থ। [সং. গূঢ় + অর্থ]। 58)
গাঁথনি, গাঁথুনি
গুলা2, গোলা
(p. 253) gulā2, gōlā ক্রি. 1 তরল বস্তুতে অতরল বস্তু মিশিয়ে সম্পূর্ণভাবে একাকার করে দেওয়া (জলে রং গোলা, জলে চিনি গুলে দেওয়া); 2 গোলমাল করে ফেলা (সে সবকিছু গুলিয়ে ফেলেছে); 3 বিশৃঙ্খল হওয়া (হিসাব গুলিয়ে যাচ্ছে) ; 4 ঘুলিয়ে তোলা, আলোড়িত করা; 5 ঘুলিয়ে ওঠা, আলোড়িত হওয়া (পেট গুলানো)। [দেশি]। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা তরল বস্তুতে অতরল বস্তু সম্পূর্ণভাবে মেশানো; গোলমাল করে ফেলা; বিশৃঙ্খল করা; বিশৃঙ্খল হওয়া; আলোড়িত করা; আলোড়িত হওয়া বা ঘুলিয়ে ওঠা। 48)
গ্যাঁড়ানো
(p. 261) gyān̐ḍ়ānō দ্র গেঁড়া। 37)
গাজন
(p. 246) gājana বি. (বিশেষত চড়কের সময়) শিবের উত্সব; শিবের গান। [সং. গর্জন]। অনেক (অধিক) সন্ন্যাসীতে গাজন নষ্ট এক কাজে অনাবশ্যক অনেক কর্মী জুটলে বিশৃঙ্খলা ঘটে এবং কাজ পণ্ড হয়। 25)
গালি
গেঞ্জি
গোলোক
গালা2
(p. 246) gālā2 ক্রি. 1 গালিয়ে ফেলা, দ্রব বা তরল করা; 2 ফাটিয়ে ভিতরের পদার্থ বার করা (ফোঁড়া গালা) ; 3 বার করে ফেলা, নিষ্কাশিত করা (ভাতের ফেন গালা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গল্ + ণিচ্ + বাং. আ]। 98)
গলদশ্রু
(p. 244) galadaśru বিণ. ক্রমাগত অশ্রু ঝরছে এমন, ক্রমাগত অশ্রুপাত করছে এমন (গলদশ্রুলোচন)। [সং. গলত্ + অশ্রু]। 3)
গোস্ত
(p. 261) gōsta বি. 1 মাংস; 2 (অশু. কিন্তু প্রচলিত) গোমাংস। [ফা. গোশ্ত্]। 20)
গালিত
(p. 246) gālita বিণ. 1 গালানো হয়েছে এমন (গালিত সোনা); 2 ছাঁকা বা চোয়ানো হয়েছে এমন। [সং. √গল্ + ণিচ্ + ত]। 103)
গান্ধি-বাদ
গোঁড়
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us