Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চঞ্চলতা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচঞ্চল
(p. 8) acañcala বিণ. 1 চঞ্চলতা বা চপলতা নেই এমন, অচপল; 2 আন্দোলিত হয় না বা নড়ে না এমন, স্হির; 3 স্হায়ী; 4 অব্যাকুল, ধীর। [সং. ন+চঞ্চল]। স্ত্রী. অচঞ্চলতা। 54)
অচাঞ্চল্য
(p. 8) acāñcalya বি. 1 চঞ্চলতার অভাব, স্হিরতা; 2 গাম্ভীর্য। [সং. ন+চাঞ্চল্য]। 62)
অধীর
(p. 20) adhīra বিণ. 1 অস্হির, চঞ্চল; 2 অধৈর্য, অসহিষ্ণু; 3 ব্যগ্র, ব্যাকুল; উত্কণ্ঠিত। [সং. ন+ধীর]। স্ত্রী অধীরা। ̃ তা বি. অস্হিরতা; চঞ্চলতা; ব্যাকুলতা; ব্যগ্রতা। 9)
অশান্তি
(p. 65) aśānti বি. চঞ্চলতা, শান্তির অভাব; মানসিক কষ্ট (বড় অশান্তিতে আছি); কলহ, ঝগড়াঝাঁটি (পাড়ায় খুব অশান্তি;) বিক্ষোভ (তোমার সবকিছুতেই অশান্তি)। [সং. ন + শান্তি]। 20)
আবেগ
(p. 99) ābēga বি. 1 তীব্র বেগ, বিশেষ বেগ, বেগের তীব্রতা ('বেগের আবেগ': রবীন্দ্র); 2 ভাবজনিত বিহ্বলতা, অনুভূতি, emotion (আবেগসঞ্চার); 3 মনের ভাবের আবেশ, ব্যাকুলতা, চঞ্চলতা, উদ্বেগ (ভাবাবেগ, প্রাণের আবেগ, শোকাবেগ) [সং. আ + √ বিজ্ + অ] 27)
কৌতূহল
(p. 210) kautūhala বি. (কোনোকিছু) জানার বা দেখার জন্য মানসিক চঞ্চলতা; নতুন বা অজ্ঞাত বিষয়ে আগ্রহ (ব্যাপারটা জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না)। [সং. কুতূহল + অ]। কৌতূহলী বিণ. আগ্রহী; কৌতূহল উদ্রেককারী ('কৌতূহলী পুষ্পগন্ধ': রবীন্দ্র)। কৌতূহলোদ্দীপক বিণ. কৌতূহল জাগায় এমন; কৌতূহল উদ্রেককারী। 77)
গজ-গজ, গজ্-গজ্, গজর-গজর
(p. 236) gaja-gaja, gaj-gaj, gajara-gajara অব্য. বি. 1 বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ; 2 অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে); 3 বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে); 4 স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)। [দেশি, ধ্বন্যা.]। 15)
চঞ্চল
(p. 275) cañcala বিণ. 1 অস্হির, চপল, ছটফটে (চঞ্চল বালক); 2 ব্যাকুল (মন চঞ্চল হয়েছে); 3 নড়ছে এমন, কম্পিত (চঞ্চল বৃক্ষশাখা); 4 বিচলিত। [সং. √চল্ + যঙ্লুক্ + অ]। চঞ্চলা বিণ. (স্ত্রী.) চঞ্চল-এর অর্থে। বি. 1 লক্ষ্মীদেবী; 2 বিদ্যুত্। ক্রি. (কাব্যে) চঞ্চল হওয়া বা চঞ্চলতা প্রকাশ করা। বি. ̃ তা। চঞ্চলিয়া বিণ. (বৈ. সা.) চঞ্চলতাযুক্ত, চঞ্চল। বি. চঞ্চল ব্যক্তি প্রাণী বা বস্তু ('যত চপলতা করে চঞ্চলিয়া')। চঞ্চলিত বিণ. চাঞ্চল্যযুক্ত; বিচলিত; আন্দোলিত। ̃ চিত্ত, ̃ মতি বিণ. অস্হির মন যার। ̃ দৃষ্টি, ̃ নয়ন বিণ. যার দৃষ্টি বা চাহনি চঞ্চল। 14)
চাঞ্চল্য
(p. 281) cāñcalya বি. চঞ্চলতা, মনের বা দেহের অস্হিরতা; চপলতা। [সং. চঞ্চল + য]। 79)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
ঢল-ঢল
(p. 360) ḍhala-ḍhala বি. 1 ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); 2 লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); 3 রসে বিহ্বলতার ভাব (ভাবের ঢলঢল); 4 পরিপূর্ণতার জন্য চঞ্চলতা ('দিঘি-ভরা জল করে ঢলঢল': রবীন্দ্র)। বিণ. 1 আবেশবিভোর ও চঞ্চল (ঢলঢল আঁখি); 2 লাবণ্যচঞ্চল, সৌন্দর্যউচ্ছল ('ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি': গো. দা.)। [দেশি]। ঢল-ঢলে বিণ. 1 ঢিলা (ঢলঢলে জামা); 2 লাবণ্যময় (ঢলঢলে মুখ)। 15)
তারল্য
(p. 375) tāralya বি. 1 তরল অবস্থা, তরলতা; 2 চপলতা, চঞ্চলতা (শিশুসুলভ তারল্য); 3 দৃঢ়তার অভাব। [সং. তরল + য]। 69)
তিড়-বিড়
(p. 375) tiḍ়-biḍ় বি. চঞ্চলতা বা অস্হিরতার ভাব (তিড়বিড় করা)। [দেশি]। তিড়-বিড়ে বিণ. অত্যন্ত চঞ্চল বা অস্হির, ছটফটে (ভারি তিড়বিড়ে লোক তো তুমি!)। 117)
তুড়িং-বিড়িং
(p. 375) tuḍ়i-mbiḍ়i বি. (ফড়িঙের মতো) হঠাত্ হঠাত্ লাফিয়ে ওঠার ভাব; বারবার লাফানো বা অত্যন্ত চঞ্চলতা প্রকাশের ভাব। [দেশি]। 118)
দুষ্টামি, (আদরে) দুষ্টুমি
(p. 416) duṣṭāmi, (ādarē) duṣṭumi বি. 1 অসদাচরণ; 2 চঞ্চলতা; 3 দুরন্তপনা। [সং. দুষ্ট (বাংলায় ভিন্ন অর্থে) + বাং. আমি]। 39)
ধড়-ফড়
(p. 430) dhaḍ়-phaḍ় বি. অব্য. 1 অস্হিরতা বা হৃত্পিণ্ডের দ্রুত কম্পন (বুক ধড়ফড় করছে); 2 ছটফট (কাটা পাঁঠার মতো ধড়ফড় করছে)। [দেশি]। ধড়-ফড়ানি বি. চঞ্চলতা, ছটফটানি। 8)
ধড়-মড়
(p. 430) dhaḍ়-maḍ় বি. অব্য. আকস্মিক চঞ্চলতা বা ব্যস্ততার ভাব (ধড়মড় করে বিছানা থেকে নামা)। [ধ্বন্যা.]। 9)
নড়চড়
(p. 444) naḍ়caḍ় বি. 1 ব্যত্যয়, অন্যথা (কথার নড়চড় হবে না); 2 চঞ্চলতা। [বাং. নড়া2 + চলা চড়া (সহচর শব্দ)]। 37)
ফুড়ুক
(p. 567) phuḍ়uka বি. 1 চকিতে উড়ে যাবার ভাব (পাখিটা ফুড়ুক করে উড়ে গেল); 2 হুঁকায় তামাক খাবার শব্দ (ফুড়ুক ফুড়ুক করে তামাক টানছে)। [ধ্বন্যা.]। ̃ ফাড়ুক বি. ক্রি-বিণ. বারবার চকিতে ওড়ার, পালানোর বা চঞ্চলতার ভাব (চড়াইটা ফুড়ুকফাডু়ক করছে, ফুড়ুকফাডু়ক উড়ে যাচ্ছে)। 11)
বিচল, বিচলিত
(p. 610) bicala, bicalita বিণ. 1 অস্হির, চঞ্চল (দুঃখে বিচলিত, বিচলিত মন, কর্তব্যে অবিচল); 2 আন্দোলিত, আলোড়িত; 3 স্খলিত, ভ্রষ্ট (ধর্মপথ থেকে বিচলিত হওয়া); 4 স্হানচ্যুত। [সং. বি + √ চল্ + অ, ত]। স্ত্রী. বিচলা, বিচলিতা। বিচলন বি. 1 অস্হিরতা, চঞ্চলতা; 2 আলোড়ন; 3 স্খলন; 4 এক স্হান থেকে অন্য স্হান সরে যাওয়া। 15)
মনশ্চাঞ্চল্য
(p. 676) manaścāñcalya বি. 1 মনের চঞ্চলতা; 2 উদ্বেগ। [সং. মনস্ + চাঞ্চল্য]। 114)
লম্ফ2
(p. 756) lampha2 বি. লাফ, উল্লম্ফন (লম্ফ দিয়ে গাছে চড়ে)। [সং. √ লম্ফ্ + অ]। ̃ .ঝম্প বি. 1 লাফালাফি, লাফঝাঁপ; 2 (আল.) অতিশয় চঞ্চলতা বা আস্ফালন, অতিশয় হাঁকডাক। ̃ ন বি. লাফ; লাফ দেওয়া। 16)
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534935
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140473
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730690
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942899
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us