Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জালের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আটকা
(p. 85) āṭakā বি. বাধা, প্রতিবন্ধক। বিণ. বন্দি, অবরুদ্ধ (জালে আটকা-পড়া মাছ, কলে আটকা ইঁদুর)। [বাং. আটক + আ]। আটকা-আটকি বি. কড়াকড়ি ব্যবস্হা। 63)
ঋণ
(p. 141) ṛṇa বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.̃ মুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক। 10)
কাঁটি, কাঁঠি
(p. 174) kān̐ṭi, kān̐ṭhi বি. 1 তুলসীর মালা (হরি কাঁটি); 2 একনর কণ্ঠহার (সোনার কাঁটি); 3 তুলসীর মালার গুটিকা ('ডাগর রসের কাঁঠি গাঁথ্যা পরে গলে': ব. প.); 4 জালের কাঠি। [সং. কণ্ঠী, কণ্টিকা]। 68)
গন-গন, গন্-গন্
(p. 240) gana-gana, gan-gan বি. অব্য. অগ্নিশিখার প্রজ্বলনের আওয়াজ বা তার প্রখরতার ভাবসূচক (গনগন করছে)। গন-গনে বিণ. তেজালো, লেলিহান ('গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে': শ. ঘো.)। 6)
চড়া2
(p. 276) caḍ়ā2 বিণ. 1 উদ্ধত, উগ্র (চড়া মেজাজ); 2 তীব্র, তীক্ষ্ণ, তেজালো (চড়া রোদ, চড়া গলা); 3 উচ্চ (চড়া সুর, চড়া দাম)। [সং. চণ্ড]। 12)
জড়ী-কৃত, জড়ী-ভূত
(p. 312) jaḍ়ī-kṛta, jaḍ়ī-bhūta বিণ. 1 জডতাপ্রাপ্ত; জড়ে পরিণত; 2 নিরুদ্যম, নিষ্ক্রিয়; 3 জড়িত; 4 সমাচ্ছন্ন ঋণজালে জড়ীভূত)। [সং. জড় + ঈ চির) + √ কৃ + ত, √ ভূ + ত]। 33)
জাল2
(p. 324) jāla2 বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5 কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। ̃ জীবী (-বিন্) বি. জেলে। ̃ পাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। বি. হাঁসজাতীয় পাখি। 6)
জালি1
(p. 324) jāli1 বি. 1 ছোট জাল; 2 জালসদৃশ বস্তু; 3 জাফরি। বিণ. জালের মতো ফাঁক-ফাঁক করে তৈরি (জালি গেঞ্জি)। [সং. জাল + বাং. ই]। 11)
জাল্ম
(p. 324) jālma বি. 1 ইতর বা নীচ লোক; 2 নিচু বংশে জাত লোক। বিণ. 1 দুর্বৃত্ত; 2 মূর্খ; 3 নীচাশয়; 4 ছোট বংশে জাত। [সং. জাল2 + ম]। 17)
ঝাঁজ2, ঝাঁজ
(p. 336) jhān̐ja2, jhān̐ja বি. 1 আঁচ, প্রখর তেজ (রোদের ঝাঁজ); 2 তীব্র গন্ধ বা স্বাদ (ওষুধের ঝাঁজ); 3 ক্রুদ্ধ ভাব, উগ্র মেজাজ (কথার ঝাঁজ, ঝাঁজ দেখিয়ে চলে গেল)। [তু. হি. ঝাঁঝ]। ঝাঁজালো, ঝাঁঝালো বিণ. ঝাঁজয়ুক্ত, তীব্র, তীক্ষ্ণ; উগ্র। 5)
ঝুল৩
(p. 339) jhula3 বি. মাকড়সার জালের সঙ্গে আটকে থাকা বা মিশে থাকা ধোঁয়ার কালি (ঝুল জমেছে)। [তু. হি. ঝোল (ময়লা, ছাই)]। 19)
তেজালো
(p. 375) tējālō বিণ. 1 তেজযুক্ত (তেজালো মেজাজ); 2 তীব্র (তেজালো কণ্ঠ)। [বাং. তেজ + আলো]। 278)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
বেল৬
(p. 642) bēla6 বি. নকশা-কাটা জালের ফিতে। [ফা.]। ̃ দার বিণ. ওইরকম ফিতেওয়ালা (বেলদার কাপড়, বেলদার ব্লাউজ)। 12)
ভলি-বল
(p. 659) bhali-bala বি. রবারের বড়ো বল নিয়ে উঁচু জালের দুপাশে দুই দলের হাত দিয়ে বল মারার খেলাবিশেষ। [ইং. volly ball]। 4)
মজা2
(p. 676) majā2 ক্রি. 1 জলশূন্য হওয়া, বুজে যাওয়া (পুকুরটা মজে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আসক্ত হওয়া (প্রেমে মজা, নেশায় মজা, মন মজেছে); 3 সুপরিণত বা উপভোগ্য হওয়া (আচারটা এখনও মজেনি); 4 অতিরিক্ত পেকে যাওয়া (আমটা মজে গেছে); 5 বিপদ্গ্রস্ত হওয়া (ফেল করে মজলাম)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 অতিরিক্ত পক্কতার ফলে গলিত (মজা আম); 2 জলশূন্য হয়েও বুজে গেছে এমন (মজা পুকুর)। [সং √ মস্জ্ + বাং আ.] ̃ নো ক্রি. বি. 1 নিমজ্জিত করা; 2 মুগ্ধ করা; 3 পাকানো (কাঁঠাল মজানো); 4 বিপদ্গ্রস্ত করা ('মজালে রাক্ষসকুল, মজিলে আপনি'): মধু.)। 16)
রেজাল্ট
(p. 748) rējālṭa বি. পরীক্ষা প্রতিযোগিতা ইত্যাদির ফলাফল। [ইং. result]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577682
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185364
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785426
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026269
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901058
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620040

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us