Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঙ্গা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখণ্ড
(p. 4) akhaṇḍa বিণ. 1 খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); 2 অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); 3 ঘন (অখণ্ড 'পীযূষধারা': বা. ঘো.); 4 পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সং. ন+খণ্ড]। বি. ̃ তা (আঞ্চলিক অখণ্ডতা)। ̃ ণীয় বিন অকাট্য, খণ্ডন করা বা ভাগ করা বা ভাঙ্গা যায় না এমন। ̃ মণ্ডল বিণ. সম্পূর্ণ গোলাকার; পূর্ণকলাবিশিষ্ট ('অখণ্ডমণ্ডল বিধু')। ̃ মণ্ডলাকারা বিণ. সম্পূর্ণ গোলাকার। অখণ্ডিত বিণ. খণ্ডিত নয় এমন; অবিভক্ত; ভুল বা ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়নি এমন (মত, যুক্তি প্রভৃতি)। অখণ্ড্য বিণ. অখণ্ডনীয়-র অনুরূপ। 43)
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অঙ্গাঙ্গি
(p. 8) aṅgāṅgi বি. 1 এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের সম্বন্ধ; 2 অঙ্গে অঙ্গে টানাটানি; 3 স্বপক্ষীয়ের প্রতি পক্ষপাত। [সং. অঙ্গ+অঙ্গ+ই]। ̃ .ভাব বি. 1 প্রগাঢ় সৌহার্দ্য; অবিচ্ছেদ্য সম্পর্ক; গলায় গলায় ভাব; 2 (দর্শ.) অঙ্গ ও অঙ্গী (=অঙ্গ আছে যার) এই দুইয়ের সম্পর্ক বা অনুরূপ সম্পর্ক; 3 গৌণ-মুখ্য সম্পর্ক বা একটি মুখ্য ও অপরটি গৌণ এমন সম্পর্ক। ̃ .সম্বন্ধ-অঙ্গাঙ্গিভাব -এর অনুরূপ। 40)
অঙ্গাবরণ
(p. 8) aṅgābaraṇa বি. দেহের আচ্ছাদন; পরিচ্ছদ। [সং. অঙ্গ+আবরণ]। 41)
অঙ্গার
(p. 8) aṅgāra বি. 1 কয়লা; 2 আবর্জনা; 3 কলঙ্ক (কুলাঙ্গার)। [সং. √অঙ্গ্+আর]। অঙ্গারক বি. রাসায়নিক উপাদানবিশেষ, carbon, অঙ্গারক রসায়ন জৈব রসায়ন, organic chemistry (বি. প.)। ̃ .ধানিকা, ̃ .ধানী বি. আগুনের মালশা; ধুনুচি। ̃ যৌগিক carbon compounds. অঙ্গারাম্ল বি. কার্বনিক আসিড carbonic acid (বি.প.)। 42)
অধিপ, অধি-পতি
(p. 17) adhipa, adhi-pati বি. 1 প্রভু; স্বামী; মালিক; রাজা (বঙ্গাধিপ, গৌড়াধিপ, গৌড়াধিপতি); 2 ঈশ্বর। [সং. অধি+√ পা+অ, অধি+পতি]। 69)
অনঙ্গ
(p. 21) anaṅga বিণ. দেহহীন। বি. 1 কন্দর্প, মদন, কামদেব; 2 আকাশ; 3 চিত্ত। [সং. ন+অঙ্গ]। ̃ মোহন বি. শ্রীকৃষ্ণ। অনঙ্গারি বি. শিব। 18)
অন্তর্জলি
(p. 32) antarjali বি. মুমূর্ষূ ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে ডুবিয়ে রাখার শাস্ত্রীয় অনুষ্ঠানবিশেষ, নাভিস্নান। [সং. অন্তর্জল + বাং. ই]। ̃ যাত্রা বি. অন্তর্জলির অনুষ্ঠানের জন্য যাত্রা; (আল.) অন্তিমকাল। 49)
অন্তর্বেদি, অন্তর্বেদী
(p. 34) antarbēdi, antarbēdī বি. 1 দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, দোআব; 2 প্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; ব্রহ্মাবর্তদেশ। [সং. অন্তর্ + বেদি, বেদী]। 18)
অব-তার
(p. 44) aba-tāra বি. 1 জীবদেহ ধারণ করে দেবতার পৃথিবীতে আবির্ভাব incarnation; 2 জীবদেহধারী দেবতা (কূর্ম অবতার, বামন অবতার); 3 মূর্ত রূপ (ধর্মাবতার, করুণার অবতার); 4 অবতরণ, নীচে নামা; 5 (ব্যঙ্গাত্মক) কিম্ভূত বা অদ্ভুত মূর্তি। [সং. অব √ তৃ + অ]। 11)
অব-স্হান
(p. 46) aba-shāna বি. 1 স্হিতি, বাস; 2 বাসস্হান, location. [সং. অব + √ স্হা + অন]. অবস্হান ধর্মঘট বি. কর্মস্হলে কর্মবিরতি পালন, stay-in-strike. অব-স্হিত বিণ. 1 আছে বা বাস করছে এণন, স্হিত, বিদ্যমান (গঙ্গার তীরে অবস্হিত); 2 স্হির বা প্রশান্ত (অবস্হিতচিত্ত)। অব-স্হিতি বি. বাস; বিদ্যমানতা। 34)
অব্দ
(p. 50) abda বি. 1 বত্সর, সাল (বঙ্গাব্দ, শতাব্দ); 2 মেঘ; 3 পর্বত। [সং. অব্ + দ; অপ্ + দ]। 20)
অলক-নন্দা, অলকা-নন্দা
(p. 62) alaka-nandā, alakā-nandā বি. 1 স্বর্গের গঙ্গা, মন্দাকিনী; 2 গঙ্গোত্রীর কাছে গঙ্গার ধারার নাম; 3 আট বা দশ বছরের মেয়ে। [সং. অলক (+ আ) + নন্দা]। 37)
অলাত
(p. 64) alāta বি. 1 জ্বলন্ত কয়লা, জ্বলন্ত অঙ্গার; 2 আধাপোড়া কাঠ। [সং. ন + √ লা + ত]। ̃ .চক্র বি. জ্বলন্ত অঙ্গার বা জ্বলন্ত কাঠ বেগে ঘোরালে যে চক্রকার আগুনের রেখা দেখা যায়; চক্রের মতো আগুনের রেখা। ̃ .শিলা বি. পাথুরে কয়লা। 20)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আংগা, আঙ্গা
(p. 77) āṅgā, āṅgā বি. (আঞ্চ.) জামা; ছোট জামা। [হি. অংগা]। 43)
আংরা, আঙরা
(p. 77) āṃrā, āṅarā বি. 1 জলন্ত অঙ্গার, জলন্ত কয়লা; 2 জলন্ত অঙ্গারের মতো লাল রং। [সং. অঙ্গার]। 46)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আঙ্গার1
(p. 82) āṅgāra1 বি. অঙ্গারসমূহ। বিণ. অঙ্গারসম্বন্ধীয়। [সং. অঙ্গার + অ]। 81)
আঙ্গার2
(p. 82) āṅgāra2 বি. 1 কয়লা, আঙার; 2 পোড়া কাঠ। [সং. অঙ্গার]। 82)
আদি
(p. 89) ādi বি. 1 আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উত্পত্তিস্হান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। ̃ .অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ̃ .কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ̃ .কান্ড বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ̃ .কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ̃ .কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ̃ .কাল বি. প্রাচীন কাল। ̃ .দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ̃ নাথ বি. ঈশ্বর; মহাদেব। ̃ .পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ̃ .পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ̃ .বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ̃ .ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ̃ ভূতা। ̃ .রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ̃ .রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ̃ .রূপ বি. মূল আদর্শ, archetype. 65)
আনর্ত
(p. 94) ānarta বি. 1 নৃত্যশালা; 2 রঙ্গালয়; 3 যুদ্ধ। [সং. আ + √ নৃত্য + অ]। 11)
আভাঙা
(p. 99) ābhāṅā বিণ. ভাঙা বা চূর্ণ করা হয়নি এমন, পেষানো হয়নি এমন (আভাঙ্গা গম)। [বাং. আ + ভাঙ্গা]। 40)
আল2
(p. 104) āla2 বি. 1 কীটপতঙ্গাদির হুল; 2 কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); 3 বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); 4 খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। ̃ কাটা বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা। 50)
আলাত
(p. 106) ālāta বিণ. অলাত বা জ্বলন্ত অঙ্গারসম্বন্ধীয়। [সং. অলাত + অ]। বি. জ্বলন্ত অঙ্গার। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140647
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730953
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us