Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাঞ্চল্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চাঞ্চল্য এর বাংলা অর্থ হলো -

(p. 281) cāñcalya বি. চঞ্চলতা, মনের বা দেহের অস্হিরতা; চপলতা।
[সং. চঞ্চল + য]।
79)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চুঁই-চুঁই
(p. 290) cum̐i-cum̐i অব্য. জল শোষণ, ক্ষুধা, আগুনে জ্বাল দেওয়া প্রভৃতির সূচক মৃদু অনুভূতি বা শব্দ (খিদেয় পেট চুঁইচুঁই করছে)। [ধ্বন্যা.]। 63)
চেত, চেতঃ
(p. 294) cēta, cētḥ (-তস্) বি. 1 হৃদয়, মন; 2 চিত্তবৃত্তি (উদারচেতা)। [সং. চিত্ + অস্]। 60)
চার ডবল
(p. 281) cāra ḍabala বিণ. চারগুণ (চার ডবল টাকা খরচ হয়ে গেল); (আল.) অনেক বেশি। [বাং. চার + ডবল ইং. double]। 144)
চাট্টি, চাট্টি-খানি
(p. 281) cāṭṭi, cāṭṭi-khāni যথাক্রমে চারটিচারটিখানি -র আঞ্চ. রূপ। 90)
চুনুরি
চাওয়া1
(p. 281) cāōẏā1 ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ̃ নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)। 25)
চিত্রিণী
চোবদার
(p. 298) cōbadāra দ্র চোপদার। 15)
চই
(p. 274) ci বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল। [সং. চবিকা]। 3)
চির1
(p. 290) cira1 বি. 1 ফাট, বিদারণ; 2 লম্বা ফালি বা টুকরো (কাগজটাকে তিন চির করে কাটো; ফেটে চৌচির)।[সং. চীর]। ̃ কূট বি. 1 কাগজের টুকরো; 2 অতি ক্ষুদ্র চিঠি (তাঁর কাছে একটা চিরকুট পাঠিয়ে দিল); 3 ছেঁড়া ময়লা পুরনো কাপড়। 34)
চরকা, চরখা
(p. 279) carakā, carakhā বি. সুতা কাটার যন্ত্রবিশেষ। [সং. চক্র-তু. ফা. চর্খ্]। নিজের চরকায় তেল দেওয়া (অন্যের ব্যাপারে মাথা না ঘামিয়ে) নিজের কাজে মন দেওয়া। চরকা কাটা ক্রি. বি. চরকায় সুতা কাটা। 26)
চুড়ি
চাপড়া2
(p. 281) cāpaḍ়ā2 ক্রি. ক্রমাগত চাপড় বা চড় মারা; ক্রমাগত মৃদু চড় মারা (মাথা চাপড়াচ্ছে)। [চাপড় দ্র]। ̃ নো ক্রি. বি. চাপড়া (কপাল চাপড়ানো)। বিণ. উক্ত অর্থে। 114)
চতুষ্পদ
(p. 277) catuṣpada বি. 1 চারটি পা-বিশিষ্ট প্রাণী; 2 জন্তু, পশু। বিণ. 1 চারপেয়ে; 2 (আল.) পশুর মতো নির্বোধ বা মূর্খ। [সং. চতুঃ + পদ]। চতুষ্পদী বি. (স্ত্রী.) চৌপদী কবিতা। 31)
চুম-কুড়ি
চানকা
(p. 281) cānakā ক্রি. 1 তত্পর করা, আলস্য বা জড়তা দূর করা, নেড়েচেড়ে তত্পর করা (তিনি তাঁর ভৃত্যকে চানকে দিলেন, ঘুম থেকে উঠে আগে শরীরটাকে চানকাতে লাগল); 2 সমুজ্জ্বল করা, রং বার্নিশ প্রভৃতি প্রয়োগ করে উজ্জ্বলতা দান করা (প্রতিমার চোখ চানকাচ্ছেন শিল্পী, কাঠের আলামারিটাকে চানকাচ্ছে); 3 গরম করা বা অল্প অল্প ভাজা (কড়াইয়ে মশলা চানকাচ্ছে) 4 (আঞ্চ.) ভাজার সময় খোলা থেকে মুড়ি উঠিয়ে নেওয়া। [হি. চনক (=ফেটে যাওয়া)। ̃ নো ক্রি. বি. চানকা। বিণ. উক্ত সমস্ত অর্থে। 103)
চুক
চানা
চুল্লি
(p. 294) culli বি. 1 উনুন; 2 চিতা। [সং. চুল্লী]। 32)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186068
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027561
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901291
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848250
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708713
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620520

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us