Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝারা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝারা এর বাংলা অর্থ হলো -

(p. 336) jhārā বি. 1 মাটি ফুলের চারা ইত্যাদির উপর জলসেচন করার বহুছিদ্রযুক্ত জলপাত্র; 2 ওই জলপাত্র দ্বারা জলসেচন বা তা থেকে জলের ক্ষরণ।
[সং. ধারা]।
39)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝাড়2
(p. 336) jhāḍ়2 বি. (অশা.) বকুনি, তিরস্কার (এমন ঝাড় দেব)। [ঝাড়া দ্র]। 25)
ঝোপ
(p. 339) jhōpa বি. ছোট মাছের ঝাড় বা জঙ্গল; গুল্ম। [সং. ক্ষুপ]। ̃ ঝাড় বি. ছোট গাছের ঝাড় জঙ্গল। ঝোপ বুঝে কোপ (আল.) সুযোগঅবস্হা বুঝে ব্যবস্হা।
ঝিল-মিল2
(p. 338) jhila-mila2 বি. মৃদু ঝলমল বা ঝিকমিক করার ভাব ('স্পন্দিত নদীজল ঝিলমিল করে;: রবীন্দ্র)। [ঝলমল দ্র]। ঝিলি-মিলি বি. ঝিলমিল, ঝিলমিল করার ভাব (রোদের ঝিলিমিলি)। ঝিল-মিলে বিণ. ঝিলমিল করে এমন। 22)
ঝরা
(p. 334) jharā ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ̃ নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। বি. বিণ. উক্ত দুই অর্থে। 39)
ঝোলা2
(p. 340) jhōlā2 বিণ. ঢোলা; লম্বা ও ঢিলা (ঝোলা জামা, ঝোলা আস্তিন)। [বাং. ঝুল + আ]। 5)
ঝাঁপা৩
(p. 336) jhām̐pā3 ক্রি. (প্রা. বাং.) 1 মনে পড়া ('তাহার রূপ সদা মনে ঝাঁপে গো': চণ্ডী); 2 (প্রা. বাং.) ক্ষেপণ করা ('হাতে লই জাল তুরিতে ঝাঁপায় তারে': চণ়্ডী); 3 আচ্ছাদন করা, ঢাকা ('বদন ঝাঁপিব বাসে': জ্ঞান.)। [প্রাকৃ. √ ঝংপ + বাং. আ]। 19)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
ঝিন-ঝিন
ঝাড়ু
(p. 336) jhāḍ়u বি. ঝাঁটা। [হি. ঝাড়ু]। ̃ দার বি. 1 যে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করার কাজ করে; 2 মেথর। [হি. ঝাড়ু + ফা. দার]। 29)
ঝিলিক
ঝল-ঝল
(p. 334) jhala-jhala বি. ঝুলে পড়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঝলঝল করছে)। [ধ্বন্যা.]। ঝল-ঝলে বিণ. ঢিলা, ঝলঝল করে এমন (ঝলঝলে জামা)। 44)
ঝকমারি
(p. 334) jhakamāri বি. 1 (অনুশোচনায়) বোকামি, ভুল, অপরাধ (এ কাজ করতে যাওয়াই ঝকমারি হয়েছে); 2 ল্যাঠা, ঝঞ্ঝাট (এ কাজে কি কম ঝকমারি ?)। [হি. ঝখ্ (ত্রুটি) + বাং. মারা + ই-তু. হি. ঝখ মারনা]। 6)
ঝ্যাঁটা
(p. 340) jhyān̐ṭā বি. (আঞ্চ.) ঝাঁটা। [দেশি]। ̃ নো ক্রি. বি. ঝাঁট দেওয়া; ঝোঁটিয়ে দূর করা। ̃ পেটা বি. ঝাঁটার ঘা, ঝাঁটা দিয়ে মার। 9)
ঝাঁপান
ঝাঁজ2, ঝাঁজ
(p. 336) jhān̐ja2, jhān̐ja বি. 1 আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); 2 তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); 3 ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)। [তু. হি. ঝাঁঝ]। ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র। 5)
ঝামর
(p. 336) jhāmara বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন ('হেমকান্তি ঝামর হইল': যদু.)। [সং. ঝামক]। ঝামরা ক্রি. ঝামরানো। ̃ চুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট ('ডাইনী যেন ঝামরচুলো': স. দ.)। ঝামরানো বি. ক্রি. 1 মলিন বা বিবর্ণ হওয়া; 2 শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); 3 জলভারাক্রান্ত হওয়া; 4 বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। বিণ. উক্ত সব অর্থে। 36)
ঝিঁঝি2
(p. 336) jhin̐jhi2 বি. ঝিমঝিম করার ভাব (বসে বসে পায়ে ঝিঁঝি ধরেছে)। [তু. ঝিনঝিন, ঝিমঝিম]। ঝিঁঝি ধরা ক্রি. বি. অনেকক্ষণ হাত-পা চেপে বসে থাকার জন্য রক্তসঞ্চালন বন্ধ হয়ে ঝিমঝিম করা। 55)
ঝুঁকা, ঝোঁকা
(p. 338) jhun̐kā, jhōn̐kā বি. ক্রি. 1 হেলে পড়া, সামনের দিকে বা নীচের দিকে নত হওয়া (ঝুঁকে দেখবার চেষ্টা করছে); 2 আকৃষ্ট হওয়া (খেলার দিকে মন ঝুঁকেছে)। বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ঝুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 হেলানো, নত করা; 2 আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। বিণ. উক্ত সব অর্থে। 26)
ঝিঙা, (কথ্য) ঝিঙে
(p. 338) jhiṅā, (kathya) jhiṅē বি. গ্রীষ্মের সবজি ফলবিশেষ। [মুণ্ডারি ঝিঙ্গা]। ̃ ফুল বি. ঝিঙের ফুল। ̃ শাল বি. সরু চালের ধানবিশেষ। 3)
ঝম-ঝম
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072577
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768139
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365550
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720874
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697739
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544650
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542203

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন