Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুঁচা, ছুঁচো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছুঁচা, ছুঁচো এর বাংলা অর্থ হলো -

(p. 304) chun̐cā, chun̐cō বি. 1 ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ, গন্ধমূষিক; 2 (আল.) স্বভাবে নীচ, নোংরা বা ঘৃণ্য লোক।
[সং. ছুছুন্দরী]।
বাজি
বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ।
ছুঁচোর কেত্তন ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ।
ছুঁচো মেরে হাত গন্ধ করা ক্রি. বি. নীচ বা হীন ব্যক্তিকে শাস্তি দিয়ে লাভের বদলে বদনাম কুড়ানো।
বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন - কোঁচা দ্র।
92)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছি, ছ্যা
(p. 304) chi, chyā অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)। 51)
ছুলা, ছোলা
(p. 304) chulā, chōlā ক্রি. 1 ছাল বা খোসা ছাড়ানো (নারকেল ছুলছে, বাঁশ ছোলা); 2 চাঁচা, পরিষ্কার করা (জিভ ছোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছোল্ল]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা খোসা বা ছাল ছাড়ানো; চাঁচানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 117)
ছয়-লাপ
(p. 301) chaẏa-lāpa বিণ. 1 পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ); 2 সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)। [ফা. সয়লাব্]। 47)
ছাঁটা
(p. 303) chān̐ṭā ক্রি. 1 অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা); 2 কাঁড়ানো (চাল ছাঁটা); 3 বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া); 4 অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]। ̃ ই বি. 1 কর্তন; 2 বাদ দেওয়া; 3 অমান্য বা অগ্রাহ্য করা; 4 বর্জন; 5 বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা; 6 ছেঁটে বাদ দেওয়া। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)। বি. বিণ. উক্ত অর্থে। 17)
ছন্দোভঙ্গ
(p. 301) chandōbhaṅga দ্র ছন্দ2। 40)
ছাপা৩
(p. 304) chāpā3 ক্রি. উপচে ওঠা বা পড়া; কূল বা সীমা অতিক্রম করা (নদী বা নদীর তীর ছাপিয়ে উঠেছে)। [তু. উপচা ( সং. উপচয়)]। ̃ ছাপি বি. কূল বা সীমা অতিক্রম; প্লাবিত অবস্হা। বিণ. কূল বা সীমা অতিক্রম করা হয়েছে এমন; প্লাবিত; উপছে ওঠার মতো অবস্হাপ্রাপ্ত (পুকুরে জল ছাপাছাপি হয়েছে)। ̃ নো ক্রি. উপচে ওঠা বা পড়া; প্লাবিত করা। বি. বিণ. উক্ত অর্থে। 38)
ছিদ্র
ছাপোষা
(p. 304) chāpōṣā দ্র ছা। 39)
ছুবলা, ছোবলা
(p. 304) chubalā, chōbalā ক্রি. ছোবল দেওয়া, ছোবল মারা (সাপে ছুবলেছে)। [বাং. ছোবল + আ]। ̃ নো ক্রি. ছোবল মারা। বি. বিণ. উক্ত অর্থে। 112)
ছিম-ছাম
ছার
(p. 304) chāra বি. 1 ক্ষার, ছাই, ভস্ম ('রাগ দ্বেষ মোহ লইআ ছার' : চর্যা); 2 ধ্বংসাবশেষ ('এক ভস্ম আর ছার'); 3 তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার); 4 অসার বস্তু (এ কোন ছার)। বিণ. 1 অধম; 2 হেয়, তুচ্ছ, নগণ্য; 3 অসার। [সং. ক্ষার]। ̃ কপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। ̃ খার বি. সর্বনাশ; অধঃপাত। বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)। 46)
ছাঁট2
(p. 303) chān̐ṭa2 বি. জলের ছিটা, ছাট। [ছাট দ্র]। 16)
ছাতি1
(p. 304) chāti1 বি. ছাতা, রোদ-বৃষ্টি এড়াবার জন্য আচ্ছাদনবিশেষ। [বাং. ছাতা + ই]। 12)
ছিনি-মিনি
(p. 304) chini-mini বি. 1 জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; 2 (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; 3 (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); 4 ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]। 73)
ছুট৩
(p. 304) chuṭa3 বি. 1 ছাঁট, বাদ-দেওয়া অংশ (ছুটের পরিমাণ, কথার ছুট); 2 বাদ, ছাড় (ছুট গেছে); 3 দৌড় (এক ছুটে বাড়ি গিয়ে হাজির)। [ছাঁট ও ছুটা দ্র]। 103)
ছতরি, ছত্রি
(p. 301) chatari, chatri বি. 1 গোরুর গাড়ি বা নৌকার চাল বা ছাদ, ছই; 2 মশারি টাঙাবার ফ্রেম। [সং. ছত্র]। 23)
ছিট2
(p. 304) chiṭa2 বি. খণ্ড, টুকরা। বিণ. বিচ্ছিন্ন (ছিট জমি, ছিটমহল)। [তু. ছিট1]। ছিট জমি বি. ভিন্ন মৌজার জমি। 59)
ছত্রী2
ছুরি
(p. 304) churi বি. ছোট ছোরা, চাকু। [সং. ছুরী, ছুরিকা]। গলায় ছুরি দেওয়া (চালানো) ক্রি. বি. গলা কেটে ফেলা; (আল.) একেবারে ঠকানো। 114)
ছাতলা
(p. 304) chātalā বি. 1 ছত্রক, ছত্রাক; 2 ছাতা, শ্যাওলার মতো মরচে বা ময়লা (ছাতলা পড়া, ছাতলা ধরা)। [বাং. ছাতা2 + লা]। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us