Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জলপানি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আট
(p. 85) āṭa বি. বিণ. আট (8) সংখ্যা; আটসংখ্যক। [সং. অষ্ট]। ̃ ই বি. মাসের 8 তারিখ। বিণ. মাসের 8 তারিখের বা 8 তারিখসংক্রান্ত। ̃ .কড়াইয়া, ̃ .কৌড়ে বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার। ̃ .কপালিয়া, ̃ .কপালে বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট। স্ত্রী. ̃ .কপালি। আট-খানা করা ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা। আট-খানা হওয়া ক্রি. বি. আনন্দে অধীর হওয়া। ̃ ঘাট বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)। আটঘাট বেঁধে চলা ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা। ̃ চল্লিশ বি. বিণ. 48 সংখ্যা বা 48 সংখ্যক। ̃ চালা বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ। ̃ ত্রিশ বি. বিণ. 38 সংখ্যা বা 38 সংখ্যক। ̃ পহর, ̃ পর-আটপ্রহর -এর কথ্য রূপ। ̃ পিঠা, ̃ পিঠে বিণ. 1 আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; 2 সবরকমের কাজে দক্ষতা আছে এমন। ̃ পৌরে বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)। ̃ প্রহর বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)। ̃ ষষ্টি বি. বিণ. 68 সংখ্যা; 68 সংখ্যক। 59)
কড়ঙ্গ
(p. 158) kaḍ়ṅga বি. 1 নারকেলমালা দিয়ে তৈরি ভিক্ষাপাত্রবিশেষ; 2 জলপাত্রবিশেষ। [সং. করঙ্ক]। 21)
কমঠ
(p. 164) kamaṭha বি. 1 কচ্ছপ; 2 সন্ন্যাসীদের ব্যবহৃত কাঠের জলপাত্রবিশেষ; 3 বাঁশ। [সং. √ কম্ + অঠ]। বি. (স্ত্রী.) কমঠী। 39)
কমণ্ডলু
(p. 164) kamaṇḍalu বি. সন্ন্যাসীদের ব্যবহৃত মাটির বা কাঠের বা ধাতব জলপাত্রবিশেষ। [সং. ক + √ মণ়্ড্ + লা + উ]। 40)
কলস, কলসি, কলসী, কলশ
(p. 169) kalasa, kalasi, kalasī, kalaśa বি. জালার আকারের মাটির বা ধাতুর তৈরি জলপাত্র, ঘড়া, গাগরী, কুম্ভ। [সং. (1) ক + √ লস্ + অ; (2) √ কল্ + শু + অ]। 65)
কুজা, (কথ্য) কুঁজো
(p. 194) kujā, (kathya) kun̐jō বি. মাটির জলপাত্রবিশেষ, সোরাই। [ফা. কুজা]। 25)
কোষা
(p. 210) kōṣā বি. পূজায় ব্যবহার্য তামার তৈরি জলপাত্রবিশেষ; ডোঙা। [সং. কোষ + বাং. আ]। 63)
গাড়ু
(p. 246) gāḍ়u বি. 1 নলযুক্ত জলপাত্রবিশেষ, বদনা; 2 ঝারি। [সং. গড্ডুক]। 34)
ঘটি
(p. 265) ghaṭi বি. ঘটের মতো ধাতুনির্মিত ছোট জলপাত্রবিশেষ (ঘটিবাটি)। [সং. ঘটী]। 16)
ছাত্র
(p. 304) chātra বি. শিক্ষার্থী; শিষ্য। [সং. ছত্র + অ]। বি. (স্ত্রী.) ছাত্রী। ̃ জীবন বি. পাঠ্যাবস্হা। ̃ নিবাস, ছাত্রাবাস বি. ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্হাযুক্ত স্হান, বোর়্ডিং, হস্টেল। ̃ বৃত্তি বি. 1 ভালো ছাত্রকে প্রদত্ত আর্থিক পুরস্কার বা জলপানি; 2 জলপানির পরীক্ষাবিশেষ। 17)
জগ2
(p. 311) jaga2 বি. হাতলওয়ালা গাড়ুবিশেষ, হাতলওয়ালা জলপাত্রবিশেষ। [ইং. jug]। 15)
জলাধার
(p. 312) jalādhāra বি. 1 জলাশয়; 2 জলপাত্র; 3 জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহত্ চৌবাচ্চা, dam. [সং. জল + আধার]। 163)
ঝারা
(p. 336) jhārā বি. 1 মাটি ফুলের চারা ইত্যাদির উপর জলসেচন করার বহুছিদ্রযুক্ত জলপাত্র; 2 ওই জলপাত্র দ্বারা জলসেচন বা তা থেকে জলের ক্ষরণ। [সং. ধারা]। 39)
ঝারি
(p. 336) jhāri বি. 1 গাছে জল সেচন করার জলপাত্র বা ঘটবিশেষ; 2 গাড়ুবিশেষ, ভৃঙ্গার। [সং. ঝরী]। 40)
নিপান
(p. 461) nipāna বি. 1 পশুপাখি প্রভৃতির জলপান বা স্নানের জন্য নির্মিত কৃত্রিম খাত বা চৌবাচ্চা; 2 যে পাত্রে দুধ দোহন করা হয়। [বাং. নি + √ পা + অন]। 51)
নিমজ্জন
(p. 461) nimajjana বি. 1 ডুবে যাওয়া (জলে নিমজ্জন); 2 অবগাহন; 3 আচ্ছন্ন বা নিবিষ্ট হওয়া (চিন্তায় নিমজ্জন)। [সং. নি + √ মস্জ্ + অন]; 4 ডুবানো (জলপাত্র জলে নিমজ্জন)। [সং. নি + √ মস্জ্ + ণিচ্ + অন]। নিমজ্জিত বিণ. ডুবে গেছে বা ডুবিয়ে দেওয়া হয়েছে এমন, আচ্ছন্ন, নিবিষ্ট, নিমগ্ন। স্ত্রী. নিমজ্জিতা। নিমজ্জ-মান (অশু.) বিণ. নিমজ্জিত হচ্ছে এমন। স্ত্রী. নিমজ্জ-মানা। 93)
নির্জল
(p. 468) nirjala বিণ. 1 জলহীন; 2 জলমিশ্রিত নয় এমন (নির্জল দুধ); 3 যাতে জলপান নিষিদ্ধ এমন, নিরম্বু (নির্জল উপবাস)। [সং. নির্ + জল]। স্ত্রী. নির্জলা (নির্জলা একাদশী)। 51)
বদনা
(p. 575) badanā বি. গাড়ুজাতীয় জলপাত্রবিশেষ, নলযুক্ত ঘটি। [সং. বর্ধনী]। 45)
বারি1, বারী
(p. 602) bāri1, bārī বি. 1 হাতি বাঁধার দড়ি বা স্হান ('বারী-মাঝে নাদে গজ শ্রবণ বিদারি': মধু); 2 জলপাত্র, কলসি। [সং. √ বৃ + ণিচ্ + ই, ঈ]। 28)
বালতি1
(p. 602) bālati1 বি. টবের মতো আকারবিশিষ্ট হাতলযুক্ত জলপাত্র। [পো. balde]। 63)
বাসন2
(p. 605) bāsana2 বি. 1 জলপাত্র; 2 আধারবিশেষ; 3 বাক্স; 4 (বাং.) রান্না খাওয়া ইত্যাদি গৃহস্হালির কাজে ব্যবহৃত পাত্র; 5 বসবাস করতে সাহায্য বা প্রেরণাদান (পুনর্বাসন, অভিবাসন, নির্বাসন)। [সং. √ বস্ + ণিচ্ + অন]। 3)
বৃত্তি
(p. 633) bṛtti বি. 1 মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি); 2 প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি); 3 আচরণ (বকবৃত্তি); 4 জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা); 5 পেশা (বৃত্তিভেদ); 6 নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি); 7 অর্থপ্রকাশের ব্যাপারে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি, ব্যঞ্জনাবৃত্তি); 8 অক্ষরসংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ; 9 সূত্রার্থের ব্যাখ্যান বা টীকা (সূত্রবৃত্তি)। [সং. বৃত্ + তি]। ̃ জীবী (-বিন্) বিণ. চাকুরিজীবী। ̃ ভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী। ̃ মূলক বিণ. চাকুরিসংক্রান্ত। বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা। বৃত্তীয় বিণ. বৃত্তি-সংক্রান্ত। 64)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535012
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140541
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942998
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883612
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696704
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us