Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুঁলে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্কুশ
(p. 8) aṅkuśa বি. মাহুতের ব্যবহৃত হস্তিতাড়নযন্ত্র; আঁকশির মুখের মতো ছুঁচলো বাঁকা লোহার অস্ত্র যার সাহায্যে হাতির মাথায় খোঁচা দেওয়া হয়; ডাঙস; আঁকশি, hook. [সং. অন্ক্+উশ]। 34)
অঙ্গুলি
(p. 8) aṅguli বি. আঙুল। [সং. অঙ্গ্+উলি]। অঙ্গুলিত্র, অঙ্গুলি-ত্রাণ বি. 1 ছুঁচের খোঁচা থেকে আঙ্গুলকে বাঁচাবার এবং ছুঁট ঠেলবার জন্য আঙ্গুলে পরবার টুপিবিশেষ; 2 সেতারবাদকের মেজরাপ। ̃ .নির্দেশ বি. আঙুলের সংকেতের সাহায্যে নির্দেশ। ̃ .মেয় বিণ. আঙ্গুলে গোনা যায় এমন। ̃ .মোটন বি. আঙুল মটকানো। ̃ সংকেত বি. আঙুল নেড়ে নির্দেশ দেওয়া। ̃ .হেলন বি. আঙুল নেড়ে ইশারা করা। অঙ্গুলীয়ক বি. আংটি। 49)
আকু-পাংচার
(p. 81) āku-pāñcāra বি. শরীরের বিভিন্ন স্হানে ছুঁচ ফুটিয়ে রোগ সারানোর চৈনিক পদ্ধতি। [লা. acus (ছুঁচ) + punctura (ফোটানো)]।
উলকি, উল্কি
(p. 133) ulaki, ulki বি. চামড়ায় ছুঁচ ফুটিয়ে বিশেষ প্রক্রিয়ায় আঁকা চিত্র: (আল.) চিত্র ('দুধারে দেয়ালের উলকিগুলি হাতছানি দেয়': শ. ঘো.)। [দেশি]। 154)
কত1
(p. 160) kata1 বি. কলমের মুখ, কচ; নিব। [আ. কত্]। ̃ কাটা বিণ. কলমের মতো ছুঁচলো ও তেরছাভাবে কাটা। 2)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
কূর্চিকা
(p. 202) kūrcikā বি. 1 তুলি; 2 শলাকা, ছুঁচ; 3 কুঁড়ি; মুকুল (কমলকূর্চিকা); 4 ক্ষীর, ঘন দুধ। [সং. কূর্চ + ইক + আ]। 37)
কোঁচা1
(p. 209) kōn̐cā1 বি. (প্রধানত পুরুষের) পরিধেয় বস্ত্রের অর্থাত্ ধুতির পাট করা সম্মুখভাগ)। [বাং. কোঁচ3 + আ]। কোঁচা দুলিয়ে বেড়ানো ক্রি. বি. দায়িত্বজ্ঞানহীন হয়ে আলস্যে দিন কাটানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন (প্র.) ঘরে অভাবের জ্বালায় কষ্ট পাচ্ছে অথচ বাইরে লোক-দেখানো বাবুগিরি ও বড়লোকি করছে এমন অবস্হা। 8)
খচ, খচ্
(p. 221) khaca, khac অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন। 12)
খুঁটা2, খোঁটা2
(p. 230) khun̐ṭā2, khōn̐ṭā2 ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]। খুঁটন বি. খোঁটা। ̃ খুঁটি বি. ক্রমাগত বা বারংবার খোঁটা। ̃ নো ক্রি. অপরের দ্বারা খুঁটে নেওয়া। বি. বিণ. উক্ত অর্থে। খুঁটিয়ে ক্রি. বিণ. পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে, সূক্ষ্মভাবে (কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখতে হবে)। 15)
খোঁচ
(p. 232) khōn̐ca বি. 1 কাঁটা; 2 ছুঁচের মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মুখ; 3 সূক্ষ্ম কোণ ; 4 (আল.) ত্রুটি, ছটোখাটো ঝঞ্ঝাট (সবই হল, তবে একটা খোঁচ থেকেই গেল)। [দেশি]। 49)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গলা2
(p. 244) galā2 ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ̃ নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। বি. বিণ. উক্ত সব অর্থে। 8)
গুন
(p. 250) guna বি. চট, gunny. [সং. গোণী]। ̃ সূচ, ̃ ছুঁচ বি. চট সেলাই করার বড় ছুঁচ। 90)
চুঁচড়ো, চুঁচড়া
(p. 290) cun̐caḍ়ō, cun̐caḍ়ā বিণ. ছুঁচলো (চুঁচড়োমুখো)। [সং. চঞ্চু-তু. হি. চোঁচ]। 64)
ছিঁচ-কাঁদুনে
(p. 304) chin̐ca-kān̐dunē বিণ. ছুঁলেই কাঁদে অর্থাত্ অল্পেই কাঁদে এমন। [দেশি]। স্ত্রী. ছিঁচকাঁদুনি। 54)
ছিষ্টি, ছুঁচ
(p. 304) chiṣṭi, chun̐ca যথাক্রমে সৃষ্টি ও সুচ -এর কথ্য রূপ। 91)
ছুঁচা, ছুঁচো
(p. 304) chun̐cā, chun̐cō বি. 1 ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ, গন্ধমূষিক; 2 (আল.) স্বভাবে নীচ, নোংরা বা ঘৃণ্য লোক। [সং. ছুছুন্দরী]। ̃ বাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ। ছুঁচোর কেত্তন ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ। ছুঁচো মেরে হাত গন্ধ করা ক্রি. বি. নীচ বা হীন ব্যক্তিকে শাস্তি দিয়ে লাভের বদলে বদনাম কুড়ানো। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন - কোঁচা দ্র। 92)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছুঁচি-বাই
(p. 304) chun̐ci-bāi বি. অশুচি হওয়ার ভয় ও শুচিতা রক্ষার জন্য বাড়াবাড়ি; ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বাতিক, শুচিবায়ু। [বাই ( শুচিবায়ু) দ্র]। 94)
ছুঁড়া
(p. 304) chun̐ḍ়ā দ্র ছুড়া, ছোড়া। 95)
ছুঁড়ি
(p. 304) chun̐ḍ়i বি. (সচ. তুচ্ছার্থে) 1 নবযুবতী; 2 কিশোরী; 3 বালিকা, ছুকরি। [সং. ছমণ্ডী]। পুং. ছোঁড়া। ওঠ ছুঁড়ি তোর বিয়ে যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান। 96)
ছুঁত, ছুঁত্
(p. 304) chun̐ta, chun̐t বি. 1 স্পর্শ; স্পর্শদোষ; 2 খুঁত; 3 অশৌচ। [হি. ছুত সং. √ ছুপ্]। ̃ মার্গ বি. 1 তথাকথিত অস্পৃশ্য জাতিকে স্পর্শ করলে দোষ হয়-এই মত; 2 ছোঁয়াছুঁয়ির বিচার। 97)
ছুকরি
(p. 304) chukari বি. (সচ. তুচ্ছার্থে) ছুঁড়ি; নবযুবতী; কিশোরী; বালিকা। [হি. ছোকরী]। পু. ছোকরা। 99)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534899
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140443
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730665
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942856
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883576
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838484
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696658
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us